সাধারণ জ্ঞান প্রশ্নোওর (Top General knowledge questions answers) pdf

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি General knowledge questions answers set pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। এবার WBCS প্রিলিমিনারি পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্ন ও উওর আপনাদের জন্য নিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সাধারণ জ্ঞান প্রশ্নোওর (Top General knowledge questions answers) set Pdf. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও প্রিলিমিনারি পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই সাধারণ জ্ঞান প্রশ্নোওর (Top General knowledge questions answers) Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

সাধারণ জ্ঞান প্রশ্নোওর (Top General knowledge questions answers) pdf

কিছু নমুনাঃ-

  1. ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় কোন গ্যাসটি ?

উওরঃ- ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় অ্যাসিটিলিন

  1. কৃষকের বন্ধু বলা হয় কাকে ?

উওরঃ- কেঁচো

  1. স্বর্গীয় গাছ বলা হয় কোনটিকে ?

উওরঃ- নারিকেল গাছকে

  1. কোন গাছকে সূর্যের কন্যা বলা হয় ?

উওরঃ- তুলা

  1. ভারতের জাতীয় জলচর প্রানীর নাম কী ?

উওরঃ- ডলফিন

  1. White House কোন দেশের প্রসিডেন্ট এর বাসস্থান ?

উওরঃ- আমেরিকা

  1. পুরোপুরি হাতে আঁকা বিশ্বের প্রথম অ্যানিমেশন ফিল্মের নাম কী ?

উওরঃ- Loving Vincent

  1. গান পাউডার বা বারুদ কী দিয়ে তৈরি হয় ?

উওরঃ- সালফার, চারকোল, অ্যালুমিনিয়াম

  1. মাস্টারদা সুর্য সেন কত সালে চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন করেন ?

উওরঃ- 18 ই এপ্রিল 1930

  1. কোন রক্তের গ্রুপে এন্টিবডি নেই ?

উওরঃ- AB

  1. 1 নটিক্যাল মাইল = কত কিমি?

উওরঃ- 1.852 কিমি

  1. উল্কার অপর নাম কি ?

উওরঃ- ছুটন্ত তারা

  1. কীসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় ?

উওরঃ- শব্দ তরঙ্গ

  1. কোন স্তরে ওজোন (O3) গ্যাসের প্রাধান্য আছে ?

উওরঃ- স্ট্রাটোস্ফিয়ার

  1. ব-দ্বীপকে ইংরেজিতে কী বলে ?

উওরঃ- Delta

  1. কয়টি ভঙ্গিল পর্বতের নাম লেখ ?

উওরঃ- হিমালয়, আল্পস, রকি

  1. ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক কী ?

উওরঃ- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

  1. ভারতের বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক কী ?

উওরঃ- ICICI BANK OF INDIA

  1. “Big Push Theory” র স্রষ্টা কে ?

উওরঃ- আর রোডান

  1. FATHER OF Economics কাকে বলা হয় ?

উওরঃ- Adam smith

  1. WTO এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ?

উওরঃ- জেনেভা

  1. WTO এর পুরোনো নাম কী ?

উওরঃ- GATT (GENERAL AGREEMENT OF TRAFFICS AND TRADE) 1995 সালে নাম পাল্টায়

  1. আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে ?

উওরঃ- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

  1. ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা হয়েছিল তা কোথায় আবিষ্কৃত হয়েছিল ?

উওরঃ- সারনাথ

  1. Debit, Credit এই word গুলি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে ?

উওরঃ- ল্যাটিন

  1. ‘Planned Economy for India’ বইয়ের লেখক ?

উওরঃ- M Vishveshwar

  1. RBI এর প্রতীকে কোন প্রাণীর স্কেচ ব্যাবহার করা হয়েছে ?

উওরঃ- বাঘ (পূর্বে সিংহের স্কেচ ছিলো)

  1. হিউয়েন সাং কোন দেশের পরিব্রাজক ?

উওরঃ- চীন

  1. পথের পাঁচালি কে লেখেন ?

উওরঃ- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

  1. চোখের বালি কে লেখেন ?

উওরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর

  1. হ্যালির ধূমকেতু কে আবিষ্কার করেন ?

উওরঃ- এডমন্ড হ্যালি

  1. কোন দেশের জাতীয় সংগীত সবথেকে পুরনো ?

উওরঃ- জাপান

  1. মোনালিসা ছবিটি এখন কোথায় রাখা আছে ?

