Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Important questions answers about biology pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে জীবজগত সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Important questions answers about biology) Pdf. নিচে biology Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই জীবজগত সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Important questions answers about biology) Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে biology সংক্রান্ত এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
জীবজগত সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Important questions answers about biology) pdf
কিছু নমুনাঃ-
- পরিবেশের যেসব পরিবর্তন শনাক্ত হয় এবং প্রাণীদেহে উদ্দীপনা সৃষ্টি করে তাদের কী বলে ?
উওরঃ- উদ্দীপক বলে।
- প্রোটোপ্লাজমের আবর্তনগতি বা সারকুলেশন কোথায় দেখা যায় ?
উওরঃ- কুমড়ো গাছের কাণ্ডের রোমে।
গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম কী ?
উওরঃ- ক্ল্যামাইডোমোনাস।
- প্রকরণ চলন কোথায় দেখা যায় ?
উওরঃ- বনচাঁড়ালের পত্রকে।
- উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে তীব্রতা অনুসারে হয় তাকে কী চলন বলে ?
উওরঃ- ন্যাস্টিক চলন।
- উদ্ভিদ দেহের উদ্দীপকের প্রভাবে স্থানান্তরে গমনকে কী বলে ?
উওরঃ- ট্যাকটিক চলন।
- তেঁতুল পাতার পত্রগুলি প্রখর আলো ও অধিক উষ্নতায় খুলে যায় এবং কম আলো ও কম তাপে মুদে যায়, এটি কী প্রকারের চলন ?
উওরঃ- নিকটিন্যাস্টিক চলন।
- ক্ষণপদের সাহায্যে গমন হয় কোন প্রাণীর ?
উওরঃ- অ্যামিবার।
- মানবদেহের কোন কোশে ক্ষণপদ দেখা যায় ?
উওরঃ- শ্বেত রক্তকণিকা।
- অ্যামিবার গমনকে কী বলে ?
উওরঃ- অ্যামিবয়েড গতি।
- একটি মুখ্য জলজ প্রাণীর উদাহরণ দাও।
উওরঃ- মাছ মুখ্য জলজ প্রাণী।
- একটি মুখ্য খেচর প্রাণীর উদাহরণ দাও।
উওরঃ- পায়রা মুখ্য খেচর প্রাণী।
- একটি অ্যাবডাক্টর পেশির উদাহরণ দাও ।
উওরঃ- ডেলটয়েড পেশি।
- যে প্রক্রিয়ায় কোনো অঙ্গাকে দেহাক্ষের নিকটবর্তি হতে সাহায্য করে তাকে কী বলে ?
উওরঃ- অ্যাডাকশন বলে।
- একটি অ্যাক্টর পেশির উদাহরণ দাও।
উওরঃ- ল্যাটিসিমাস ডরসি।
- রোটেশন কাকে বলে?
উওরঃ- যে প্রক্রিয়ার দেহের কোনো অংশ আবর্তিত হয় তা রোটেশন বলে ।
- মানবদেহের দীর্ঘতম অস্থি কোনটি ?
উওরঃ- ফিমার।
- একটি এক্সটেনসর পেশির উদাহরণ দাও।
উওরঃ- ট্রাইসেপস।
- কৃষিক্ষেত্রে আগাছা নির্মূল করার জন্য কোন্ কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয় ?
উওরঃ- কৃত্রিম অক্সিন (2, 4-D)।
- পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোন ?
উওরঃ- সাইটোকাইনিন।
- জিব্বেরেলিনের রাসায়নিক উপাদানগুলি কী কী ?
উওরঃ- জিব্বেরেলিনের রাসায়নিক উপাদানগুলি হল- কার্বন,হাইড্রোজেন ও অক্সিজেন।
- জিব্বেরেলিনের দুটি উৎস উল্লেখ করো।
উওরঃ- জিব্বেরেলিন উদ্ভিদের পরিপক্ক বীজে ও বীজপত্রে পাওয়া যায়।
- উদ্ভিদের অগ্রথ প্রকটতা ঘটায় কোন হরমোন?
