1. অনাইমালাই টাইগার রিজার্ভ ভারতের কোন
রাজ্যে অবস্থিত ?
[a] কর্ণাটক
[b] কেরালা
[c] গুজরাট
[d] তামিলনাড়ু
2. বিশ্বের প্রথম স্টক এক্সচেঞ্জ কোন
দেশে গড়ে ওঠে ?
[a] আমেরিকা
[b] নেদারল্যান্ড
[c] ব্রিটেন
[d] জাপান
3. কানারা ব্যাংকের সদর দপ্তর কোথায়
অবস্থিত ?
[a] চেন্নাই
[b] মুম্বাই
[c] বেঙ্গালুরু
[d] পুনে
4. কুস্তির জন্য বিখ্যাত ছত্রশাল
স্টেডিয়াম কোন শহরে অবস্থিত ?
[a] নাগপুর
[b] রায়পুর
[c] দিল্লী
[d] ভুবনেশ্বর
5. পান্তনগর বিমানবন্দর ভারতের কোন
রাজ্যে অবস্থিত ?
[a] উত্তরাখন্ড
[b] তামিলনাড়ু
[c] গোয়া
[d] হরিয়ানা
6. পইথলমালা ভারতের কোন রাজ্যের একটি হিল
স্টেশন ?
[a] কেরালা
[b] উত্তরাখন্ড
[c] হিমাচল প্রদেশ
[d] তামিলনাড়ু
7. নিম্নের কোন ক্ষেত্রে অসামান্য
অবদানের জন্য একলব্য পুরস্কার দেওয়া হয় ?
[a] স্থাপত্য
[b] গণিত
[c] বিজ্ঞান ও প্রযুক্তি
[d] খেলাধুলা
8. ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড (WWF) এর সদর দপ্তর
কোথায় অবস্থিত ?
[a] প্যারিস, ফ্রান্স
[b] নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
[c] গ্ল্যান্ড, সুইজারল্যান্ড
[d] লন্ডন, যুক্তরাজ্য
9. নিম্নের কোনটি বাকিগুলির থেকে
সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ?
[a] গডুইন অস্টিন
[b] কামেট
[c] নন্দকোটা
[d] নন্দাদেবী
10. সূর্যে কোন উপাদানটি সবচেয়ে বেশি
পাওয়া যায় ?
[a] হাইড্রোজেন
[b] অক্সিজেন
[c] আর্গন
[d] ক্রিপ্টন
11. ভারতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়
প্রধানত ____ এর
প্রভাবে
[a] উত্তর-পূর্ব বর্ষা
[b] দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু
[c] পশ্চাদপসরণকারী বর্ষা থেকে
[d] পরিবাহী বৃষ্টি দ্বারা
12. নিচের কোনটি সবচেয়ে শুস্ক স্থান ?
[a] মুম্বাই
[b] দিল্লী
[c] লেহ
[d] ব্যাঙ্গালোর
13. নন্দাদেবী কোন রাজ্যের সর্বোচ্চ
পর্বতশৃঙ্গ ?
[a] সিকিম
[b] উত্তরাখন্ড
[c] রাজস্থান
[d] হিমাচল প্রদেশ
14. নালন্দা বিশ্ববিদ্যালয় কার আমলে গড়ে
ওঠে ?
[a] চন্দ্রগুপ্ত
[b] স্কন্দগুপ্ত
[c] কুমারগুপ্ত
[d] সমুদ্রগুপ্ত
15. মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার সদর
দপ্তর কোথায় অবস্থিত ?
[a] নিউ দিল্লী
[b] হায়দ্রাবাদ
[c] নয়ডা
[d] কলকাতা
16. ভারতীয় আইনের জনক কাকে বলা হয় ?
[a] জওহরলাল নেহেরু
[b] বি আর আম্বেদকর
[c] লর্ড মেকলে
[d] মহাত্মা গান্ধী
17. মানুষের মস্তিষ্কের ফাঁপা অংশগুলিকে
বলে –
[a] অরিকল
[b] ভেন্ট্রিকল
[c] নিউরোসিল
[d] হিমোসিল
18. ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে
মস্তিষ্কের কোন অংশ ?
[a] মধ্যমস্তিস্ক
[b] অগ্রমস্তিস্ক
[c] লঘুমস্তিস্ক
[d] থ্যালামাস
19. টম এবং জেরি – কার্টুন চরিত্র টি কে
সৃষ্টি করেছেন ?
[a] ওয়াল্ট ডিজনি
[b] রজার সুইট
[c] উইলিয়াম হানা এবং জোসেফ বারবারা
[d] স্ট্যান লি ও জ্যাক কিরবি
20. ভারতের কয়টি রাজ্যের সীমানা
পশ্চিমবঙ্গ স্পর্শ করে রয়েছে ?
