Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬১৮
❏ 1. ম্যাকডোনলের অধীনে একটি দুর্ভিক্ষ কমিশন গঠন করেন কে ?
Ans : লর্ড কার্জন
❏ 2. কোন সালে থমাস রেইলির অধীনে ইউনিভার্সিটি কমিশন গঠিত হয় ?
Ans : 1902 সালে
❏ 3. মনক্রিফ কমিশন কোন সালে গঠিত হয় ?
Ans : 1902 সালে
❏ 4. সাঁওতাল বিদ্রোহ কোন সালে শুরু হয়েছিল ?
Ans : 1899 সালে
❏ 5. 1896-97 সালে দুর্ভিক্ষের পরে কোন কমিশন গঠিত হয় ?
Ans : লায়াল কমিশন
❏ 6. 1895 সালের চিত্রল অভিযান কার আমলে শুরু হয়েছিল ?
Ans : এলগিন II
❏ 7. কোন সালে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটিজ এক্ট পাশ হয় ?
Ans : 1904 সালে
❏ 8. কত সালে ইন্ডিয়ান কয়েনেজ এন্ড পেপার কারেন্সি এক্ট পাশ হয় ?
Ans : 1899 সালে
❏ 9. কার সভাপতিত্বে 1902 সালে একটি পুলিশ কমিশন গঠিত হয় ?
Ans : স্যার এন্ড্রু ফ্রেজার
❏ 10. ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ এক্ট কোন সালে পাশ হয় ?
Ans : 1904 সালে