উওরঃ- অক্সিন।
- হরমোনের পরিণতি কী ?
উওরঃ- হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়।
- একটি ট্রফিক হরমোনের উদাহরণ দাও।
উওরঃ- থাইরোট্রফিক হরমোন বা TSH।
- আয়োডিন কোন হরমোনের উপাদান ?
উওরঃ- থাইরক্সিন।
- প্রাণী হরমোনের উৎস কী ?
উওরঃ- এন্ডোক্রিন গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি।
- একটি অ্যামাইনোধর্মী হরমোনের নাম কী ?
উওরঃ- অ্যাড্রিনালিন।
- GH-এর পুরো নাম কী ?
উওরঃ- গ্রোথ হরমোন।
- GTH এর পুরো নাম কী ?
উওরঃ- গোনাডোট্রফিক হরমোন।
- LH হয় পুরো নাম কী ?
উওরঃ- লিউটিনাইজিং হরমোন।
- LTH হয় পুরো নাম কী ?
উওরঃ- লিউটোট্রফিক হরমোন।
- অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কী কী হরমোন নিঃসৃত হয় ?
উওরঃ- অ্যাড্রিনালিন ও নন অ্যাড্রিনালিন।
Important questions answers aoout biology (জীবজগত সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর)
- GH এর কম ক্ষরণে কী রোগ হয় ?
উওরঃ- বামনত্ব বা ডোয়ারফিজম।
- GH এর অধিক ক্ষরণে কী রোগ হয় ?
উওরঃ- জাইগ্যানটিজম বা অতিকায়ত্ব।
- অ্যাক্রোমেগালি রোগ কী কারণে হয় ?
উওরঃ- STH এর অধিক ক্ষরণের ফলে হয়।
- কারক কাকে বলে ?
উওরঃ- যে সব অঙ্গ উদ্দীপনায় উদ্দীপিত হয় তাকে কারক বা ইফেকটর বলে। যেমন—গ্রন্থি ও পেশি।
- স্নায়ুকোশের দীর্ঘ প্রবর্ধকের নাম কী ?
উওরঃ- অ্যাক্সন।
- অ্যাক্সনের শেষ প্রান্তের সূক্ষ্ম শাখাগুলিকে কী বলে ?
উওরঃ- প্রান্তবুরুশ বলে।
- একটি ইফারেন্ট স্নায়ুর (আজ্ঞাবহ স্নায়ু) উদাহরণ দাও।
উওরঃ- অকিউলোমোটর স্নায়ু।
- নিউরোন কত প্রকারের ?
Answer : নিউরোন প্রধানত তিন প্রকারের, যথা—(i) সংজ্ঞাবহ নিউরোন, (ii) আজ্ঞাবহ নিউরোন ও (ii) সহযোগী নিউরোন।
41.স্নায়ুতন্ত্রের একক কী ?
উওরঃ- স্নায়ুকোশ বা নিউরোন।
- একটি নিউরোহরমোনের উদাহরণ দাও।
উওরঃ- ভেসোপ্রেসিন বা ADH।
- কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান অংশ দুটি কী কী?
উওরঃ- মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড।
- স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কত প্রকারের?
উওরঃ- স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দুপ্রকারের যথা- সমবেদী ও পরাসমবেদী।
- গুরুমস্তিষ্কের কটি গোলার্ধ এবং কী কী?
উওরঃ- দুটি গোলার্ধ-বাম গোলার্ধ ও ডান গোলার্ধ।
- সুষুম্নাকাণ্ডের শেষ প্রান্তের সূঁচালো অংশকে কী বলে?
উওরঃ- ফাইলাম টারমিনেল।
- প্রাত্যহিক জীবন থেকে প্রতিবর্তের একটি গুরুত্ব উল্লেখ করো।
উওরঃ- খেতে খেতে শ্বাসনালিতে কিছু আটকে গেলে বিষম খাওয়া বা কাশি হওয়া।
- চক্ষুর কোন স্তরে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়?