উওরঃ- প্যারিসের ল্যুঁভর মিউজিয়ামে

  1. ক্যালেন্ডার প্রথম কারা ব্যবহার করেন ?

উওরঃ- মিশর দেশের রাজারা

  1. কোন রাষ্ট্রে বৃহত্তম তৈলক্ষেত্র রয়েছে ?

উওরঃ- ভেনেজুয়েলা

  1. অমরনাথ কোথায় অবস্থিত ?

উওরঃ- জম্মু ও কাশ্মীর

  1. ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত ?

উওরঃ- 3:2

  1. ভারতের বৃহত্তম শক্তি উৎপাদন সংস্থা কোনটি ?

উওরঃ- এন টি পি সি

  1. ‘Moonwalk’ কার আত্মজীবনী ?

উওরঃ- মাইকেল জ্যাকসন

  1. অ্যানি বেসান্ত কে ছিলেন ?

উওরঃ- ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি

  1. কোন রাজবংশ দিল্লির মসনদে তুর্কী শাসনকে শেষ করে আফগান শাসনের সূচনা করেন ?

উওরঃ- লােদি বংশ

  1. ‘ফাতুহাত ই ফিরােজ শাহী’ গ্রন্থটি কার রচিত-

উওরঃ- ফিরােজ শাহ তুঘলক

  1. কোন সুলতানকে ঐতিহাসিক এলফিনস্টোন সুলতানি যুগের আকবর বলে অভিহিত করেন?

উওরঃ- মহম্মদ বিন তুঘলক

  1. আহমদ সারহিন্দ রচিত ‘তারিখ ই মুবারক শাহী’ গ্রন্থ থেকে কোন বংশের রাজত্বকাল সম্পর্কে অনেক তথ্য জানা যায় –

উওরঃ- সৈয়দ বংশের

  1. ‘তবাকত ই নাসিরি’ গ্রন্থটি কার রচিত ?

উওরঃ- মিনহাজউদ্দিন

  1. গজনীর সুলতান মামুদ যখন ১৭ বার গুজরাটের সােমনাথ মন্দির লুণ্ঠন করেন তখন সেটি কোন সাম্রাজ্যের অন্তর্গত ছিল ?

উওরঃ- চালুক্য সাম্রাজ্যের

  1. কোন সুলতান অশােক স্তম্ভ দিল্লিতে নিয়ে আসেন ?

উওরঃ- ফিরােজশাহ তুঘলক

  1. দাস বংশের কোন সুলতান একজন দম লগ্রাফিস্ট ছিলেন ও কোরান নকল করে অবসর সময় কাটাতেন –

উওরঃ- নাসিরুদ্দিন মাহমুদ

  1. মিনহাজ উস সিরাজের লেখা থেকে কোন সুলতানের রাজত্বকাল সম্বন্ধে অনেক তথ্য পাওয়া যায়-

উওরঃ- ইলতুৎমিস

  1. জালাল-উদদ্বীন মহম্মদ আকবর কবে টোডরমলকে দীওয়ানকুল (অর্থমন্ত্রী) করেন-

উওরঃ- ১৫৭৫ খ্রিস্টাব্দে

  1. প্রথম কোন ব্রিটিশ বণিক ভারতে আসেন

উওরঃ- জন নিউবেরি (১৫৮৩ খ্রিস্টাব্দে)

  1. সম্রাট জালাল-উদ-দ্বীন মহম্মদ আকবর কবে গরু হত্যা করলে মৃত্যুদণ্ডের হুকুম জারি করেন–

উওরঃ- ১৫৮৩ খ্রিষ্টাব্দে

  1. কার লেখা পড়ে ব্রিটিশ বণিকরা ভারতে আসায় আগ্রহী হন-

উওরঃ- ব্রিটিশ পাদ্রি টমাস স্টিফেনের বাবাকে লেখা এক পত্র -গ্রন্থ পড়ে (প্রকাশিত হয় ১৫৮৯ খ্রিস্টাব্দে)

  1. স্কন্দগুপ্ত কোন সম্রাট উপাধি নেন ?

উওরঃ- বিক্রমাদিত্য

  1. ভারতের কোন মুঘল সম্রাট তুর্কি পােশাক ছেড়ে ভারতীয় পােশাক পড়া চালু করেন?

উওরঃ- জালাল-উদ-দ্বীন মহম্মদ আকবর

General knowledge questions answers set Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”

File Details:-

File Name:- General knowledge questions answers pdf in Bengali  [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Download:- Click Here to Download

আরও পড়ুনঃ–

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here