Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি History top questions and answers set. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। এবার ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর (History top questions and answers) set প্রতিযোগিতা মূলক পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্ন ও উওর আপনাদের জন্য নিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর (History top questions and answers) set. নিচে ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর (History top questions and answers) set টি যত্নসহকারে পড়ুন ও যে কোনো প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই History questions and answers set টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘🔘
ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর (History top questions and answers):
- কোন ভাষা থেকে বাংলা উৎপত্তি হয় ?
উত্তরঃ- পালযুগের মাগধী অপভ্রংশ ভাষা থেকে বাংলা হয়।
২. লক্ষ্মণসেনের সভাকবির নাম কী
উত্তরঃ- লক্ষ্মণসেনের সভাকবির নাম জয়দেব।
- গীতগােবিন্দ কে রচনা করেন ?
উত্তরঃ- লক্ষ্মণসেনের সভাকবি জয়দেব গীতগােবিন্দ রচনা করেন।
- পালযুগে বৌদ্ধধর্মের কোন মতবাদ বেশি গুরুত্ব লাভ করেছিল ?
উত্তরঃ- পালযুগে বৌদ্ধধর্মের সহজযান বা সহজিয়া মতবাদ বেশি গুরুত্ব লাভ করেছিল।
- পাল স্থাপত্য শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন কী ?
উত্তরঃ- পাল স্থাপত্য শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন হল মগধে প্রতিষ্ঠিত বিক্রমশীলা মহাবিহার।
- পাল যুগের একজন ভাস্করের নাম লেখাে ?
উত্তরঃ- পাল যুগের একজন ভাস্করের নাম ধীমান।
- কোন পল্লব রাজার আমলে মহাবলীপুরমের রথমন্দিরগুলি নির্মিত হয়েছিল ?
উত্তরঃ- পল্লব রাজা নরসিংহবর্মনের আমলে মহাবলীপুরমের রথমন্দিরগুলি নির্মিত হয়েছিল।
- রাষ্ট্রকুট আমলে নির্মিত একটি মন্দিরের নাম লেখাে ?
উত্তরঃ- রাষ্ট্রকুট আমলে নির্মিত একটি মন্দিরের নাম ইলােরার কৈলাসনাথ মন্দির।
- বিক্রমাঙ্কদেবচরিত গ্রন্থের রচয়িতা কে ?
উত্তরঃ- বিক্রমাঙ্কদেচরিত গ্রন্থের রচয়িতা হল বিলহণ।
- প্রাচীন ভারতের লেখক বিলহণ তাঁর কোন রচনার জন্য খ্যাত ?
উত্তরঃ- প্রাচীন ভারতের লেখক বিলহণ তাঁর বিক্রমাঙ্কদেবচরিত গ্রন্থ রচনার জন্য খ্যাত।
- মিতক্ষরা নামে হিন্দু আইনশাস্ত্রের রচয়িতা কে ?
উত্তরঃ- মিত্ৰক্ষরা নামে হিন্দু আইনশাস্ত্রের রচয়িতা হল বিত্তয়ানেশ্বর।
- বিক্রমশীলা মহাবিহার কার নাম অনুসারে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ- বিক্রমশীল উপাধিধারী পাল রাজা ধর্মপালের নাম অনুসারে বিক্রমশীলা মহাবিহার প্রতিষ্ঠিত হয়।
- সন্ধ্যাকর নন্দী কে ছিলেন ?
উত্তরঃ- সন্ধ্যাকর নন্দী ছিলেন রামচরিত গ্রন্থের লেখক।
- পাল ও সেনযুগে বাংলার শ্রেষ্ঠ বন্দরের নাম কী ?
উত্তরঃ- পাল ও সেনযুগে বাংলার শ্রেষ্ঠ বন্দরের নাম ছিল তাম্রলিপ্ত।
- বাংলার কৌলিন্য প্রথার প্রবর্তন কে করেন ?
উত্তরঃ- সেনরাজা বল্লালসেন বাংলার কৌলিন্য প্রথার প্রবর্তন করেন।
🔵🔴 ইতিহাস প্রশ্ন ও উওর Part-3 – Click Here