Kolkata Police Constable Preli Practice Set – 06 | কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি প্রাকটিস সেট – 06 PDF ডাউনলোড

 

Kolkata Police Constable Preli Practice Set – 06 | কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি প্রাকটিস সেট – 06 PDF ডাউনলোড

Kolkata Police Constable Preli Practice Set

Hello বন্ধুরা , 

                   তোমাদের সবাইকে জব গাইড এডুকেশনে অনেক অনেক স্বাগত | রাজ্য সরকার ইতিমধ্যেই অনেক শূন্যপদে কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর নিয়োগের কথা জানিয়েছে | ইতিমধ্যেই পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা শেষ হয়েছে, এবং KP Constable এর পরীক্ষাও আগত  | তাই আজ আমরা তোমাদের KP Constable প্রিলি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করতে নিয়ে এসেছি Kolkata Police Constable Preli Practice Set – 06 ( কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি প্রাকটিস সেট – 06 )  | 
                      সিলেবাস অনুযায়ী 100 নম্বরের এই সেটটি সাজানো হয়েছে যেগুলো প্রাকটিস করলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি আরো মজবুত হবে | তবে আর দেরি নাকরে নিচে দেওয়া লিংক থেকে প্রাকটিস সেট টির PDF ডাউনলোড করে নাও – 

নিচে তোমাদের সুবিধার্থে কিছু স্যাম্পেল প্রশ্ন উত্তর দেওয়া হলো – 


1. নিম্নের কোনটি কোচি সমুদ্রবন্দর সংলগ্ন উপকূল ?
[a] কঙ্কন উপকূল
[b] মালাবার উপকূল
[c] করমন্ডল উপকূল
[d] কাঁথিয়াবার উপকূল

2. নিউট্রন কণা কে আবিস্কার করেন ?
[a] রাদারফোর্ড
[b] জেমস স্যাডউইক
[c] জে জে টমসন
[d] গোল্ডস্টাইন

3. তাপ ও তড়িৎ এর কুপরিবাহী এমন একটি পদার্থ হল –
[a] রুপা
[b] তামা
[c] অভ্র  
[d] সবগুলি

4. বেসিনের চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল ?
[a] 1801
[b] 1807
[c] 1805
[d] 1802

5. বাগলিহর জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
[a] রাজস্থান
[b] পাঞ্জাব
[c] ওড়িশা
[d] জম্মু-কাশ্মীর

6. ভারতীয় সমস্ত ব্যাংক কে নিয়ন্ত্রন করে নিম্নের কোন ব্যাংক ?
[a] ব্যাংক অফ বরোদা
[b] এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক
[c] রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া
[d] স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া

7. দক্ষিণাত্য মালভুমির সর্বোচ্চ শৃঙ্গ টি হল –
[a] দোদাবেতা
[b] পাঁচমারী
[c] আনাইমুদি
[d] উপরের কোনটি নয়

8. নিম্নের কোন রাজ্য তুলা উৎপাদনে ভারতের মধ্যে শীর্ষস্থান অধিকার করে ?
[a] ওড়িশা
[b] গুজরাট
[c] পশ্চিমবঙ্গ
[d] পাঞ্জাব

9. নিম্নের কে খালসা প্রবর্তন করেন ?
[a] গুরু গোবিন্দ সিং
[b] গুরু হরগোবিন্দ
[c] গুরু নানক
[d] তেজ বাহাদুর

10. গণপরিষদ কোটি তারিখে ভারতের সংবিধান অনুমোদন করে ?
[a] 26 ডিসেম্বর, 1950
[b] 27 নভেম্বর, 1949
[c] 26 নভেম্বর, 1949
[d] 15 আগস্ট, 1947

11. জিপসাম উৎপাদন ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি হয় ?
[a] ঝাড়খন্ড
[b] রাজস্থান
[c] ওড়িশা
[d] বিহার

12. 40 তম Pragati
Samvad এর সভাপতিত্ব কে করলেন ?
[a] নরেন্দ্র মোদী
[b] অমিত শাহ
[c] রামনাথ কোভিন্দ
[d] রাজনাথ সিং

13. নিম্নের কোন টিম IPL 2022 এ তাদের প্রথম ট্রফি জিতলো ?
[a] রাজস্থান রয়্যালস
[b] পাঞ্জাব কিংস
[c] রয়াল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোর
[d] গুজরাট টাইটান্স

14. 17 তম মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এর ফোকাস দেশ হল –
[a] শ্রীলংকা
[b] বাংলাদেশ
[c] জাপান
[d] উত্তর কোরিয়া

15. পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই ?
[a] কলকাতা
[b] দার্জিলিং
[c] পশ্চিম মেদিনীপুর
[d] মালদা

16. প্রাণী কোশে রাইবোজোম কে প্রথম দেখেছিলেন ?
[a] বোবেরি
[b] জি ই প্যালেড
[c] রবিনসন ও ব্রাউন
[d] রবার্ট হুক

17. আধুনিক অলিম্পিক কোন সাল থেকে প্রথম শুরু হয় ?
[a] 1894
[b] 1896
[c] 1899
[d] 1901

18. নিম্নের কোন ক্রিকেটারের আত্মীজীবনীর নাম হল – ‘Believe’ ?
[a] এম এস ধোনি
[b] বিরাট কোহলি
[c] সুরেশ রায়না
[d] হরভজন সিং

