WBP কনস্টেবল ২০১৩ প্রিলিমিনারী তে আসা অংকের সমাধান | WBP Constable 2013 Preliminary Detail Math Solution
Hello বন্ধুরা,
তোমাদের সবাইকে জব গাইড এডুকেশন অনেক অনেক স্বাগত । প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স, মকটেস্ট, স্টাডি ম্যাটেরিয়াল দেওয়ার পাশাপাশি আমরা বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় আসা অঙ্কের সমাধান নিয়েও হাজির হয়েছি আজ এই পর্বের মধ্যে আমরা WBP কনস্টেবল ২০১৩ প্রিলিমিনারী তে আসা অংকের সমাধান ( WBP Constable 2013 Preliminary Detail Math Solution ) করার চেষ্টা করেছি প্রশ্ন গুলো দেখে আগে নিজে করতে পারো কিনা দেখো না পারলে নিচে দেওয়া সমাধান থেকে মিলিয়ে নাও |
রাজ্যের যেকোনো পরীক্ষা হোক বা কেন্দ্রের এই ধরনের অঙ্ক গুলি আগামী সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ |
রাজ্যের যেকোনো পরীক্ষা হোক বা কেন্দ্রের এই ধরনের অঙ্ক গুলি আগামী সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ |
1. প্রশ্ন : 1/6 + 1/12 + 1/20 + 1/30 – 1/3 এর মান কত ? (WBP Constable 2013 Preli )
[a] 1/3
[b] 2/3
[c] 1
[d] 0
———————————————————————-
2. প্রশ্ন : 10% ক্ষতিতে A একটি ঘড়ি B কে বিক্রি করে । B ঐ ঘড়ি C কে 10% লাভে বিক্রি করে । যে দামে, C ঘড়িটি কিনল সেই দামে যদি A বিক্রি করত তবে তার শতকরা ক্ষতি হত- (WBP Constable 2013 Preli )
[a] 10%
[b] 20%
[c] 5%
[d] 1%
———————————————————————-
3. প্রশ্ন : প্রথম 15 টি বিজোড় সংখ্যার গড় কত ? (WBP Constable 2013 Preli )
[a] 18
[b] 15
[c] 20
[d] উপরের কোনটি নয়
———————————————————————-
4. প্রশ্ন : 30 জন বালিকার বয়সের গড় 13 বছর । তাদের প্রথম 18 জন বয়সের গড় 15 বছর। বাকি 12 জনের গড় – (WBP Constable 2013 Preli )
[a] 12 বছর
[b] 10 বছর
[c] 16 বছর
[d] 10.5 বছর
———————————————————————-
5. প্রশ্ন : যদি a/3 = b/5 = c/7 হয় তবে (a+b+c)/b এর মান কত ? (WBP Constable 2013 Preli )
[a] 1/5
[b] 1/3
[c] 3
[d] উপরের কোনটি নয়
———————————————————————-
6. প্রশ্ন : 2.04 টাকা দামের প্রতি কিলোগ্রাম গমের সঙ্গে প্রতি কিগ্রা 2.88 দামের গম কি অনুপাতে মেশালে প্রতি কিলোগ্রাম মিশ্রিত গমের মূল্য হবে 2.52 টাকা ? (WBP Constable 2013 Preli )
[a] 2 : 3
[b] 3 : 2
[c] 5 : 3
[d] 3 : 4
———————————————————————-
7. প্রশ্ন : A এবং B একটি ব্যবসায় 3 : 2 অনুপাতে বিনিয়োগ করে । ওরা মোট লাভের 5% দান করেন এবং A এর প্রাপ্ত অর্থের পরিমান 4275 টাকা হলে, মোট লাভের পরিমান কত ? (WBP Constable 2013 Preli )
