Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬২৫

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬২৫




⧨ 1. ধান উৎপাদনের জন্য কোন ধরণের মাটির প্রয়োজন হয় ? 
Ans : কর্দমাক্ত দোয়াশ ও পলি 

⧨ 2. তুলা কোন তাপমাত্রায় ভালো উৎপাদিত হয় ? 
Ans : 21 – 30℃

⧨ 3. রবার উৎপাদনের জন্য কোন তাপমাত্রা উপযোগী ? 
Ans : 25 – 35℃

⧨ 4. চা উৎপাদনের জন্য কোন ধরণের মাটি উপযুক্ত ? 
Ans : পডজল মৃত্তিকা 

⧨ 5. বিজ্ঞানসম্মত উপায়ে শাকসবজি চাষ কে কি বলা হয় ? 
Ans : ওলেরিকালচার 

⧨ 6. গম গবেষণা কেন্দ্র টি ভারতের কোথায় অবস্থিত ? 
Ans : পুসা, দিল্লী 

⧨ 7. পাট গবেষণা কেন্দ্র টি ভারতের কোথায় অবস্থিত ? 
Ans : ব্যারাকপুর 

⧨ 8. রাবার গবেষণা কেন্দ্র টি ভারতের কোথায় অবস্থিত ? 
Ans : কোটটায়াম, কেরালা

⧨ 9. ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর বেনানা কোথায় অবস্থিত ? 
Ans : তিরুচিরাপল্লী, তামিলনাড়ু

⧨ 10. সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট ভারতের কোথায় অবস্থিত ? 
Ans : সিমলা, হিমাচল প্রদেশ







Leave a comment