Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Computer based questions and answers pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। এবার কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর (Computer based questions and answers) আপনাদের জন্য নিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর (Computer based questions and answers) Pdf. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও প্রিলিমিনারি পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর (Computer based questions and answers) Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🌀 Join Our Telegram Chanel – Click Here 🌀
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর (Computer based questions and answers) pdf
- কম্পিউটার শব্দের অর্থ কি ?
উওরঃ- গননাকারী যন্ত্র
- DBMS হল-
উওরঃ- Database Management System
- কম্পিউটার প্রোগ্রামিং-এ কোন ত্রুটিকে বলা হয়-
উওরঃ- Bug
- কম্পিউটারে কিছু টাইপ করলে তা সঠিক করে দেওয়ার ওয়ার্ড ফাংশানকে বলে-
উওরঃ- Auto Correct
- ডিফল্টরুপে, কম্পিউটারে কোন ডকুমেন্ট কিরুপে প্রিন্ট হয় ?
উওরঃ- Potrait
- কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ?
উওরঃ- বেঙ্গালুরু
- IC কথাটির পুরো অর্থ-
উওরঃ- Integrated Circuit
- প্রথম প্রজন্মে কী ব্যাবহার করা হত ?
উওরঃ- ভ্যাকুয়াম টিউব
- দ্বিতীয় প্রজন্মে কী ব্যাবহার করা হত ?
উওরঃ- ট্রানজিস্টার
- কোন প্রজন্মে IC প্রথম ব্যাবহার করা হয় ?
উওরঃ- তৃতীয়
- চতুর্থ প্রজন্মে কী ব্যাবহার করা হত ?
উওরঃ- Large Scale Integrated Circuit (LSIC), Very Large Scale Integrated Circuit (VLSIC)
- WWW এর পুরো নাম-
উওরঃ- World Wide Web
- URL এর পুরো কথাটি হল-
উওরঃ- Uniform Resource Locator
- CPU কথাটির সম্পূর্ণ রুপ হল-
উওরঃ- Central Processing Unit
- CPU এর তিনটি অংশ হল —
উওরঃ- Arithmetic Logic Unit (ALU), Control Unit (CU), Memory Unit
- CD এর পুরো কথাটি হল —
উওরঃ- Compact Disc
- DOS হল একটি —
উওরঃ- অপারেটিং সিস্টেম
- DOS এর পুরো কথাটি হল —
উওরঃ- Disc Operating System
- HTML কথাটির সম্পূর্ণ নাম —
উওরঃ- Hypertext Markup Language
- HTTP এর পুরো কথাটি হল —
উওরঃ- Hyper Text Transfer Protocol
- VDU এর পুরো কথাটি হল —
উওরঃ- Visual Display Unit
- কম্পিউটারের সঙ্গে টেলিফোন লাইন সংযোগকারী যন্ত্রটির নাম কী ? —
উওরঃ- মোডেম
- কম্পিউটারে ব্যাবহৃত উইন্ডোস হল —
উওরঃ- সফটওয়্যার / অপারেটিং সিস্টেম
- ভাইরাস একধরনের সফটওয়্যার যা মুলত নষ্ট করে —
উওরঃ- তথ্য
- কম্পিউটারের জনক হলেন —
উওরঃ- চার্লস ব্যাবেজ
- ইন্টারনেটের মাধ্যমে অন্য একটি কম্পিউটার থেকে তোমার কম্পিউটারে তথ্য স্থানান্তরকে বলে —
উওরঃ- Downloading
- ‘আই প্যাড’ কোন কোম্পানির তৈরি —
উওরঃ- APPLE
- MS Word একটি —
উওরঃ- অ্যাপ্লিকেশন সফটওয়্যার
- ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যাবহৃত ল্যাঙ্গুয়েজ হল —
উওরঃ- HTML
- যে সংখ্যা গুলি বাইনারি পদ্ধতির পরিচয়বাহক —
উওরঃ- 0 ও 1
- কে ফেসবুক প্রতিষ্টা করেন ? —
উওরঃ- মার্ক জুকারবার্গ
- 1GB = কত ? —
উওরঃ- 1024 MB
- 1 MB = কত ? —
উওরঃ- 1024 KB
- ফ্লপি ডিস্ক একটি —
