Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬০১
✍ 1. কোন নদীর তীরে মহাপদ্মনাভের বিরুদ্ধে অশোক কলিঙ্গ যুদ্ধ করেন ?
Ans : 261 খ্রিস্টপূর্ব
✍ 2. অশোকের কততম শিলালিপি তে পশু হত্যা নিষিদ্ধকরণ এর কথা বলা হয়েছে ?
Ans : প্রথম মুখ্য শিলালিপি
✍ 3. বকাটক রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
Ans : বিন্ধশক্তি
✍ 4. সাতবাহনদের রাজত্ব প্রায় কত বছর ধরে চলেছিল ?
Ans : 450 বছর (প্রায়)
✍ 5. নানাঘাট শিলালিপি তে কার সুকীর্তির কথা উল্লেখ রয়েছে ?
Ans : গৌতমীপুত্র সাতকর্নী
✍ 6. সাতবাহন সাম্রাজ্যের দপ্তর সভার ভাষা কি ছিল ?
Ans : প্রাকৃত
✍ 7. কুষান বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
Ans : প্রথম কদফিসেস
✍ 8. কুষান বংশের শেষ রাজা কে ছিলেন ?
Ans : বাসুদেব
✍ 9. কোন সম্রাট কে ভি এ স্মিথ “একশো যুদ্ধের বীর পুরুষ” বলে ব্যাখ্যা করেন ?
Ans : সমুদ্রগুপ্ত
✍ 10. সমুদ্রগুপ্তের সাম্রাজ্যকালের তথ্য পাওয়া গেছে কোন শিলালিপি থেকে ?
Ans : প্রয়াগপ্রশস্তি