Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি History top questions and answers in bangla set. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। এবার ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর (History top questions and answers in bangla) set প্রতিযোগিতা মূলক পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্ন ও উওর আপনাদের জন্য নিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর (History top questions and answers in bangla) set. নিচে questions and answers set টি যত্নসহকারে পড়ুন ও যে কোনো প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর (History top questions and answers in bangla) set টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘🔘
ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর (History top questions and answers in bangla):
- সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উওরঃ- সিমুক সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন।
- কণিষ্কের রাজধানীর নাম কী ছিল ?
উওরঃ- কণিষ্কের রাজধানীর নাম ছিল পুরুষপুর।
- কণিষ্কের শ্রেষ্ঠ শিল্পকীর্তি কোনটি ?
উওরঃ- কণিষ্কের শ্রেষ্ঠ শিল্পকীর্তি হল পেশােয়ারে নির্মিত ৬৩৮ ফুট উচ্চতা বিশিষ্ট বৌদ্ধ মঠ।
- কোন রাজবংশের আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটে ?
উওরঃ- কুষাণ রাজবংশের আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটে।
- কুষাণযুগে কোন শিল্পরীতির প্রসার ঘটে ?
উওরঃ- কুষাণযুগে গান্ধার শিল্পরীতির প্রসার ঘটে।
- গান্ধার শিল্পরীতি কোন কোন শিল্পরীতির সংমিশ্রণ ?
উওরঃ- গান্ধার শিল্পরীতি ছিল গ্রিক, রােমান ও ভারতীয় শিল্পরীতির সংমিশ্রণ।
- গৌতমীপুত্র সাতকর্ণী কোন শক রাজাকে পরাজিত করেন ?
উওরঃ- গৌতমীপুত্র সাতকর্ণী শক্তিশালী শক ক্ষএপ নহপান -কে পরাজিত করেন।
- গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ?
উওরঃ- গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত, মতান্তরে প্রথম চন্দ্রগুপ্ত।
- শকারি উপাধি কে গ্রহন করেছিলেন ?
উওরঃ- গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকারি উপাধি গ্রহন করেছিলেন।
- শকারি কাকে বলা হয় ?
উত্তর : গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত কে শকারি বলা হয়।
- গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত কে কেন শকারি বলা হয় ?
উওরঃ- গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তকে শকারি বলা হয় কারণ তিনি ভারত থেকে শক আধিপত্যের অবসান ঘটান।
- কোন ভারতীয় সম্রাটকে কিংবদন্তির বিক্রমাদিত্য হিসেবে মেনে নেওয়া হয় ?
উওরঃ- গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কিংবদন্তির বিক্রমাদিত্য হিসেবে মেনে নেওয়া হয়।
- খ্রিস্টীয় পঞ্চম শতাব্দিতে কোন বিদেশি জাতি ভারত আক্রমণ করে ?
উওরঃ- খ্রিষ্টীয় পঞ্চম শতাব্দিতে হুন জাতি ভারত আক্রমণ করে।
- ফা-হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন ?
উওরঃ- ফা-হিয়েন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন।
- ফা-হিয়েন কে ছিলেন ?
উওরঃ- ফা-হিয়েন চীনদেশীয় পরিব্রাজক ছিলেন।
- ফা-হিয়েন -এর ভারত সংক্রান্ত গ্রন্থটির নাম কী ?
উওরঃ- ফা-হিয়েন -এর ভারত সংক্রান্ত গ্রন্থটির নাম ফো-কুও-কি।
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর Part-5- Click Here