[a] 4
[b] 5
[c] 6
[d] 10
21. নিম্নের কোন ব্যক্তিত্ব ঐতিহ্যবাহী
আধুনিকতাবাদী নামে পরিচিত ?
[a] বাল গঙ্গাধর তিলক
[b] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
[c] স্বামী বিবেকানন্দ
[d] রামমোহন রায়
22. A Nation in Making – কার
লেখা ?
[a] লালা লাজপত রায়
[b] স্বামী বিবেকানন্দ
[c] সুরেন্দ্রনাথ ব্যানার্জী
[d] মহাত্মা গান্ধী
23. পিতল তৈরিতে কোন কোন ধাতুর প্রয়োজন হয়
?
[a] লোহা ও তামা
[b] তামা ও টিন
[c] তামা ও এলুমিনিয়াম
[d] তামা ও দস্তা
24. ভারতীয় সংবিধানের কোন ধারায় পঞ্চায়েত
সংগঠন বর্ণিত রয়েছে ?
[a] ধারা – 40
[b] ধারা – 41
[c] ধারা – 42
[d] ধারা – 43
25. 2026 ফুটবল বিশ্বকাপ কোন দেশে
অনুষ্ঠিত হবে ?
[a] ইউএস, কানাডা ও মেক্সিকো
[b] অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
[c] চিলি ও আর্জেন্টিনা
[d] পর্তুগাল, স্পেন ও ইতালি
26. নিম্নের কোন হরমোন মানবদেহে রক্তের
ক্যালশিয়াম ও ফসফেট নিয়ন্ত্রন করে ?
[a] প্যারাথাইরয়েড হরমোন
[b] গ্রোথ হরমোন
[c] গ্লুকোজ
[d] থাইরক্সিন
27. নিম্নের কোন বেদের মধ্যে জাদুমন্ত্র
এবং জাদুবিদ্যার কথা বলা হয়েছে ?
[a] ঋগবেদ
[b] সামবেদ
[c] যজুরবেদ
[d] অর্থববেদ
28. ভাঙা হাড় সংযোগ করতে নিম্নের কোনটি
ব্যবহৃত হয় ?
[a] সাদা সিমেন্ট
[b] সাদা সীসা
[c] জিঙ্ক অক্সাইড
[d] প্লাস্টার অফ প্যারিস
29. পুরানো কেল্লা – কে নির্মাণ করেন ?
[a] শাহজাহান
[b] জাহাঙ্গীর
[c] শেরশাহ
[d] আকবর
30. অর্থনীতিতেন নোবেল পুরস্কার প্রদান
শুরু হয় কত সালে ?
[a] 1975
[b] 1969
[c] 1901
[d] 1956
31. মোঘল যুগের বিখ্যাত সুতি বস্ত্রের
কেন্দ্র ছিল –
[a] গুজরাট
[b] মধ্যপ্রদেশ
[c] ছত্তিশগড়
[d] মুর্শিদাবাদ
32. মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি ‘I’ , ‘V’ আকৃতির হয় ?
[a] প্রফেজ
[b] অ্যানাফেজ
[c] মেটাফেজ
[d] টেলোফেজ
33. লোহিত রক্তকণিকার গড় আয়ু কত দিন ?
[a] 12 দিন
[b] 190 দিন
[c] 120 দিন
[d] 60 দিন
34. ভারতের ত্রিস্তর পঞ্চায়েত বলবন্ত রায়
মেহেতা কমিটি সুপারিশে চালু হয় কত সালে ?
[a] 1957
[b] 1966
[c] 1965
[d] 1958
35. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
বন্দেমাতরম গানটি জাতীয় গান হিসেবে গৃহীত হয় –
[a] 1956
[b] 1958
[c] 1956
[d] 1950
36. গ্রীষ্মকালীন অলিম্পিক প্রথম কত সালে
অনুষ্ঠিত হয়েছিল ?
[a] 1796
[b] 1896
[c] 1976
[d] 1856
37. আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস
কবে পালন করা হয় ?
[a] 18 জুলাই
[b] 19 আগস্ট
[c] 23 সেপ্টেম্বর
[d] 15 জুন
38. সম্প্রতি আর ডি ধীমান কোন রাজ্যের চিফ
সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ?
[a] মহারাষ্ট্র
[b] হিমাচল প্রদেশ
[c] মধ্যপ্রদেশ
[d] ছত্তিশগড়
39. ভারতের প্রথম e-Waste ইকো পার্ক
কোথায় তৈরি হতে চলেছে ?
[a] মুম্বাই
[b] চেন্নাই
[c] দিল্লী
[d] গোরখপুর
40. সিঙ্গাপুর ওপেন 2022 খেতাব জিতলেন
নিম্নের কে ?
[a] সাইনা নেহয়াল
[b] পি ভি সিন্ধু
[c] ক্যারোলিনা মারিন
[d] আন সে ইয়াং