দৈনিক ১০টি GK (Daily top general knowledge in bengali) Part-2

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Daily top general knowledge in bengali set. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। এবার দৈনিক ১০টি GK (Daily top general knowledge in bengali) set প্রতিযোগিতা মূলক পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্ন ও উওর আপনাদের জন্য নিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে  দৈনিক ১০টি GK (Daily top general knowledge in bengali). নিচে  দৈনিক ১০টি GK (Daily top general knowledge in bengali) set টি যত্নসহকারে পড়ুন ও যে কোনো প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই  questions and answers set  টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘🔘

দৈনিক ১০টি GK (Daily top general knowledge in bengali):

1. ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানাতে হলে কোনও ব্যক্তিকে ভারতে অন্তত কতদিন থাকতে হবে?

(a) 3 বছর
(b) 10 বছর
(c) 5 বছর
(d) 7 বছর

উওরঃ- (c) 5 বছর

2. ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র স্পষ্টভাবে উল্লিখিত রয়েছে:

(a) রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে
(b) মৌলিক অধিকারে
(c) মৌলিক কর্তব্যে
(d) সংবিধানের প্রস্তাবনায়

উওরঃ- (d) সংবিধানের প্রস্তাবনায়

3. অবনতির সময় কার্যকারী চাহিদা:

(a) হ্রাস পায়
(b) বৃদ্ধি পায়
(c) শূন্য হয়
(d) নিরপেক্ষ থাকে

উওরঃ- (a) হ্রাস পায়

4. পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন চালু হয়:

(a) 1973 সালে
(b) 1974 সালে
(c) 1970 সালে
(d) 1971 সালে

উওরঃ- (a) 1973 সালে

5. মূলধনি দ্রব্যের ক্ষয়ক্ষতিকে বলে:

(a) অবচয়
(b) অপচয়
(c) ক্ষতি
(d) নষ্ট

উওরঃ- (b) অপচয়

6. কোন সভার সভাপতি সেই সভার সদস্য নন?
(a) লােকসভা
(b) রাজ্যসভা
(c) বিধানসভা
(d) বিধানপরিষদ

উওরঃ- (b) রাজ্যসভাপ

7. পঞ্চায়েত সমিতি হল পঞ্চায়েত রাজ ব্যবস্থার:

(a) চতুর্থ স্তর
(b) তৃতীয় স্তর
(c) প্রথম স্তর
(d) দ্বিতীয় স্তর

উওরঃ- (d) দ্বিতীয় স্তর

8. গ্রাম পঞ্চায়েতের সদস্যদের পদচ্যুত করতে পারেন:

(a) বি ডি ও
(b) জেলাশাসক
(c) এম এল এ
(d) মহকুমাশাসক

উওরঃ- (d) মহকুমাশাসক

9. গ্রাম সংসদের সভা বসে প্রতি বছর:

(a) মে-অগস্ট
(b) নভেম্বর-মে
(c) মার্চ-জুলাই
(d) এপ্রিল-অক্টোবর

উওরঃ- (b) নভেম্বর-মে

10. ভারতের সংবিধানের কোন সংশােধনে গ্রামসভা গঠনকে বাধ্যতামূলক করা হয়েছে ?

(a) 71 তম
(b) 74 তম
(c) 73 তম
(d) 72 তম

উওরঃ- (c) 73 তম

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here