Railway Group D Full Practice Set PDF: রেলওয়ে গ্রুপ D প্রাকটিস সেট PDF ( সিলেবাস ভিত্তিক ) ডাউনলোড | পর্ব – 05

রেলওয়ে গ্রুপ D প্রাকটিস সেট PDF ডাউনলোড : Today We welcome you to download Railway Group D Full Practice Set – 05 PDF which is very much important for upcoming exams. Jobguidee gives you All competitive exam Special free রেলওয়ে গ্রুপ D প্রাকটিস সেট – 05 PDF ডাউনলোড like Police exams, Railway exams, Psc exam, Civil exams, Indian Post exams, SSC exams, UPSC exams, RBI exams, Group D exams, Indian Army exams, SSC CGL exam, SSC CHSL exams, WBCS exams, MISC exams, WBGDRB exams or any other entrance exam. Railway Group D Full Practice Set – 05 PDF is very important for the Preparation of all examinations. You can also download Gk, GI, Math, Question Paper, Current Affairs, etc PDF format free of cost on our website. Visit this Jobguidee.com to Download রেলওয়ে গ্রুপ D প্রাকটিস সেট – 05 PDF ডাউনলোড. The direct link of this রেলওয়ে গ্রুপ D প্রাকটিস সেট – 05 PDF ডাউনলোড has been given below.


রেলওয়ে গ্রুপ D প্রাকটিস সেট – 05 PDF ( সিলেবাস ভিত্তিক )


সুপ্রিয় বন্ধুরা, 

                   চাকরির প্রস্তুতির সেরা নির্ভরযোগ্য ঠিকানা jobguidee.com এ তোমাদের অনেক অনেক স্বাগত | আজ আমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির স্বার্থে নিয়ে এসেছি  রেলওয়ে গ্রুপ D প্রাকটিস সেট – 05 ( সিলেবাস ভিত্তিক ) PDF প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরিক্ক্ষায় যেমন SSC CGL | SSC CHSL | SSC MTS | Railway ALP | Railway NTPC | Railway Group D | PSC Clerkship | WBCS | WBP Constable | WBP Abgari Constable | WBP SI | WBP Lady Constable | ICDS Supervisor | Railway Group D | RRB | IBPS | PSC Miscellaneous | WBGDRB | WB Food SI ইত্যাদি পরীক্ষায় সাধারণ বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিজনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে | তাই আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি  রেলওয়ে গ্রুপ D প্রাকটিস সেট – 05 PDF ( সিলেবাস ভিত্তিক ). নিচে দেওয়া Railway Group D Full Practice Set – 05 PDF টি যত্নসহকারে পড়ে নাও এবং নিজের জ্ঞান ভান্ডার বৃদ্ধি করো | এই রেলওয়ে গ্রুপ D প্রাকটিস সেট – 05 PDF ( সিলেবাস ভিত্তিক ) টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নিচে যাও এবং ডাউনলোড করে নাও –

নিচে তোমাদের সুবিধার্থে কিছু স্যাম্পেল প্রশ্ন-উত্তর দেওয়া হলো 

1. 1 পাসকাল = ?
[a] 1N/m^2
[b] 100 এটমোস্ফিয়ার
[c] 1 ডাইন/সেমি^2
[d] 1 N m^2

2. তরঙ্গ দৈর্ঘ্যের SI একক কি ?
[a] হার্জ
[b] কিলোগ্রাম
[c] সেকেন্ড
[d] মিটার

3. একটি এরোপ্লেন 4000 m দুরত্ব গেলে তার কৃতকার্য হয় 20000 J তবে
তার উপর কত টা বল প্রয়োগ করা হয়েছে
?
[a] 5 N
[b] 50 N
[c] 0.20 N
[d] 10 N

4. উপর থেকে অবাধে পড়া একটি নারকেলের মধ্যে নিম্নের কোন শক্তি উপস্থিত ?
[a] নিউক্লিয় শক্তি
[b] শব্দ শক্তি
[c] গতিশক্তি
[d] রাসায়নিক শক্তি

5. 10 কেজি ভরের একটি সাইকেলের গতিবেগ 20 m/s হলে তার গতিশক্তি কত ?
[a] 4000 J
[b] 200 J
[c] 400 J
[d] 2000 J

6. নিউটনের তৃতীয় গতিসূত্র বেগের সাথে নিম্নের কোনটির সম্পর্ক স্থাপন করে ?
[a] সরণ
[b] বল
[c] ভরবেগ
[d] সময়

7. একটি তরঙ্গ 2.5 সেকেন্ডে 40 টি কম্পন সম্পন্ন করলে এটির কম্পাঙ্ক কত ?
[a] 16 Hz
[b] 8 Hz
[c] 50 Hz

 
[d] 25 Hz

8. 25 তাপমাত্রায় নিম্নের কোনটিতে শব্দের সর্বোচ্চ বেগ থাকবে ?
[a] ব্রোঞ্জ
[b] স্টিল
[c] এলুমিনিয়াম
[d] লোহা

