Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫৮৬
❑ 1. সংসদের দুই কক্ষের যুগ্ম অধিবেশনের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
Ans : অস্ট্রেলিয়া
❑ 2. কোন সালের নাগরিকত্ব আইনকে সংশোধনের জন্য 2016 সালে এই বিলটি প্রথমবার লোকসভায় উত্থাপন করা হয় ?
Ans : 1955
❑ 3. সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার কোন ধারায় উল্লেখিত ?
Ans : ধারা 29 – 30
❑ 4. মূল সংবিধানে কতগুলি মৌলিক অধিকার ছিল ?
Ans : 7 টি
❑ 5. ধারা – 31 কে কোন সালে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় ?
Ans : 1978
❑ 6. রাজ্যসভার সদস্য হতে গেলে নূন্যতম কত বয়স হতে হবে ?
Ans : 30 বছর
❑ 7. বিধানসভার সদস্য হতে গেলে নূন্যতম কত বয়স হতে হবে ?
Ans : 25 বছর
❑ 8. রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজনকে মনোনীত করতে পারেন ?
Ans : 12 জন
❑ 9. ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী কে ছিলেন ?
Ans : সর্দার বল্লভভাই প্যাটেল
❑ 10. ভারতের প্রথম বিদেশমন্ত্রী কে ছিলেন ?
Ans : জওহরলাল নেহেরু