Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬৯০
☯ 1. কোন ধরণের শিলা এক্সট্রুসিভ শিলা নামেও পরিচিত ?
Ans : উদগীর্ণ শিলা
☯ 2. আম্লিক শিলায় কোন উপাদানের ঘনত্ব বেশি থাকে ?
Ans : সিলিকা
☯ 3. গ্যাব্রো কোন ধরনের শিলার উদাহরণ ?
Ans : ক্ষারীয় শিলা
☯ 4. কোন ধরনের শিলা ইনট্রুসিভ শিলা নামেও পরিচিত ?
Ans : প্লুটনিক শিলা
☯ 5. আল্পস পর্বত কোন ধরনের পর্বতের উদাহরণ ?
Ans : ভঙ্গিল পর্বত
☯ 6. পরেশনাথ পর্বত কোন ধরনের পর্বতের উদাহরণ ?
Ans : ক্ষয়জাত পর্বত
☯ 7. দক্ষিণাত্যের মালভুমির উত্তর-পশ্চিম অংশ কোন প্রকৃতির মালভূমি ?
Ans : আগ্নেয় মালভূমি
☯ 8. উত্তর কানাডার সমভূমি কি প্রকৃতির সমভূমি ?
Ans : ক্ষয়জাত সমভূমি
☯ 9. স্লেট কোন ধরনের শিলার উদাহরণ ?
Ans : রূপান্তরিত শিলা
☯ 10. রাসায়নিক ভাবে গঠিত একটি পাললিক শিলার উদাহরণ হলো ?
Ans : জিপসাম