Important General Science MCQ Question-Answer for GNM-ANM/WBSSC/WBCS/RAIL/WBP | আগামী GNM-ANM,WBSSC,WBP, Rail পরীক্ষাগুলির জন্য ১০০ টি জেনারেল সায়েন্সের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন-উত্তর | Part – 02

 

Important General Science MCQ Question-Answer for GNM-ANM/WBSSC/WBCS/RAIL/WBP | আগামী GNM-ANM,WBSSC,WBP, Rail পরীক্ষাগুলির জন্য ১০০ টি জেনারেল সায়েন্সের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন-উত্তর | Part – 02          

Important General Science MCQ Question-Answer for GNM-ANM/WBSSC/WBCS/RAIL/WBP

হ্যালো বন্ধুরা , 

                    জব গাইড এডুকেশনে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত | তোমরা জানো ভালো করেই এই সাইটে আমরা প্রতিনিয়ত তোমাদের সুবিধার্থে নিত্য নতুন পোস্ট দিয়ে থাকি যাতে তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে অনেক সাহায্য হয় | 

তাই আজও তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি Important General Science MCQ Question-Answer for Upcoming Exams like GNM-ANM/ WBSSC/WBCS/RAIL/WBP Part – 02 ( ১০০ টি জেনারেল সায়েন্সের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন-উত্তর পার্ট – 02  ) একটি পিডিএফ যেগুলি আগামী WBCS/RAIL/WBP রাজ্য বা কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য় খুবই দরকারী হবে | এই প্রশ্ন গুলির মধ্যে অনেক গুলি প্রশ্ন আছে যেগুলো বিগত বছরে কোনো না কোনো পরীক্ষায় এসেছে | তবে আর দেরী কেন , এখুনি নিচের লিংক থেকে পিডিএফ টি সংগ্রহ করে নাও :- 

নিচে তোমাদের বোঝার সুবিধার্থে কিছু স্যাম্পেল দেওয়া হলো – 


1. লিনিয়ান হায়ার্কিতে ব্যবহৃত প্রধান ক্যাটাগরির সংখ্যা হলো –
[a] পাঁচ
[b] ছয়
[c] সাত
[d] নয়

2. ট্যাক্সনমির সর্বনিম্ন একক হলো –
[a] পর্ব
[b] গোত্র
[c] শ্রেণী
[d] প্রজাতি

3. মানুষের ছয়টি আঙুল কিসের উদাহরণ ?
[a] বিচ্ছিন্ন প্রকরণ
[b] অবিচ্ছিন্ন প্রকরণ
[c] অভিযোজন
[d] প্রাকৃতিক নির্বাচন

4. আলফা বৈচিত্র্য হলো –
[a] প্রজাতি বৈচিত্র্য
[b] জেনেটিক বৈচিত্র্য
[c] কমিউনিটি বৈচিত্র্য
[d] কোনটিই নয়

5. বায়ো টেকনোলজির জনক কাকে বলা হয় –
[a] লুইপাস্তুর
[b] স্মিথ
[c] নিরেনবার্গ
[d] বিডল ও টাটুম

6. মৌমাছির বিজ্ঞানসম্মত উপায়ে পালন পদ্ধতিটি জীববিদ্যার যে শাখায় আলোচিত হয় তা
হলো –

[a] এপিয়ারী
[b] এপিকালচার
[c] সেরিকালচার
[d] সিলভিকালচার

7. আমাদের দেশের সর্বোচ্চ জীববৈচিত্র্য সম্পন্ন ভৌগোলিক অঞ্চল হলো –
[a] পূর্বঘাট ও পশ্চিমঘাট
[b] পশ্চিমঘাট ও পূর্ব হিমালয়
[c] সুন্দরবন ও কচ্ছেররণ
[d] কেরল
 
 
8. মহাকাশ গবেষণায় যে এককোশী উদ্ভিদটি ব্যবহার করা হয়, তা হলো –
[a] ইস্ট
[b] ক্লামাইডোমোনাস
[c] ক্লোরেল্লা
[d] স্পিরুলিনা

