Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫৪৫
⧩ 1. মহিলাদের ক্ষমতায়নে NARI পোর্টাল লঞ্চ করা হয় কোন সালে ?
Ans : 2018
⧩ 2. MIS পোর্টাল কোন সালে লঞ্চ করা হয় ?
Ans : 2018
⧩ 3. LaQshya ইনিশিয়েটিভ কোন সালে লঞ্চ করা হয় ?
Ans : 2017
⧩ 4. বালস্বচ্ছতা মিশন কোন সালে লঞ্চ করা হয় ?
Ans : 2014
⧩ 5. মিশন ইন্দ্রধনুষ কোন সালে লঞ্চ করা হয় ?
Ans : 2015
⧩ 6. স্বধর গৃহ কোন সালে লঞ্চ করা হয় ?
Ans : 2015
⧩ 7. ShaGun পোর্টাল কোন সালে লঞ্চ করা হয় ?
Ans : 2017
⧩ 8. সুকন্যা সমৃদ্ধি যোজনা কোন সালে লঞ্চ করা হয় ?
Ans : 2015
⧩ 9. Mahila-E-Haat কোন সালে লঞ্চ করা হয় ?
Ans : 2016
⧩ 10. নির্ভয়া ফান্ড কোন সালে লঞ্চ করা হয় ?
Ans : 2013