উওরঃ- স্টোরেজ ডিভাইস
- ইন্টারনেটের ব্যাবহার কোন মহাদেশে সবচেয়ে বেশি ? —
উওরঃ- এশিয়া
- http://edu.bengaliportal.com হল একটি-
উওরঃ- ওয়েবসাইট
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী ? —
উওরঃ- আমাদের কাজের জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম
- অপারেটিং সিস্টেম হল —
উওরঃ- কম্পিউটার চালানোর জন্য গুরুত্বপূর্ণ সফটওয়্যার
- কমপাইলার প্রকৃতপক্ষে কী ? —
উওরঃ- প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা, প্রোগ্রামকে মেসিন ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করার প্রোগ্রাম
- ‘কার্নেল’ কী ? —
উওরঃ- অপারেটিং সিস্টেমের অংশ
- ‘LINUX’ হল —
উওরঃ- একটি অপারেটিং সিস্টেম
- ডেটাকে প্রসেস করে পাওয়া যায় —
উওরঃ- ইনফরমেশন
- ভারতের প্রথম কোথায় কম্পিউটারের ব্যাবহার শুরু হয় ? —
উওরঃ- কলকাতা
- ভারতের যে দৈনিক প্রথম ইন্টারনেটে প্রকাশিত হয় —
উওরঃ- দ্য হিন্দু
- প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী ? —
উওরঃ- FORTRAN
- প্রথম ভারতে তৈরি সুপার কম্পিউটার কোনটি ? —
উওরঃ- Flosolver
- প্রথম ইলেক্ট্রনিক ডিজিটাল কম্পিউটার কোনটি ? —
উওরঃ- ENIAC
- Network এর উদাহরন দাও —
উওরঃ- LAN, MAN, WAN
- LAN কথাটির সম্পূর্ণ নাম —
উওরঃ- Local Area Network
- MAN কথাটির সম্পূর্ণ নাম —
উওরঃ- Metropolitan Area Network
- WAN কথাটির সম্পূর্ণ নাম —
উওরঃ- Wide Area Network
- কম্পিউটার সিস্টেম এ Scanner কোন ধরনের যন্ত্র ? —
উওরঃ- Input Device
- MICR-এর পূর্ণরূপ কি? —
উওরঃ- Magnetic Ink Character Reader
- OMR কথাটির পুরো অর্থ —
উওরঃ- Optical Mark Reader / Recognition
- কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্লাটফর্ম ? —
উওরঃ- Android
- কম্পিউটার যুক্ত করে কোনটি তৈরি করা যায় ? —
উওরঃ- Network
- কোন মেমোরীটি Non-volatile ? —
উওরঃ- ROM
- কোন মেমোরীটি volatile ? —
উওরঃ- RAM
- RAM কথাটির পুরো অর্থ —
উওরঃ- Random Access Memory
- ROM কথাটির পুরো অর্থ —
উওরঃ- Read Only Memory
- Plotter কোন ধরনের ডিভাইস ? —
উওরঃ- আউটপুট
- ইন্টারনেট চালুর বছর —
উওরঃ- 1969
- ডিফারেন্স ইঞ্জিন তৈরি করেন কে ?
উওরঃ- চার্লস ব্যাবেজ
- ALU এর পূর্ণরূপ —
উওরঃ- Arithmetic Logic Unit
- LCD এর পুরোকথাটি লিখ ? —
উওরঃ- Liquid Crystal Display
- LED এর পুরোকথাটি লিখ ? —
উওরঃ- Light emitting diode
- ই-মেইল এর পুরোকথাটি লিখ ? —
উওরঃ- ইলেকট্রনিক মেইল
- কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে ? —
উওরঃ- হার্ডওয়্যার
- কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয় ? —
উওরঃ- মাদারবোর্ড
- কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে —
উওরঃ- হার্ডওয়্যার ও সফটওয়্যার
“কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর (Computer based questions and answers) Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”
File Details:-
File Name:- Computer based questions and answers set pdf in Bengali [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive
Download:- Click Here to Download
আরও পড়ুনঃ–
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here