Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫৬৭

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫৬৭ 


Bengali GK Guide


❏ 1. গোউ করুণানিধি – শিরোনামে বইটি কে লিখেছেন ? 
Ans : স্বামী দয়ানন্দ 

❏ 2. গুবর-এ-খাতির – শিরোনামে বইটি কে লিখেছেন ? 
Ans : আবুল কালাম আজাদ 

❏ 3. দি আরটিক হোম ইন দা বেদাস – শিরোনামে বইটি কে লিখেছেন ? 
Ans : বি জি তিলক 

❏ 4. ইয়ং ইন্ডিয়া – শিরোনামে বইটি কে লিখেছেন ? 
Ans : লালা লাজপত রায়

❏ 5. দি পলিটিক্যাল ফিউচার অফ ইন্ডিয়া – শিরোনামে বইটি কে লিখেছেন ? 
Ans : লালা লাজপত রায় 

❏ 6. ভবানী মন্দির – শিরোনামে বইটি কে লিখেছেন ? 
Ans : অরবিন্দ ঘোষ 

❏ 7. ইন্ডিয়া ইন ট্রানজিশন – শিরোনামে বইটি কে লিখেছেন ? 
Ans : এম এন রায় 

❏ 8. দি কজেস অফ ইন্ডিয়ান রিভোল্ট – শিরোনামে বইটি কে লিখেছেন ? 
Ans : স্যার সৈয়দ আহমেদ খান 

❏ 9. হিন্দুত্ব – শিরোনামে বইটি কে লিখেছেন ? 
Ans : ভি ডি সাভারকর 

❏ 10. আওয়ার এডুকেশনাল প্রবলেম – শিরোনামে বইটি কে লিখেছেন ? 
Ans : লালা হরদয়াল


Leave a comment