উওরঃ- রেটিনায় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়।
- লেন্স এর কাজ কী ?
উওরঃ- আলোর প্রতিসরণ ঘটিয়ে রেটিনায় ফোকাস সৃষ্টি করে।
- চলন বা সঞ্চালন কাকে বলে ?
উওরঃ- যে প্রক্রিয়ায় জীব স্বতঃস্ফুর্তভাবে বা কোনো উদ্দীপকের প্রভাবে দেহের কোনো অংশ বা অঙ্গপ্রত্যঙ্গ সঙ্গালন করে তাকে চলন বা সঞ্চালন বলে।
- ট্রপিক ও ট্যাকটিক চলনের মূল পার্থক্য কী ?
উওরঃ- ট্রপিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না, ট্যাকটিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয়।
- জিওট্রপিক চলন কাকে বলে?
উওরঃ- উদ্ভিদ অঙ্গের চলন যখন অভিকর্ষের গতিপথ অনুসারে হয়, তখন তাকে জিওট্রপিক চলন বলে । যেমন— উদ্ভিদের মূল অভিকর্ষের টানে মাটির গভীরে প্রবেশ করে।
- প্রাণীদের গমনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো ।
উওরঃ- প্রাণীদের গমনের দুটি উদ্দেশ্য হল- (i) খাদ্য অন্বেষণের জন্য প্রাণীদের গমন হয়। (ii) বাসস্থান খোঁজার জন্য প্রাণীদের গমন হয়।
- সিলিয়ারি গমন কাকে বলে ? উদাহরণ দাও।
উওরঃ- সিলিয়ার আন্দোলনের সাহায্যে যে গমন তাকে সিলিয়ারি গমন বা সিলিয়ারি গতি বলে| যেমন -প্যারামিসিয়ামের গমন।
- মাছের গমনে পুচ্ছ পাখনার ভূমিকা কী ?
উওরঃ- পুচ্ছ পাখনা গমনকালে মাছকে দিক পরিবর্তনে সাহায্য করে।
- মানুষের গমনকালে ভারসাম্য রক্ষা করে কোন কোন অঙ্গ ?
উওরঃ- মানুষের গমনকালে লঘুমস্তিষ্ক এবং কর্ণের অর্ধচন্দ্রাকার নালি ও অটোলিথ যন্ত্র দেহের ভারসাম্য রক্ষা করে।
- সচল অস্থিসন্ধি কাকে বলে? উদাহরণ দাও।
উওরঃ- দুটি অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলে। যে সব অস্থিসন্ধি নড়াচড়া করতে পারে তাদের সচল অস্থিসন্ধি বলে। যেমন-হিপ সন্ধি, হাঁটু সন্ধি।
- কব্জা সন্ধি কাকে বলে ? একটি উদাহরণ দাও।
উওরঃ- একটি অস্থির গোল প্রান্ত যখন অপর একটি অস্থির অর্ধগোলাকার অবতল অঙ্গে যুক্ত থাকে, তখন তাকে কব্জা সন্ধি বলে। হাঁটু সন্ধি, কনুই সন্ধি এই প্রকারের সন্ধি।
- হরমোন ও উৎসেচকের দুটি পার্থক্য কী ?
উওরঃ- (i) হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, কিন্ত উৎসেচক ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় না। (ii) হরমোন অন্তঃক্ষরা কোশ থেকে নিঃসৃত হয়। কিন্তু উৎসেচক বহিঃক্ষরা কোশ থেকে ক্ষরিত ।
- হরমোনের দুটি কাজ উল্লেখ করো ।
উওরঃ- (1) হরমোন জীবদেহের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। (2) হরমোন জীবদেহে যৌন লক্ষণ প্রকাশে সাহায্য করে।
- হরমোনকে রাসায়নিক দূত বলে কেন ?
