Finaiell preparation:
প্রয়ােজনীয় উপকরণ : –
(১) ১টি লােহার কড়াই
(২) ১টি পলিথিনের গামলা
(৩)১ টি খুন্তি
(৪)২৫০০সি.সি জল
(৫)ত্রিয়োজেট অয়েল ৮০০ সি. সি
(৬)কস্টিক সােডা ৫০ গ্রাম
(৭) ক্যাস্টর অয়েল ৩০ গ্রাম
(৮)লিনাসিড অয়েল ৪০ গ্রাম
(৯)রজন ২০০ গ্রাম
প্রস্তুত প্রণালী –
প্রথমে পলিথিনেল গামলায় আলাদা ভাবে
কিছু জল দিয়ে তাতে কস্টিক সােডা
ভিজিয়ে রাখতে হবে । এরপর ঐ কড়াই
ওভেনে বসিয়ে তাতে ক্যাস্টর
অয়েল ,লিনাসিড অয়েল এবং রজন
দিয়ে গলাতে হবে । এরপর কড়াই ওভেন
থেকে নামিয়ে আস্তে আস্তে কস্টিক মিশ্রিত
দ্রবণ মিশিয়ে খুন্তি দিয়ে নাড়তে হবে ।
সবশেষে ২৫০ সি . সি . জল কড়াইতে
আস্তে আস্তে ঢেলে খুন্তি দিয়ে নাড়তে হবে
এবং এই ভাবে কিছুক্ষণ নাড়তে থাকলে
ফিনাইল প্রস্তুত হয়ে যাবে ।