Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬১১

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬১১ 


Bengali GK Guide


⧩ 1. তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : ওড়িশা

⧩ 2. নেললোর তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : অন্ধ্রপ্রদেশ 

⧩ 3. নামরূপ তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : আসাম

⧩ 4. রোখিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : ত্রিপুরা 

⧩ 5. পেরুনগুতি বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : তামিলনাড়ু 

⧩ 6. যোগমাটি বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : কর্ণাটক 

⧩ 7. লাম্বা বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : গুজরাট 

⧩ 8. মনিকরণ ভূতাপ শক্তি উৎপাদন কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : হিমাচল প্রদেশ 

⧩ 9. তাত্তাপানি ভূতাপ শক্তি উৎপাদন কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : ছত্তিশগড় 

⧩ 10. ডিজিনজাম জোয়ার-ভাটা শক্তি উৎপাদন কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : কেরল


Leave a comment