উওরঃ- হরমোন কোশে কোশে রাসায়নিক বার্তা বহন করে তাই হরমোনকে রাসায়নিক দূত বলে।
- সাইটোকাইনিনের দুটি কাজ বা ভূমিকা উল্লেখ করো।
উওরঃ- (i) সাইটোকাইনিন অগ্রমুকুলের বৃদ্ধির হ্রাস ঘটিয়ে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায়। (ii) পত্রমোচন বিলম্বিত করে এবং ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিহত করে।
- উদ্ভিদের একটি প্রকল্পিত হরমোনের নাম ও তার কাজ উল্লেখ করা।
উওরঃ- উদ্ভিদের একটি প্রকল্পিত হরমোন হল ফ্লোরিজেন। এটি ফুল ফোটাতে সাহায্য করে।
- অক্সিনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উওরঃ- (1) অক্সিনের প্রবাহ সবসময় মেরুবর্তী (1) অক্সিনের ক্রিয়া অন্ধকারে ভালো হয়।
- জিব্বেরেলিনের প্রধান কাজ কী ?
উওরঃ- জিব্বেরেলিনের প্রধান কাজগুলি হল খর্বাকার উদ্ভিদের বৃদ্ধি, কাক্ষিক মুকুলের পরিস্ফুটন এবং বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্য করা।
- অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে ? একটি উদাহরণ দাও।
উওরঃ- যে স্থির ক্ষরিত বস্তু নালিপথের মাধ্যমে বাইরে আসে না, সরাসরি রক্তে মিশে যায়, তাকে অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি বলে। যেমন পিটুইটারি, থাইরয়েড।
- হরমোন উৎপাদক গ্রন্থিকে অনাল গ্রন্থি বলে কেন ?
উওরঃ- হরমোন উৎপাদক গ্রন্থির কোনো নালি থাকে না, ফলে এই গ্রন্থির ক্ষরিত রস (হরমোন) গ্রন্থিকলার বাইরে আসতে পারে তাই হরমোন উৎপাদক গ্রন্থিকে অনাল গ্রন্থি বলে।
- প্রাণী হরমোনের ধর্ম কীরূপ ?
উওরঃ- হরমোন প্রোটিনধর্মী বা স্টেরয়েডধর্মী বা অ্যামাইনোধর্মী।
- অ্যাড্রেনাল গ্রন্থির অপর নাম কী ? এটি কোথায় অবস্থিত ?
উওরঃ- অ্যাড্রেনাল গ্রন্থির অপর নাম সুপ্ৰারেনাল গ্রন্থি। এটি বুকের ওপর অবস্থিত।
- হাইপো ও হাইপারগ্লাইসিমিয়া কাকে বলে ?
উওরঃ- রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিক অপেক্ষা কমে গেলে তাকে হাইপোগ্লাইসিমিয়া এবং শর্করার পরিমাণ স্বাভাবিক অপেক্ষা বেশি হলে তাকে হাইপারগ্লাইসিমিয়া বলে।
- কখন মূত্রের সঙ্গে শর্করা নির্গত হয় ? ওই অবস্থাকে কী বলে ?
উওরঃ- যখন 100 সিসি রক্তে শর্করার পরিমাণ 18০ মিগ্রা হয়, তখন মূত্রের সঙ্গে শর্করা নির্গত হয় ওই অবস্থাকে গ্লুকোসুরিয়া বলে।
- নিওপ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস কাকে বলে ?
উওরঃ- করা ছাড়া প্রোটিন, ফ্যাট ইত্যাদি উপাদান থেকে গ্লাইকোজেন বা গ্লুকোজ উৎপাদনকে নিওপ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস বলে।
- অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলার কারণ কী ?
