Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Physics questions answers in bengali pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। এবার WBCS প্রিলিমিনারি পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্ন ও উওর আপনাদের জন্য নিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভৌতবিজ্ঞান প্রশ্নোওর (Physics questions answers in bengali). নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও প্রিলিমিনারি পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই ভৌতবিজ্ঞান প্রশ্নোওর (Physics questions answers in bengali) Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
ভৌতবিজ্ঞান প্রশ্নোওর (Physics questions answers in bengali) pdf
কিছু নমুনাঃ-
- তাম্র মলের রঙ কেমন?
উত্তরঃ- সবুজ
- ধাতব পদার্থের ক্ষয়ের জন্য দায়ী দুর্বল এসিড কোনটি?
উত্তরঃ- ফরমিক এসিড
- এসিড বৃষ্টির কারণে তাজমহলের রঙ কেমন হচ্ছে ?
উত্তরঃ- হলুদ
- কার্বলিক এসিডের অপর নাম কি ?
উত্তরঃ- ফেনল
- এসিডের স্বাদ কেমন ?
উত্তরঃ- টক।
- মানব খাবারে বিদ্যমান এসিড গুলো কি ?
উত্তরঃ- জৈব এসিড।
- এসিড ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় ?
উত্তরঃ- লবন ও জল।
- এসিডে কোন মৌল প্রতিস্থাপিত্ হয় ?
উত্তরঃ- H2
- সোনার গহনা তৈরীতে কোন এসিড ব্যবহৃত হয়?
উত্তরঃ- নাইট্রিক।
- টয়লেটে ব্যবহৃত পরিষ্কারকে কি থাকে ?
উত্তরঃ- এসিড।
- ব্যাটারিতে কোন এসিড থাকে না ?
উত্তরঃ- সালফিউরিক এসিড।
- সাপের উপদ্রব কমাতে ব্যাবহৃত হয়–
উত্তরঃ- কার্বলিক এসিড্য
- পাকস্থলিতে থাকে কোন এসিড ?
উত্তরঃ- HCL
- রকেটে জ্বালানীর সাথে কি ব্যবহার করা হয়?
উত্তরঃ- HNO3
- ক্ষার জলে–
উত্তরঃ- দ্রবনীয়।
- খাবার জল বিশুদ্ধ করতে কি ব্যবহার করা হয়?
উত্তরঃ- ক্লোরিনৎ
- বিশুদ্ধ জলের pH কত?
উত্তরঃ- 7
- pH 7 এর মানে জল কি?
উত্তরঃ- নিরপেক্ষ।
- ক্যালসিয়াম অক্সাইড এর পাতলা দ্রবনকে কি বলে?
উত্তরঃ- ওয়াটার লাইম।
- পোকামাকড় দমনে কোনটি ব্যবহৃত হয় ?
উত্তরঃ- মিল্ক অব লাইম্য
- এসিটিক এসিড মূলত–
উত্তরঃ- ম্যাগনেসিয়াম অক্সাইড।
- এসিড ও ক্ষারকের বিক্রিয়ায় উৎপন্ন নিরপেক্ষ পদার্থ কি?
উত্তরঃ- লবন।
- ‘বৃত্তের ব্যাস বৃত্তকে সমদ্বিখন্ডিত করে’ এই ধারনার প্রবর্তক কে-
উত্তরঃ- থেলিস্য
- পদার্থের অবিভাজ্য একককে কি বলে?
উত্তরঃ- পরমানু।
- আগুন, মটি, জল ও বায়ু চারটি মৌলের ধারনাদানকারী কে?
উত্তরঃ- পিথাগোরাস।
- ধাতুর ভেজাল নির্নয়কারী সূত্র কে আবিষ্কার করেন?
উত্তরঃ- আর্কিমিডিস।
- ‘আলো আমাদের চোখে আসে বলেই আমরা দেখতে পাই’ -একথা বলেন-
উত্তরঃ- আল হাজেম।
- ২২/৭ কে পাই হিসেব করে (প্রমানস্বরুপ) কে?
উত্তরঃ- ভাস্কারাচার্য।
- পড়ন্তু বস্তুর সূত্রাবলী প্রদান করেন-
উত্তরঃ- গ্যালিলিও।
- আলোর প্রতিসরনের সূত্রাবলী প্রদান করেন কে?
উত্তরঃ- স্নেল।
- টেলিভিশনের জনক কে?
উত্তরঃ- লেগী বেয়ার্ড।
- দুই বার নোবেল পান কে?
উত্তরঃ- মাদাম কুরীৎ
- পরম তাপমাত্রা সমান কত ডিগ্রি সেলসিয়াস?
উত্তরঃ- -২৭৩
- পরম তাপমাত্রা স্কেলের আবিষ্কারক–
উত্তরঃ- কেলভিন।
- পরমানুর নিউক্লিয় তত্ত্বের প্রবক্তা ?
উত্তরঃ- রাদার ফোর্ড।
- তড়িত চুম্বকীয় বিকিরন উদ্ঘাটন করেন কে ?
উত্তরঃ- হার্জ।
- পরমানুর ফিশন যোগ্যতা কে আবিষ্কার করেন?
উত্তরঃ- অটোহান।
- ফিশন যোগ্যতা দিয়ে কি করা যায়?
উত্তরঃ- প্রচুর শক্তি উৎপাদন হবে।
- বেতার যোগাযোগ উদ্ভাবন করেন কে?
উত্তরঃ- মার্কনী্য
- ক্লার্ক ম্যাক্সওয়েল কিসের বিকাশ ঘটান?
উত্তরঃ- তড়িত চুম্বকিয় তত্ত্ব।
- মাদাম কুরীর স্বামীর নাম–
উত্তরঃ- মেরী কুরী।
- মাদাম কুরী রসায়নে পুরষ্কার পান কত সালে?
উত্তরঃ- ১৯০৩
- ম্যাগনেট শব্দের অর্থ কি?
উত্তরঃ- পাথর।
- দিক নির্দেশক ও বস্তুর আকর্ষন ধর্মকে কি বলে?
উত্তরঃ- চুম্বকত্ব্য
- সবচেয়ে স্থায়ী শক্তিশালি চুম্বক কোনটি?
উত্তরঃ- নিকেল।
- কোনটি চৌম্বক পদার্থ?
উত্তরঃ- কোবাল্ট।
- কোনটি অচৌম্বক পদার্থ?
উত্তরঃ- টিন।
- কোনটি অচৌম্বক পদার্থ নয়?
উত্তরঃ- নিকেল।
- জেনারেটরের তৈরিতে কোন চুম্বক ব্যবহার করা হয়?
উত্তরঃ- অস্থায়ী চুম্বক।
- টেপ রেকর্ডারে কোন চুম্বক ব্যবহার করা হয়?
উত্তরঃ- স্থায়ী চুম্বক।
- ক্যাসেট প্লেয়ারের টেপে কি ব্যবহার করা হয়?
উত্তরঃ- CrO2
- চুম্বকের আকর্ষন কোথায় কম?
উত্তরঃ- মাঝখানে।
“Physics questions answers in bengali Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”
File Details:-
File Name:- Physics questions answers in bengali pdf in Bengali [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive
Download:- Click Here to Download
-ঃআরও পড়ুনঃ–
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here