Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬০০
✡ 1. আল বিরুনির প্রকৃত নাম কি ছিল ?
Ans : আবু রেহান মহম্মদ ইবন আহমেদ
✡ 2. প্রাচীনকালে বেশিরভাগ শিলালিপি কোন কোন ভাষায় লেখা হত ?
Ans : পালি, প্রাকৃত, কন্নড় ও সংস্কৃত
✡ 3. ‘এরাণ শিলালিপি’ কোন সম্রাটের কথা জানা যায় ?
Ans : দ্বিতীয় চন্দ্রগুপ্ত
✡ 4. ‘নানাঘাট শিলালিপি’ থেকে কাদের কথা জানা যায় ?
Ans : সাতবাহনদের ইতিহাস
✡ 5. ‘জুনাগড় প্রশস্তি’ থেকে কার কথা জানা যায় ?
Ans : শকক্ষত্রপ রুদ্রদামন
✡ 6. ‘দেওপাড়া প্রশস্তি’ থেকে কার কথা জানা যায় ?
Ans : বাংলার রাজা বল্লাল সেন / বিজয় সেনের কীর্তি
✡ 7. এলাহাবাদ প্রশস্তি কার লেখা ?
Ans : সভাকবি হরিসেন
✡ 8. ‘গঞ্জাম লিপি’ থেকে কোন রাজার কথা জানা যায় ?
Ans : গৌড়রাজ শশাঙ্ক
✡ 9. ‘গরুড়ধ্বজ লিপি’ থেকে কার কথা জানা যায় ?
Ans : ব্যাকট্রিয় গ্রীক রাজা হেলিওডোরাস
✡ 10. ‘দেওপাড়া প্রশস্তি’ কার রচনা ?
Ans : উমাপতি ধর