Kolkata Police Constable Preli Practice Set – 04 | কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি প্রাকটিস সেট – 04 PDF ডাউনলোড

 

Kolkata Police Constable Preli Practice Set – 04 | কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি প্রাকটিস সেট – 04 PDF ডাউনলোড

Kolkata Police Constable Preli Practice Set

Hello বন্ধুরা , 

                   তোমাদের সবাইকে জব গাইড এডুকেশনে অনেক অনেক স্বাগত | রাজ্য সরকার ইতিমধ্যেই অনেক শূন্যপদে কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর নিয়োগের কথা জানিয়েছে | ইতিমধ্যেই পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা শেষ হয়েছে, এবং WBP SI এর পরীক্ষাও আগত  | তাই আজ আমরা তোমাদের WBP SI প্রিলি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করতে নিয়ে এসেছি Kolkata Police Constable Preli Practice Set – 04 ( কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি প্রাকটিস সেট – 04 )  | 
                      সিলেবাস অনুযায়ী 100 নম্বরের এই সেটটি সাজানো হয়েছে যেগুলো প্রাকটিস করলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি আরো মজবুত হবে | তবে আর দেরি নাকরে নিচে দেওয়া লিংক থেকে প্রাকটিস সেট টির PDF ডাউনলোড করে নাও – 

নিচে তোমাদের সুবিধার্থে কিছু স্যাম্পেল প্রশ্ন উত্তর দেওয়া হলো – 


1. পৃথিবীর অপসুর অবস্থান ঘটে কবে ?
(a) 21 মার্চ
(b) 3 জানুয়ারি
(c) 4 জুলাই
(d) 23 সেপ্টেম্বর

2. নাথু লা পাস কোথায় অবস্থিত ?
(a) সিকিম হিমালয়
(b) ভুটান হিমালয়
(c) কুমায়ুন হিমালয়
(d) নেপাল হিমালয়

3. কেন্দ্রীয় মন্ত্রিসভা যৌথভাবে কার
কাছে দায়ী
?
(a) রাজ্যসভা
(b) রাষ্ট্রপতি
(c) লোকসভা
(d) লোকসভা ও রাজ্যসভা

4. পঞ্চায়েতের সংজ্ঞা পাওয়া যায় ?
(a) 245 ধারা
(b) 246 ধারা
(c) 243 ধারা
(d) 244 ধারা

5. রাজ্যসভার সংসদের মেয়াদ কত ?
(a) 5 বছর
(b) 6 বছর
(c) 7 বছর
(d) 4 বছর

6. ভারতীয় সংবিধানের 19 ধারায় কি বর্ণিত
রয়েছে
?
(a) স্বাধীনতার অধিকার
(b) ধর্মীয় স্বাধীনতার অধিকার
(c) সাম্যের অধিকার
(d) সম্পত্তির অধিকার

7. ভারত শাসন আইনকে ক্রীতদাসের এক নতুন
সনদ
বলে অভিহিত করেন কে ?
(a) গান্ধীজি
(b) জওহরলাল নেহরু
(c) লাল লাজপত রায়
(d) বাল গঙ্গাধর তিলক

8. কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় ?
(a) 1895
(b) 1896
 (c) 1897
(d) 1899

9. কবে তিলক ইন্ডিয়ান হোমরুল লীগ
প্রতিষ্ঠা করেন ?
(a) 1916, জুন
(b) 1916, মে
(c) 1916, এপ্রিল
(d) কোনটি নয়

10. শেষ মৌর্য সম্রাট কে ছিলেন ?
(a) পুষ্যমিত্র শুঙ্গ
(b) অশোক
(c) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(d) বৃহদ্রথ

11. সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন ?
(a) গোপাল কৃষ্ণ গোখলে
(b) তিলক
(c) জোতিবা ফুলে
(d) এদের কেউ নয়

12. চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
(a) অন্ধ্রপ্রদেশ
(b) মধ্যপ্রদেশ
(c) উত্তরপ্রদেশ
(d) কেরল

13. সারিষ্কা অভয়ারণ্য কোথায় হয়েছে ?
(a) অন্ধ্রপ্রদেশ
(b) রাজস্থানে
(c) কর্ণাটক
(d) কাশ্মীরে

14. বাংলাদেশের সাথে ভারতের কতগুলি
রাজ্যের সীমানা রয়েছে
?
[A] 4 টি
[B] 5 টি
[C] 2 টি
[D] 6 টি

15. ভারতের কত শতাংশ মানুষ হিন্দিতে কথা
বলে
?
[A] 41%
[B] 60%
[C] 70%
[D] 25%

16. শবর উ
পজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া
যায়
?
[A] মিজোরাম
[B] ওড়িশা
[C] মহারাষ্ট্র
[D] কর্ণাটক

17. নেগ্রিটো জনজাতি কোথায় বসবাস করে ?
[A] জম্মু-কাশ্মীর
[B] অন্ধ্রপ্রদেশ
[C] তামিলনাড়ু
[D] আন্দামান-নিকোবর