9. নিম্নের কোনটির সাহায্যে বর্তনীতে তড়িৎ প্রবাহ পরিমাপ করা যায় ?
[a] গ্যালভানোমিটার
[b] অ্যামমিটার
[c] ভোল্টমিটার
[d] ইলেক্ট্রমিটার

10. ইলেকট্রন কে আবিষ্কার করেন ?
[a] নীলস বোর
[b] জে জে থমসন
[c] এলবার্ট আইনস্টাইন
[d] আর্নেস্ট রাদারফোর্ড

11. নাইট্রোজেন অনুতে নিউট্রনের সংখ্যা হলো –
[a] 5
[b] 7
[c] 14
[d] 11

12. নিম্নের কোন সূত্র টি গ্যাস সম্পর্কিত নয় ?
[a] বয়েল সূত্র
[b] জুল সূত্র
[c] এভোগ্রাড্রো সূত্র
[d] চার্লস সূত্র

13. রেডিয়াম নিম্নের কোনটি থেকে পাওয়া যায় ?
[a] রুটাইল
[b] হেমাটাইট
[c] লাইমস্টোন
[d] পিচব্লেন্ড

14. বেঞ্জিনে পাই ও সিগমা বন্ধনের সংখ্যা হলো –
[a] 12 এবং 3
[b] 3 এবং 3
[c] 6 এবং 3
[d] 9 এবং 3

15. NH3 তে
নাইট্রোজেনের যোজ্যতা কত
?

[a] 4
[b] 2
[c] 1
[d] 3

16. নিম্নের কোনটি এসিডিক নয় ?
[a] PCl4
[b] SbCl4
[c] CCl4
[d] PCl2

17. নিম্নের কোনটি তে সোনা দ্রবণীয় ?
[a] গ্লিসারিন
[b] পেট্রোলিয়াম ইথার
[c] মিথানল
[d] একোয়া রিজিয়া

18. নিম্নের কোন এসিড কে জলে দ্রবীভূত করলে কম পরিমানে H+ আয়ন উৎপন্ন করে ?
[a] HNO3
[b] CH3COOH
[c] H2SO4
[d] HCl

19. লেবুর রসের pH এর মান কত ?
[a] 7
[b] 2.2
[c] 5.4
[d] 9

20. নিম্নের কোনটি অ্যামফোটেরিক (Amphoteric) অক্সাইড ?
[a] CO2
[b] SO2
[c] Al2O3
[d] CuO

21. নারকেলের ভোজ্য অংশটি হলো ?
[a] ফলত্বক
[b] শস্য
[c] বীজপত্র
[d] ভ্রূণ

22. গ্রাব হলো ___ এর লার্ভা ?
[a] পতঙ্গ
[b] ক্রাসটেশিয়া
[c] বিটল
[d] স্পঞ্জ

23. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি স্থলজ শৈবাল ?
[a] ক্লোরেল্লা
[b] টেরেনটিপোলিয়া
[c] স্ফিরুলিনা
[d] সারগাসাম

24. নিম্নের কোন হরমোন টি গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে ?
[a] ইস্ট্রোজেন
[b] প্রজেস্টেরন
[c] রিলাক্সিন
[d] টেস্টোস্টেরন

25. হৃৎপিণ্ডের অবরণীর নাম কি ?
[a] প্লুরা
[b] ক্যাপসুল
[c] পেরিকার্ডিয়াম
[d] কোনটিই নয়

26. HCl নি:সৃত
হয় পাকস্থলীর নিম্নলিখিত কোশ থেকে –

[a] অক্সিনটিক
[b] পেপটিক
[c] ল্যামিয়া প্রোমিয়া
[d] কোনটিই নয়

27. স্পর্শ, ব্যাথা, বেদনা প্রভৃতি গ্রহণকারী কোশ কে বলে –
[a] রিসেপ্টর
[b] এফেক্টর
[c] এডজাস্টার
[d] সবগুলি সঠিক

28. পেশীর অবসাদ ঘটে কারণ সঞ্চিত হয় –
[a] কার্বন ডাই অক্সাইড
[b] ক্রিয়েটিনিন
[c] ল্যাকটিক এসিড
[d] ইথাইল এলকোহল

29. এন্টিবডি সংশ্লেষিত হয় –
[a] অস্থিমজ্জায়
[b] প্লাজমা এবং লসিকায়
[c] যকৃতে
[d] বৃক্কে

30. হেনলির লুপ অবস্থান করে –
[a] কর্টেক্স
[b] মেডুলা
[c] রেনাল পেলভিস
[d] গবিনী

31. মোবাইল ফোনের আবিস্কারক
কে
?
[a] জোসেফ উইলসন
[b] এডউইন ল্যান্ড
[c] মার্টিন কুপার
[d] জন লয়েড রাইট

32. বেতোয়া খাল ভারতের কোন
রাজ্যে অবস্থিত
?
[a] পশ্চিমবঙ্গ
[b] উত্তর প্রদেশ
[c] বিহার
[d] ওড়িশা