19. নিম্নের কোন জেলায় সবচেয়ে বেশি পরিমাণে তামাক উৎপাদিত হয় ?
[a] মুর্শিদাবাদ
[b] নদীয়া
[c] জলপাইগুড়ি
[d] কোচবিহার

20. একটি শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে ওর তীক্ষ্ণতার কি পরিবর্তন হবে ?
[a] কমবে
[b] বাড়বে
[c] একই থাকবে
[d] প্রথমে কমে পরে বাড়বে

21. ফার্মি হলো __ পরিমাপের একক
[a] ভর
[b] দৈর্ঘ্য
[c] আয়তন
[d] সময়

22. Gugga কোন
রাজ্যের লোকনৃত্য
?
[a] রাজস্থান
[b] পাঞ্জাব
[c] হরিয়ানা
[d] ঝাড়খন্ড

23. 1857 সালের বরেলি বিদ্রোহের নেতা কে ছিলেন ?
[a] বিরাজিস কাদির
[b] মৌলবী আহমদ শাহ
[c] কুনওয়ার সিং
[d] খান বাহাদুর খান

24. তড়িৎ বিশ্লেষণ – কে আবিষ্কার করেন ?
[a] রুদলফ ডিজেল
[b] ফারেনহাইট
[c] জেমস চ্যাডউইক
[d] ফ্যারাডে

25. ছোটনাগপুর মালভুমির উচ্চতম পাহাড় কোনটি ?
[a] রাজমহল
[b] শুশুনিয়া
[c] অযোধ্যা
[d] পরেশনাথ

26. ফোর্ট উইলিয়াম দুর্গ কত সালে নির্মিত হয় ?
[a] 1608
[b] 1900
[c] 1801
[d] 1700

27. নিম্নের কোন নদীর মোহনায় ব-দ্বীপ নেই ?
[a] গঙ্গা
[b] তাপ্তি
[c] গোদাবরী
[d] মহানদী

28. নিম্নের কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন ?
[a] প্রশান্ত চন্দ্র মহালানবিশ
[b] সি ডি দেশমুখ
[c] দাদাভাই নৌরজি
[d] রমেশচন্দ্র দত্ত

29. কার নেতৃত্বে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি জনপ্রিয় হয়ে উঠেছিল ?
[a] সুভাষচন্দ্র বসু
[b] ভগৎ সিং
[c] রাসবিহারী বসু
[d] লালা লাজপত রায়

30. ভিলাই স্টিল প্লান্ট কোন
দেশের সহায়তায় গড়ে উঠেছে
?
[a] ইউএসএ
[b] রাশিয়া
[c] জার্মানি
[d] ইউকে

31. নিম্নের কোন রাজ্যের
পূর্বনাম ছিল
NEFA ?
[a] আসাম
[b] নাগাল্যান্ড
[c] মণিপুর
[d] অরুণাচল প্রদেশ

32. সংবিধানের কোন ধারায়
পঞ্চায়েত সংগঠনের বর্ণনা করা হয়েছে
?
[a] 40
[b] 41
[c] 42
[d] 43

33. 2026 ফিফা ফুটবল বিশ্বকাপ
হোস্ট করবে কোন দেশ
?
[a] ইউএস, কানাডা, মেক্সিকো
[b] অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড
[c] চিলি এবং আর্জেন্টিনা
[d] পর্তুগাল, স্পেন এবং ইতালি

34. ভাঙা হাড় সংযোগ করতে
নিম্নের কোনটি ব্যবহার করা হয়
?
[a] সাদা সিমেন্ট
[b] সাদা সীসা
[c] জিঙ্ক অক্সাইড
[d] প্লাস্টার অফ প্যারিস

35. কোন রাজ্যে সবথেকে বেশি
ডিম উৎপাদিত হয়
?
[a] অন্ধ্রপ্রদেশ
[b] মহারাষ্ট্র
[c] হরিয়ানা
[d] গুজরাট

36. পীর পাঞ্জাল রেঞ্জ টি কোন
রাজ্যে অবস্থিত
?
[a] অরুণাচল প্রদেশ
[b] জম্মু-কাশ্মীর
[c] পাঞ্জাব
[d] উত্তরাখন্ড

37. ভারতের সংবিধানে কতগুলি
ভাষা স্বীকৃতি পেয়েছে
?
[a] 24 টি
[b] 22 টি
[c] 20 টি
[d] 26 টি

38. নানা সাহেবের আসল নাম ছিল

[a] পাণ্ডুরঙ্গ পান্ত
[b] রামচন্দ্র পান্ত
[c] ধন্দু পান্ত
[d] রামতনু পান্ডে

39. ভারতের সংবিধানে মৌলিক
অধিকারের জন্য বিশেষ দায়িত্ব কার উপর দেওয়া থাকে
?
[a] রাজ্য বিধানসভা
[b] সুপ্রিমকোর্ট
[c] পার্লামেন্ট
[d] রাষ্ট্রপতি

40. কাবেরী জল বিতর্ক কোন
দুটি রাজ্যের মধ্যে রয়েছে
?
[a] তেলেঙ্গানা ও তামিলনাড়ু
[b] তামিলনাড়ু ও কর্ণাটক
[c] কর্ণাটক ও কেরালা
[
d] অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা

উত্তর সহ সমস্ত প্রাকটিস সেটটির PDF ডাউনলোড করে নাও নিচের লিংক থেকে  

 

File Details ::

File Type : PDF
File Location : Google Drive 
No. of Pages : 08
File Size : 600 kb 

Also Download ::

 


Leave a comment