18. লোকটাক হ্রদ কোথায় রয়েছে ?
(a) মণিপুরে
(b) কেরলে
(c) হায়দ্রাবাদে
(d) মধ্যপ্রদেশে

19. উকাই বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে ?
(a) কৃষ্ণা
(b) কাবেরী
(c) নর্মদা
(d) তাপ্তি

20. কোন মাটিতে ভারতে সর্বাধিক পরিমান
ইক্ষু উৎপন্ন হয়
?
(a) ল্যাটেরাইট
(b) পলি
(c) ভাবর
(d) খাদার

21. ভীমবেটকা গুহা কোন রাজ্যে অবস্থিত ?
[A] মধ্যপ্রদেশ
[B] উত্তরপ্রদেশ
[C] মহারাষ্ট্র
[D] কর্ণাটক

22. সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি (সেবক
সমিতি) কবে স্থাপিত হয়
?
[A] 1900
[B] 1905
[C] 1906
[D] 1907

23. সংবিধানের কততম ধারায় রাজ্য বিধানসভার
গঠনের কথা উল্লেখিত আছে
?
[A] ধারা 171
[B] ধারা 170
[C] ধারা 174
[D] ধারা 175

24. বর্তমানে রাজ্য তালিকায় মোট কতগুলি
বিষয় রয়েছে
?
[A] 60 টি
[B] 61 টি
[C] 62 টি
[D] 63 টি

25. ভারতের প্রথম পারমানবিক কেন্দ্র কোনটি
?
(a) তারাপুর
(b) ট্রম্বে
(c) কালপক্কম
(d) নারোরা

26. নাসিক কোন নদীর তীরে অবস্থিত ?
(a) গোদাবরী
(b) নর্মদা
(c) মহানদী
(d) কৃষ্ণা

27. মানব শরীরের কোন অংশে রক্ত পরিশ্রুত
হয়
?
(a) বৃক্কে
(b) যকৃতে
(c) ফুসফুসে
(d) হৃদযন্ত্রে

28. বৈগা উপজাতি কোন রাজ্যে দেখা যায় ?
[A] রাজস্থান
[B]  সিকিম
[C] তামিলনাড়ু
[D]  নাগাল্যান্ড

29. শতদ্রু নদীর উৎপত্তিস্থল কোথায় ?
[A] রাক্ষসতাল হ্রদ
[B] তিব্বত
[C] নৈনিতাল
[D] আরাবল্লি পর্বত

30. উলার বাঁধ প্রকল্প কোন নদীর উপর গড়ে
উঠেছে
?
[A] তাপতি
[B] কোশি
[C] বিতস্তা
[D]  গোদাবরী

31. 52 টি মেডেল সহ খেলো ইন্ডিয়া ইয়ুথ
গেমস 2021 খেতাব জিতলো কোন রাজ্য
[A] গুজরাট
[B] কেরল
[C] অন্ধ্রপ্রদেশ
[D] হরিয়ানা

32. ভারুচ বন্দর কোথায় অবস্থিত ?
[A] পশ্চিমবঙ্গ
[B] অন্ধ্রপ্রদেশ
[C] ওড়িশা
[D] গুজরাট

33. ওড়িশার কটক কোন নদীর তীরে অবস্থিত ?
[A] মহানদী
[B] চম্বল
[C] যমুনা
[D] গঙ্গা

34. জামসেদপুর শহরটি কোন নদীর তীরে
অবস্থিত
?
[A] তাপতি
[B] সুবর্ণরেখা
[C] দামোদর
[D] গঙ্গা

35. মনিমুটটি জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত
?
[A] অন্ধ্রপ্রদেশ
[B] মিজোরাম
[C] কেরালা
[D] কর্ণাটক

36. নিম্নের কোনটি জায়িদ শস্য ?
[A] আউস ধান
[B] শসা
[C] তরমুজ
[D] উপরের সবগুলি

37. কালো বিপ্লব নিম্নের কিসের সাথে
সম্পর্কিত
?
[A] বায়ো-ডিজেল
[B] তৈলবীজ
[C] সুতিবস্ত্র
[D] সৌরশক্তি

38. ভারতের প্রথম কোন রাজ্য ড্রোন পলিসির
অনুমোদন দিলো
?
[A] উত্তরপ্রদেশ
[B] মধ্যপ্রদেশ
[C] তামিলনাড়ু
[D] হিমাচল প্রদেশ

39. ভারতের প্রথম কোন রাজ্যে বালিকা পঞ্চায়েত
গড়ে উঠলো ?
[A] গুজরাট
[B] তামিলনাড়ু
[C] পশ্চিমবঙ্গ
[D] ঝাড়খন্ড

40. সংসদের যুগ্ম অধিবেশনে সভাপতিত্ব করেন
কে
?
(a) রাষ্ট্রপতি
(b) প্রধানমন্ত্রী
(c) লোকসভার স্পিকার
(
d) কোনটি নয়

উত্তর সহ সমস্ত প্রাকটিস সেটটির PDF ডাউনলোড করে নাও নিচের লিংক থেকে  

 

File Details ::

File Type : PDF
File Location : Google Drive 
No. of Pages : 08
File Size : 600 kb 

Also Download ::

 


Leave a comment