Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৪৯৩

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৪৯৩


Bengali GK Guide



⦿ 1. গুজরাটের কোন জেলায় ঐতিহাসিক স্থান ডান্ডি অবস্থিত ? 
Ans : নাভসারি

⦿ 2. কোন গিরিপথ শ্রীনগর এবং লেহ কে সংযুক্ত করেছে ? 
Ans : জোজি-লা 

⦿ 3. বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংক কোন ব্যাংকের সাথে যুক্ত হয়েছে ? 
Ans : ব্যাংক অফ বরোদা

⦿ 4. কোন সালে ভারতীয় স্পেস সংস্থা ISRO মার্স অর্বিটার মিশন লঞ্চ করে ? 
Ans : 2013 

⦿ 5. কোন শিখ গুরু খালসা পন্থ স্থাপনা করেন ? 
Ans : গুরু গোবিন্দ সিং

⦿ 6. ভারতের কনিষ্ঠতম রাষ্ট্রপতি কে ছিলেন ? 
Ans : নীলম সঞ্জীব রেড্ডি 

⦿ 7. কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : সিমলা 

⦿ 8. কোন বিখ্যাত ব্যক্তিত্ব বলেছিলেন ‘স্বরাজ আমার জন্মগত অধিকার’ ? 
Ans : বাল গঙ্গাধর তিলক 

⦿ 9. সবরিমালা মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : কেরালা

⦿ 10. কোন সংস্থার অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ এলায়েন্স ? 
Ans : ইউরোপিয়ান ইউনিয়ন




Leave a comment