Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬২৪

  Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬২৪ 


Bengali GK Guide


☞ 1. দশম জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : ঝাড়খন্ড 

☞ 2. পালারুভী জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : কেরালা 

☞ 3. চাচাই জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : মধ্যপ্রদেশ 

☞ 4. গোকক জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : কর্ণাটক 

☞ 5. বারকানা জলপ্রপাত ভারতের কোন নদীর উপর অবস্থিত ? 
Ans : সীতা নদী 

☞ 6. বিরথী জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : উত্তরাখন্ড 

☞ 7. বসুধারা জলপ্রপাত ভারতের কোন নদীর উপর অবস্থিত ? 
Ans : বদ্রিনাথ 

☞ 8. অঞ্জলি জলপ্রপাত ভারতের কোন নদীর উপর অবস্থিত ? 
Ans : অঘানাশিনি নদী 

☞ 9. রজত প্রতাপ জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : মধ্যপ্রদেশ 

☞ 10. ভান তাওয়াং জলপ্রপাত ভারতের কোন নদীর উপর অবস্থিত ? 
Ans : লাও নদী


Leave a comment