বাগান তৈরি করা (Gardening):
সাধারণতঃ যে সব বাড়ীতে কোন খালি জমি থাকে না , সেখানে এই পরিকল্পনা
গ্রহণ করা হয়। অধিকাংশ জনবহুল শহরে তাই টবে ফুলের চাষ করা হয়ে থাকে
শহরে তাই টবে ফুলের চাষ করা হয়ে থাকে। এতে জায়গার প্রয়ােজনের বাধার সৃষ্টি
করে না
টবে ফুল চাষের জন্য কিরূপ মাটির প্রয়ােজন? দো-আঁশ মাটি, কম্পােষ্ট সার, বালি
একসাথে মিশিয়ে নিয়ে, প্রতি টবে দু’ চামচ সুপার ফসফেট মিশিয়ে ঐ সার
মিশ্রিত মাটির দ্বারা টবগুলাে পূর্ণ করলে টবে ফুল চাষের যােগ্য মাটি হবে
টবে সাধারণতঃ কি কি ফুলের চাষ ভাল হয় ?
টবে প্রায় সব রকম ফুলের চাষই করা যায়, তবে গাঁদা, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা,
রজনীগন্ধা, ডালিয়া, বেল, দোপাটি প্রভৃতি ফুলের চাষ ভাল হয়।
টবে ফুল চাষের জন্য কেন মাটিতে কম্পােস্ট সার ও বালি মিশ্রিত করা হয় ?
কম্পােস্ট সার ও বালি মাটিকে আলগা রাখে। এছাড়া মাটিতে জল ধারণের
ক্ষমতা বাড়ায়, মাটির তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে এবং মাটির ভিতর
বায়ু চলাচলের সুযােগ করে দেয়। টবের নীচে ছিদ্র রাখার কারণ কি ?
টবে যাতে প্রয়ােজনের অতিরিক্ত জল জমতে না। পারে, সেইজন্য একটি করে
ছিদ্র রাখা হয়। এই ছিদ্রপথে জল বেরিয়ে যায়।
টবে ফুল চাষ করলে কি সুবিধা হয় ?
টবে ফুল চাষ করলে প্রয়ােজন মত রৌদ্র, জল, ঝড়, ও বৃষ্টির হাত থেকে রক্ষা
করবার জন্য টবগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায়। অল্প
জায়গায় বেশী ফুল ফোটানাে যায় এবং রক্ষণাবেক্ষণেরও সুবিধা হয়। তাছাড়া
শহরের বাড়ীর ঘরের বারান্দা, সিঁড়ি, ঘরের বাইরে বা ভিতরে, উৎসবের আসরে
টবগুলি ব্যবহার করা যায়।