Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬১৯

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬১৯




⬕ 1. প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি টেস্ট ম্যাচে শতরান স্কোর করেন ? 
Ans : লালা অমরনাথ

⬕ 2. প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি টেস্ট ম্যাচে একটি ইনিংসে তিনশত রান করেছেন ? 
Ans : বীরেন্দ্র সেহবাগ 

⬕ 3. ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয় করে কোন সালে ? 
Ans : 1983 

⬕ 4. প্রথম টি-20 বিশ্বকাপ জয় করে কোন দেশ ? 
Ans : ভারত (2007)

⬕ 5. প্রথম ভারতীয় হিসেবে একদিবসীয় ম্যাচে হ্যাট্রিক করেন কে ? 
Ans : চেতন শর্মা 

⬕ 6. টেস্ট ক্রিকেটে ভারতের প্রথম অধিনায়ক কে হন ? 
Ans : সি কে নাইডু 

⬕ 7. প্রথম ভারতীয় ক্রিকেটের যিনি একদিবসীয় ম্যাচে ডবল সেঞ্চুরি করেন ? 
Ans : সচিন তেন্ডুলকর 

⬕ 8. প্রথম ব্যাটসম্যান যিনি টেস্টে 10,000 রান সম্পূর্ণ করেছেন ? 
Ans : সুনীল গাভাস্কার

⬕ 9. প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে দুইশত রান করেন কে ? 
Ans : মিতালি রাজ 

⬕ 10. প্রথম ভারতীয় বোলার যিনি একটি ইনিংসে 10 টি উইকেট পেয়েছেন ? 
Ans : অনিল কুম্বলে










Leave a comment