33. বৈরিনাগ হ্রদ ভারতের কোন
রাজ্যে অবস্থিত
?
[a] জম্মু-কাশ্মীর
[b] রাজস্থান
[c] উত্তরাখন্ড
[d] ওড়িশা

34. শিবসমুদ্রম প্রকল্প কোন
নদীর উপর অবস্থিত
?
[a] কাবেরী নদী
[b] নর্মদা নদী
[c] সরাবতী নদী
[d] মহানদী

35. ভূপেন হাজারিকা সেতু
ভারতের কোন রাজ্যে অবস্থিত
?
[a] অসম
[b] বিহার
[c] অন্ধ্রপ্রদেশ
[d] পশ্চিমবঙ্গ

36. প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া
কবে স্থাপিত হয়
?
[a] 1986
[b] 1974
[c] 1976
[d] 1970

37. কেদারনাথ শহরটি কোন নদীর
তীরে অবস্থিত
?
[a] চম্বল
[b] মহানদী
[c] মন্দাকিনী
[d] কোশী

38. আলিপুর বোমার মামলা কত
সালে রুজু করা হয়
?
[a] 1908
[b] 1915
[c] 1905
[d] 1900

39. ভারতের জাতীয়বাদী
আন্দোলনের প্রথম লক্ষণ প্রকাশ পায় কোন রাজ্যে
?
[a] বঙ্গ
[b] পাঞ্জাব
[c] রাজস্থান
[d] মহারাষ্ট্র

40. দিল্লির কেন্দ্রীয়
আইনসভায় বোমা নিক্ষেপ কাণ্ডে ভগৎ সিং এর সঙ্গী কে ছিলেন
?
[a] চন্দ্রশেখর আজাদ
[b] বাঘাযতীন
[c] বটুকেশ্বর দত্ত
[d] পরমচাঁদ

41. We Shall make the settled fact
unsettle – কে বলেছেন ?

[a] লর্ড কার্জন
[b] সুরেন্দ্রনাথ ব্যানার্জী
[c] মহাত্মা গান্ধী
[d] বি জি তিলক

42. তিনটি গোল টেবিল বৈঠকেই
নিম্নের কে উপস্থিত ছিলেন
?
[a] বি আর আম্বেদকর
[b] মহাত্মা গান্ধী
[c] এস এন ব্যানার্জী
[d] লোকমান্য তিলক

43. আজাদ হিন্দ ফৌজ কবে গঠিত
হয়
?
[a] 1 অক্টোবর, 1939
[b] 10 আগস্ট, 1940
[c] 11 মে, 1941
[d] 1 সেপ্টেম্বর, 1942

44. কত সাল পর্যন্ত কলকাতা
ব্রিটিশদের রাজধানী ছিল
?
[a] 1909
[b] 1910
[c] 1911
[d] 1912

45. কৈমুর শৃঙ্গ কোন
পর্বতশ্রেণী তে অবস্থিত
?
[a] সাতপুরা
[b] আরাবল্লী
[c] বিন্ধ্যাঞ্চল
[d] পশ্চিমঘাট

46. নিম্নের কোন নদীটি
ধুঁয়াধার জলপ্রপাত সৃষ্টি করে
?
[a] নর্মদা
[b] তাপ্তি
[c] ব্রহ্মপুত্র
[d] গোদাবরী

47. সুরমা উপত্যকা কোন রাজ্যে
অবস্থিত
?
[a] জম্মু-কাশ্মীর
[b] সিকিম
[c] আসাম
[d] উত্তরাখন্ড

48. গণপরিষদের প্রথম অস্থায়ী
সভাপতি বা চেয়ারম্যান কে ছিলেন
?
[a] মতিলাল নেহেরু
[b] জওহরলাল নেহেরু
[c] সচ্চিদানন্দ সিনহা
[d] রাজেন্দ্র প্রসাদ

49. বর্তমানে ভারতীয় সংবিধানে
মোট কতগুলি অংশ আছে
?
[a] 20 টি
[b] 22 টি
[c] 25 টি
[d] 30 টি

50. জরুরি অবস্থায় মৌলিক
অধিকারসমূহের সাময়িক মুলতুবির ধারণা কোন দেশ থেকে অনুপ্রাণিত
?
[a] ফ্রান্স
[b] জার্মানি
[c] জাপান
[
d] দক্ষিণ আফ্রিকা

















বাকি প্রশ্নসহ রেলওয়ে গ্রুপ D সম্পূর্ণ প্রাকটিস সেট – 05 PDF টি নিচের লিংক থেকে ডাউনলোড করে নাও 


File Details ::

File Type : PDF
File Name : রেলওয়ে গ্রুপ D প্রাকটিস সেট – 05 PDF ( সিলেবাস ভিত্তিক ) (www.jobguidee.com)
File Location : Google Drive 
File Size : 512 kb
PDF Quality : High
No. of Pages : 08 

More Download :-

Leave a comment