Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Environmental studies best questions and answers in bengali set. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। এবার পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উওর (Environmental studies best and answers in bengali) set প্রতিযোগিতা মূলক পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্ন ও উওর আপনাদের জন্য নিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উওর (Environmental studies best questions and answers in bengali)set. নিচে Environmental studies best questions and answers in bengali set টি যত্নসহকারে পড়ুন ও যে কোনো প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Environmental studies questions and answers set টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘🔘
পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উওর (Environmental studies best questions and answers in bengali):
- কত সালে WWF গঠিত হয় ?
উওরঃ- ১৯৬১ সালে।
- পৃথিবীর সর্বাধিক খরাপ্রবণ অঞ্চল কোনটি ?
উওরঃ- সহেল অঞ্চল (আফ্রিকা)।
- ভারতের কত শতাংশ অঞ্চল খরাপ্রবণ ?
উওরঃ- ১৬ শতাংশ।
- স্বাভাবিক বৃষ্টিপাত কত শতাংশ কম হলে খরা পরিস্থিতি সৃষ্টি হয় ?
উওরঃ- ৭৫ শতাংশ।
- ভারতে কত সালে সবচেয়ে ভয়ংকর খরা হয়েছিল ?
উওরঃ- ১৯১৮ সালে।
- কোন দেশকে দাবানলের দেশ বলে ?
উওরঃ- অস্ট্রেলিয়া।
- কোন শহরকে পৃথিবীর শিলাঝড়ের রাজধানী বলে ?
উওরঃ- সিডনি।
- কোন দেশকে প্রাকৃতিক দুর্যোগের দেশ বলে ?
উওরঃ- চিন।
- রাষ্ট্রসংঘ কোন দশককে ‘প্রাকৃতিক বিপর্যয় প্রতিরােধ দশক’ রূপে ঘােষণা করে ?
উওরঃ- ১৯৯১-২০০০।
- DPAP এর পুরাে অর্থ কি ?
উওরঃ- Drought Prone Area Programme
- কত সালে ভারতে DPAP কর্মসূচি গৃহীত হয় ?
উওরঃ- ১৯৭৩ সালে।
- পশ্চিমবঙ্গের সর্বাধিক খরাপ্রবণ জেলা কোনটি ? উওরঃ- পুরুলিয়া।
- GFCC এর পুরাে অর্থ কি ?
উওরঃ- Ganga Flood Control Commission
- কত সালে GFCC গঠিত হয় ?
উওরঃ- ১৯৭২ সালে।
- GFCC এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উওরঃ- পাটনা।
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উওর Part-2- Click Here