9. ট্যাক্সন হল –
[a] শ্রেণিবিন্যাসের একক
[b] সিস্টেমেটিক্সের একক
[c] ক্যাটাগরির একক
[d] কোনোটাই নয়

10. আবরনী বীজযুক্ত উদ্ভিদের বলে –
[a] ফাঙ্গি
[b] এঞ্জিওস্পার্ম
[c] জিমনোস্পার্ম
[d] কোনটিই নয়

11. কোয়ানোসাইট কোশ নিম্নের কোথায় দেখা যায় –
[a] এমিবা
[b] স্পঞ্জ
[c] হাইড্রা
[d] জেলিফিস

12. নিমাটোসিস্ট কোশ দেখা যায় এমন একটি প্রাণী হলো –
[a] গোলকৃমি
[b] হার্মিফোরা
[c] হাইড্রা
[d] স্পঞ্জ

13. প্যারাপোডিয়া নামক গমন অঙ্গ দেখা যায় –
[a] নেরিস
[b] কেঁচো
[c] জোঁক
[d] উপরের সবগুলি সঠিক

14. অর্নিথোলজিতে নিম্নের কোনটি নিয়ে আলোচনা করা হয় ?
[a] স্তন্যপায়ী
[b] বাদুড়
[c] মৎস
[d] পক্ষী

15. নারিকেলের ভোজ্য অংশটি হলো –
[a] ফলত্বক
[b] শস্য
[c] বীজপত্র
[d] ভ্রূণ

16. নিম্নের কোন অস্থিটি মানুষের হাতে পাওয়া যায় না ?
[a] রেডিয়ান
[b] আলনা
[c] হিউমেরাস
[d] ফিমার

17. মানুষের লাম্বার কশেরুকার সংখ্যা কয়টি ?
[a] 5 টি
[b] 7 টি
[c] 4 টি
[d] 12 টি




































18. কাণ্ডের জাইলেম বিন্যাস কোন প্রকৃতির ?
[a] এন্ডার্ক
[b] এক্সার্ক
[c] মেসার্ক
[d] কেন্দ্রীয়

19. নিচের কোনটিতে সবথেকে বেশি পরিমাণে সেলুলোজ থাকে ?
[a] তুলা
[b] নারকেলের ছোবড়া
[c] শনের আঁশ
[d] তিসি গাছ

20. খাদ্যে শ্বেতসার কে শনাক্ত করা যায় –
[a] দানার আকৃতি থেকে
[b] সাদা রং দেখে
[c] শক্তি সঞ্চয় থেকে
[d] আয়োডিনের সংযোগে নীলবর্ণ ধারণ
থেকে

21. কোন খনিজ মৌলের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ ঘটে ?
[a] ক্যালশিয়াম
[b] পটাশিয়াম
[c] সোডিয়াম
[d] ম্যাগনেসিয়াম

22. লিউকোপ্লাস্টিড এর অবস্থান হলো –
[a] ফুল
[b] মূল
[c] ফল
[d] কান্ড

23. কোশের কোন অঙ্গানু প্রোটিন সংশ্লেষ করে ?
[a] লাইসোজোম
[b] রাইবোজোম
[c] মাইটোকন্ড্রিয়া
[d] সেন্ট্রজোম

24. ফুসফুসের আবরণী কে কি বলা হয় ?
[a] প্লুরা
[b] পেরিকার্ডিয়াম
[c] একক আবরণী
[d] কোনটিই নয়

25. ক্রিস্টি কোথায় দেখা যায় ?
[a] ক্ষুদ্রান্ত্রে
[b] মাইটোকন্ড্রিয়া
[c] হৃদপিন্ডে
[d] নিউক্লিয়াসে
 

  নিচে দেওয়া লিংক থেকে বাকি প্রশ্নসহ পিডিএফ টি সংগ্রহ করে নাও  

File Details :
File Type : PDF 
File Location : Google Drive 
No. of pages : 07 
File Size : 550 kb


Also Download ::

Leave a comment