Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬২৯

  Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬২৯ 


20220713 074038


❐ 1. কোন গভর্নর-জেনারেলের আমলে উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ? 
Ans : ওয়ারেন হেস্টিংস 

❐ 2. কোন গভর্নর-জেনারেলের আমলে সিভিল সার্ভিসের প্রবর্তন হয় ? 
Ans : লর্ড কর্ণওয়ালিস 

❐ 3. কোন গভর্নর-জেনারেলের আমলে অধীনতা মূলক মিত্রতা নীতির প্রবর্তন হয় ? 
Ans : লর্ড ওয়েলেসলি 

❐ 4. কোন গভর্নর-জেনারেলের আমলে মহারাজা রঞ্জিত সিং এর সাথে অমৃত্সর চুক্তি হয় ? 
Ans : লর্ড মিন্টো 

❐ 5. কোন গভর্নর-জেনারেলের আমলে সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয় ? 
Ans : লর্ড হেস্টিংস 

❐ 6. কোন গভর্নর-জেনারেলের আমলে ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয় ? 
Ans : লর্ড আমহার্স্ট

❐ 7. কোন গভর্নর-জেনারেলের আমলে ভার্নাকুলার প্রেস সম্পর্কিত সমস্ত ধরনের বাধাবিপত্তি দূরীকরণ ঘটে ? 
Ans : স্যার চার্লস মেটকাফ 

❐ 8. কোন গভর্নর-জেনারেলের আমলে প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধের সূচনা হয় ? 
Ans : লর্ড অকল্যান্ড 

❐ 9. কোন গভর্নর-জেনারেলের আমলে ব্রিটিশ ইন্ডিয়া ও আফগানিস্তানের সীমানা ডুরান্ড লাইন দ্বারা নির্ধারণ হয় ? 
Ans : লর্ড ল্যান্সডাউন 

❐ 10. কোন গভর্নর-জেনারেলের আমলে কলকাতা কর্পোরেশন আইন পাস হয় ? 
Ans : লর্ড কার্জন



Leave a comment