Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫৯২

Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫৯২ 

★ 1. অশোকের শিলালিপি জেমস প্রিন্সেপ কত সালে পাঠোদ্ধার করেন ? 
Ans : 1837 সালে 

★ 2. অশোকের নির্দেশাবলী কোন লিপিতে রচিত হয়েছিল ? 
Ans : ব্রামহী লিপি 

★ 3. কত সালে চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাস কে পরাজিত করেন ? 
Ans : 305 খ্রিস্টপূর্ব 

★ 4. কোন বৌদ্ধ সন্ন্যাসী বিন্দুসারকে দুটি সমুদ্রের মাঝখানে জায়গা জয় করার জন্য অনেক কৃতিত্ব দিয়েছেন ? 
Ans : তারকনাথ 

★ 5. বিন্দুসার অশোক কে কোন কোন স্থানে শাসনভার অর্পণ করেন ? 
Ans : উজ্জয়িনী ও তক্ষশীলা 

★ 6. কততম শিলালিপিতে অশোক নিজে কলিঙ্গ যুদ্ধের পর তাঁর নিজের জীবনে প্রভাব উল্লেখ করে গেছেন ? 
Ans : শিলালিপি – 13

★ 7. কোন সালে অশোক কলিঙ্গ যুদ্ধ জয় করেন ? 
Ans : 261 খ্রিস্টপূর্ব 

★ 8. কান্ধার শিলালিপিতে অশোকের কোন উপাধির উল্লেখ রয়েছে ? 
Ans : প্রিয়দর্শী

★ 9. বরাবর গুহা শিলালিপিতে অশোকের কোন উপাধির উল্লেখ রয়েছে ? 
Ans : প্রিয়াদাসীরাজা 

★ 10. অশোক তার পুত্র ও কন্যাকে সিংহলে পাঠিয়েছিলেন, তার পুত্র ও কন্যার নাম কি ছিল ? 
Ans : পুত্র – মহেন্দ্র ও কন্যা – সঙ্গমিত্রা

Leave a comment