Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫৪২
❖ 1. তালকোনা জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans : অন্ধ্রপ্রদেশ
❖ 2. তিরথগড় জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans : ছত্তিশগড়
❖ 3. বন্দেলা জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans : হিমাচল প্রদেশ
❖ 4. ছালিয়া জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans : রাজস্থান
❖ 5. হুড্রু জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans : ঝাড়খন্ড
❖ 6. শিবসমুদ্রম জলপ্রপাত ভারতের কোন নদীর উপর অবস্থিত ?
Ans : কাবেরী নদী
❖ 7. গোকক জলপ্রপাত ভারতের কোন নদীর উপর অবস্থিত ?
Ans : ঘটপ্রভা নদী
❖ 8. অঞ্জলি জলপ্রপাত ভারতের কোন নদীর উপর অবস্থিত ?
Ans : অঘানাশিনি নদী
❖ 9. বারকানা জলপ্রপাত ভারতের কোন নদীর উপর অবস্থিত ?
Ans : সীতা নদী
❖ 10. বসুধারা জলপ্রপাত ভারতের কোন নদীর উপর অবস্থিত ?
Ans : বদ্রীনাথ নদী