WBP পুলিশ কনস্টেবল মেন্স 2019 গণিত সমাধান | Math Practice MCQ Set – 43 | পুলিশ/WBCS/রেল ও অন্যান্য পরীক্ষার জন্য ম্যাথ প্র্যাকটিস সেট পর্ব – ৪৩
Hello বন্ধুরা,
তোমাদের সবাইকে জব গাইড এডুকেশন অনেক অনেক স্বাগত । সামনেই WBCS,পশ্চিমবঙ্গ পুলিশ এবং রেলের নানা পরীক্ষা আগত আর তার জন্যই তোমাদের জন্য নিয়ে এসেছি বিগত বছরের প্রশ্ন এবং অন্যান্য প্রশ্নও দিয়ে তৈরী WBP পুলিশ কনস্টেবল মেন্স 2019 গণিত সমাধান ( Math Practice Set পর্ব – ৪৩ ) । এই সেটের মধ্যে আমরা আগামী পরীক্ষা গুলির জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান নিয়ে চলে এসেছি |
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (15 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :-
1. প্রশ্ন : দুটি সংখ্যার সমষ্টি 13 এবং বিয়োগফল 3 হলে বৃহত্তম সংখ্যাটি কত ? (WBP Constable Main 2019)
[a] 8
[b] 11
[c] 6
[d] 7
———————————————————————-
2. প্রশ্ন : একজন ব্যক্তি 400 টি কমলালেবু ক্রয় করে, সমগ্র ক্রয়মূল্যে 320 টি কমলালেবু বিক্রয় করল । তার শতকরা কত লাভ হল ? (WBP Constable Main 2019)
[a] 20%
[b] 15%
[c] 30%
[d] 25%
———————————————————————-
3. প্রশ্ন : দুটি সংখ্যার লসাগু ও গসাগু 36 এবং 6 । একটি সংখ্যা 12 হলে, অন্যটি কত ? (WBP Constable Main 2019)
[a] 18
[b] 15
[c] 24
[d] 20
———————————————————————-
4. প্রশ্ন : ঘন্টায় 54 কিমি বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা অতিক্রম করে 30 সেকেন্ডে । ট্রেনটির দৈর্ঘ্য কত ? (WBP Constable Main 2019)
[a] 150 মিটার
[b] 100 মিটার
[c] 200 মিটার
[d] 180 মিটার
———————————————————————-
5. প্রশ্ন : Sin^2 A + Cos^2 A = ? (WBP Constable Main 2019)
[a] 3
[b] 4
[c] 1
[d] 2
———————————————————————-
6. প্রশ্ন : কোনো সমদ্বিবাহু ত্রিভুজের একটি সমান কোণ 30° হলে বৃহত্তম কোণটি কি ? (WBP Constable Main 2019)
[a] 120°
[b] 135°
[c] 100°
[d] 110°
———————————————————————-
7. প্রশ্ন : A ও B এর আয়ের অনুপাত 3 : 4 । তাদের খরচের অনুপাত 2 : 3 । প্রত্যেকে 200 টাকা সঞ্চয় করলে, A ও B এর আয় কত ? (WBP Constable Main 2019)
[a] 600, 800
[b] 500, 700
[c] 900, 1200
[d] 300, 400
———————————————————————-
8. প্রশ্ন : একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ এবং কিছু সংখ্যক টিয়া পাখি আছে । তার মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 290 । সেখানে কতগুলি টিয়া পাখি আছে ? (WBP Constable Main 2019)
[a] 55
[b] 45
[c] 75
[d] 65
———————————————————————-
9. প্রশ্ন : 16 টি ছেলের গড় বয়স 20 । তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে, ফলে সবার গড় বয়স 2 বছর বেড়ে যায় । নতুন মেয়ের বয়স কত ? (WBP Constable Main 2019)
[a] 52 বছর
[b] 54 বছর
[c] 14 বছর
[d] 37 বছর
———————————————————————
10. প্রশ্ন : একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা √6 হলে, ত্রিভুজের ক্ষেত্রফল কত ? (WBP Constable Main 2019)
[a] 2√3
[b] √3
[c] 6
[d] 5
——————————————————————–
11. প্রশ্ন : (1 + 1/2)(1 + 1/3)(1 + 1/4)……(1 + 1/88) = ? (WBP Constable Main 2019)
[a] 44.5
[b] 45
[c] 82/89
[d] 44
——————————————————————–
12. প্রশ্ন : 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে । তাহলে এই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের শতাংশ হবে 25% ? (WBP Constable Main 2019)
[a] 4 লিটার
[b] 2 লিটার
[c] 8 লিটার
[d] 6 লিটার
——————————————————————–
13. প্রশ্ন : বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে একটি নিৰ্দিষ্ট পরিমান অর্থ দ্বিগুন হবে ? (WBP Constable Main 2019)
[a] 7 বছর 6 মাস
[b] 6 বছর 9 মাস
[c] 8 বছর 6 মাস
[d] 8 বছর 4 মাস
——————————————————————–
14.প্রশ্ন : 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা । 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে ? (WBP Constable Main 2019)
[a] 1560 টাকা
[b] 1458 টাকা
[c] 1700 টাকা
[d] 1638 টাকা
———————————————————————-
15.প্রশ্ন : কোন সংখ্যা হতে তার 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হবে ? (WBP Constable Main 2019)
[a] 500
[b] 400
[c] 200
[d] 100
——————————————————————–
16. প্রশ্ন : A ও B এর বর্তমান বয়সের সমষ্টি 55 বছর । 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4 : 3 । A ও B এর বর্তমান বয়স কত ? (WBP Constable Main 2019)
[a] 40, 25
[b] 24, 31
[c] 32, 23
[d] 25, 30
——————————————————————–
17. প্রশ্ন : √(5 + √(11 + √(19 + √(29 + √49)))) = ? (WBP Constable Main 2019)
[a] 2
[b] 1
[c] 6
[d] 3
——————————————————————–
18. প্রশ্ন : সুরেশের বয়স কিরনের দ্বিগুন । তাদের বয়সের সমষ্টি 24 বছর । সুরেশের বয়স কত ? (WBP Constable Main 2019)
[a] 16
[b] 14
[c] 24
[d] 20
——————————————————————–
19. প্রশ্ন : দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য 7 সেমি এবং ক্ষেত্রফলের পার্থক্য 1078 বর্গসেমি হলে ছোট বৃত্তটির ব্যাসার্ধ কত ? (WBP Constable Main 2019)
[a] 20.5 সেমি
[b] 21 সেমি
[c] 16 সেমি
[d] 18 সেমি
——————————————————————–
20. প্রশ্ন : যদি a + b = 5 ও a – b = 3 হয় তবে ab = ? (WBP Constable Main 2019)
[a] 2
[b] 1
[c] 8
[d] 4
——————————————————————–