উওরঃ- অগ্ন্যাশয় সনাল ও অনাল উভয় প্রকার গ্রন্থির সমন্বয়ে গঠিত হওয়ায় একে মিশ্রগ্রন্থি বলা হয়।
- শুক্রাশয় ও ডিম্বাশয় থেকে নিঃসৃত একটি করে হরমোনের নাম ও তাদের কাজ উল্লেখ করো।
উওরঃ- শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোন টেস্টোস্টেরন, যা পুরুষদেহে গৌণ যৌনলক্ষণ প্রকাশে সহায়তা করে। ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোন ইস্ট্রোজেন, যা নারীদেহে গৌণ যৌনলক্ষণ প্রকাশে সহায়তা করে।
- অ্যাড্রিনালিনের উৎস ও কাজ উল্লেখ করো।
উওরঃ- অ্যাড্রিনালিন অ্যাড্রেনাল গ্রন্থির মেডালা থেকে নিঃসৃত হয়। খাড়া হতে সাহায্য করে। এই হরমোন অণুর গ্রন্থির ক্ষরণ বৃদ্ধি করে এবং ত্বকের রোম খাড়া হতে সাহায্য কর।
- শুক্রাশয় কোথায় অবস্থিত ?
উওরঃ- শুক্রাশয় পুরুষ মানুষের দেহগহ্বরের বাইরে ফ্লোটাম নামক থলির মধ্যে অবস্থিত।
- ADH-এর পুরো নাম উৎস ও কাজ উল্লেখ করো।
উওরঃ- ADH- এর পুরো নাম অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। এর উৎস পিটুইটারির পশ্চাদভাগ। এটি বৃক্কীয় নালির পুনঃশোষণে। সহায়তা করে।
- মিশ্র স্নায়ু কাকে বলে ? এর উদাহরণ কী ?
উওরঃ- যে স্নায়ু সেনসরি ও মোটর উভয় নিউরোন দিয়ে গঠিত, তাকে মিশ্র স্নায়ু বলে। যেমন—ভেগাস স্নায়ু ।
- স্নায়ুর কাজ কী ?
উওরঃ- স্নায়ুর কাজ হল-(i) রিসেপটর বা গ্রাহক থেকে উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করা এবং (ii) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে সাড়াকে কারক অঙ্গে প্রেরণ করা।
- সহযোগী নিউরোন কাকে বলে? এটি কোথায় অবস্থিত ?
উওরঃ- যে নিউরোন সেনসরি ও মোটর নিউরোনের মধ্যে সংযোগসাধন করে, তাকে সহযোগী নিউরোন বলে। এই প্রকার নিউরোন কেবল সুষুম্নাকাণ্ডে থাকে।
- অ্যাক্সন হিলক কাকে বলে ?
উওরঃ- অ্যাক্সনটি কোশদেহের যে অংশে সংযুক্ত থাকে সেই অংশটিকে অ্যাক্সন হিলক বলে। এই অংশে মায়েলিন সিদ এবং নিউরিলেমা থাকে না ।
- অ্যাক্সনের আবরণীগুলি কী কী ?
উওরঃ- অ্যাক্সনের আবরণীগুলি হল—অ্যাক্সোলেমা, মায়েলিন সিদ বা মেডুলারি আবরণ এবং নিউরিলেমা।
- স্নায়ুগ্রন্থি কাকে বলে ? এর কাজ কী কী ?
উওরঃ- কয়েকটি স্নায়ুকোশের কোশদেহগুলি মিলিত হয়ে যে গ্রন্থি গঠন করে, তাকে স্নায়ুগ্রন্থি বলে। স্নায়ু সৃষ্টি করা এর প্রধান কাজ।
- স্নায়ুসন্ধির কাজ কী?
উওরঃ- পূর্ববর্তী নিউরোন থেকে স্নায়ু-সংবেদকে পরবর্তী নিউরোনে পৌছে দেওয়া স্নায়ুসন্ধির কাজ।
“Important questions answers about biology Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”
File Details:-
File Name:- Important questions answers about biology pdf in Bengali [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive
Download:- Click Here to Download
-ঃআরও পড়ুনঃ–
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here