Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫৯৭
★ 1. তরল ও গ্যাসীয় পদার্থের ওপর চাপের সূত্র টি কোন বিজ্ঞানীর অবদান ?
Ans : পাসকাল
★ 2. গ্রহের গতি সংক্রান্ত সূত্র কোন বিজ্ঞানীর অবদান ?
Ans : কেপলার
★ 3. বিভব-প্রভেদ ও প্রবাহমাত্রা সম্পর্কিত সূত্র কোন বিজ্ঞানীর অবদান ?
Ans : ওহম
★ 4. ইলেকট্রনের দ্বৈত সত্ত্বার ধারণা দেন কোন বিজ্ঞানী ?
Ans : ডি ব্রগলি
★ 5. কোয়ান্টাম বলবিদ্যা কোন বিজ্ঞানীর অবদান ?
Ans : ওয়ারনার হাইজেনবার্গ
★ 6. 1 ঘনমিটার কত লিটারের সমান ?
Ans : 1000 লিটার
★ 7. ঝড়ে গাছ থেকে আম পড়ে যাওয়া কোন ধর্মের দৃষ্টান্ত ?
Ans : স্থিতিজাড্য
★ 8. কোন নির্দেশতন্ত্রে নিউটনের কোনো গতিসূত্রই প্রযোজ্য নয় ?
Ans : অজড়ত্বিয় নির্দেশতন্ত্র
★ 9. ঘর্ষণ বল কে অসংরক্ষী বল ছাড়া আর কি বল বলা হয় ?
Ans : অপচয়ী বল
★ 10. সীমাস্থ ঘর্ষণ বল ও লম্ব প্রতিক্রিয়ার মধ্যে কি সম্পর্ক ?
Ans : সমানুপাতিক