[a] 8000
[b] 7700
[c] 7500
[d] 6500
———————————————————————-
8. প্রশ্ন : যদি দিনে 16 ঘন্টা কাজ করে 12 জন লোক সপ্তাহে 33600 টাকা রোজগার করে, তবে দৈনিক 12 ঘন্টা করে কাজ করে 18 জন লোক সপ্তাহে কত রোজগার করবে ? (WBP Constable 2013 Preli )
[a] 40,000
[b] 35000
[c] 28,800
[d] 37,800
———————————————————————-
9. প্রশ্ন : X এর 8%, Y এর 4% এর সমান হলে, X এর 20% হবে (WBP Constable 2013 Preli )
[a] Y এর 10%
[b] Y এর 15%
[c] Y এর 20%
[d] Y এর 25%
———————————————————————
10. প্রশ্ন : একটি নৌকা স্রোতের অনুকূলে 2 1/2 ঘন্টায় 60 কিমি যায় এবং ফেরার সময় ঐ একই দূরত্ব 3 3/4 ঘন্টায় আসে। স্থির জলে নৌকাটির গতিবেগ কত ? (WBP Constable 2013 Preli )
[a] 25 কিমি/ঘন্টা
[b] 15 কিমি/ঘন্টা
[c] 20 কিমি/ঘন্টা
[d] 10 কিমি/ঘন্টা
——————————————————————–
11. প্রশ্ন : টাকায় 10 টি করে আপেল বিক্রি করে, এক বিক্রেতা 40% লাভ করেন। তিনি টাকায় কতগুলি আপেল কিনেছিলেন ? (WBP Constable 2013 Preli )
[a] 14 টি
[b] 24 টি
[c] 30 টি
[d] 10 টি
——————————————————————–
12. প্রশ্ন : সরল সুদের হারে কোন মূলধন 20 বছরে 3 গুন হয় । একই সুদের হারে কত বছরে ঐ মূলধন দ্বিগুন হবে ? (WBP Constable 2013 Preli )
[a] 8 বছর
[b] 10 বছর
[c] 12 বছর
[d] 14 বছর
——————————————————————–
13. প্রশ্ন : দুটি সংখ্যার অনুপাত 3 : 4 এবং গসাগু 4 । সংখ্যা দুটির লসাগু কত ? (WBP Constable 2013 Preli )
[a] 12
[b] 16
[c] 48
[d] 24
——————————————————————–
14.প্রশ্ন : এক ব্যক্তি P থেকে Q পর্যন্ত হেঁটে যায় এবং Q থেকে P তে ট্যাক্সি করে ফিরে আসে । যাতায়াতের মোট সময় নেয় 16 ঘন্টা । কিন্তু সমগ্রপথ যদি ট্যাক্সিতে যাওয়া আসা করে তবে 4 ঘন্টা সময় কম লাগে । যদি যাওয়া আসা কেবলমাত্র হেঁটে করে তবে সময় লাগবে ? (WBP Constable 2013 Preli )
[a] 15 ঘন্টা
[b] 20 ঘন্টা
[c] 18 ঘন্টা
[d] 12 ঘন্টা
———————————————————————-
15.প্রশ্ন : দুটি ট্রেনের দৈর্ঘ্য 80 মিটার এবং 90 মিটার । ওরা যথাক্রমে 10 মিটার/সেকেন্ড এবং 7 মিটার/সেকেন্ড গতিবেগে পরস্পরের দিকে ধাবিত হলে, কত সময়ে পরস্পরকে অতিক্রম করবে ? (WBP Constable 2013 Preli )
[a] 20 সেকেন্ড
[b] 15 সেকেন্ড
[c] 17 সেকেন্ড
[d] 10 সেকেন্ড
———————————————————————-
16.প্রশ্ন : একটি শ্রেণীতে মোট ছাত্র-ছাত্রীর মধ্যে 10% ছাত্র, 1/4 অংশ ছাত্রীর সমান । ঐ শ্রেণীতে ছাত্র-ছাত্রীর অনুপাত কত ? (WBP Constable 2013 Preli )
[a] 3 : 2
[b] 5 : 2
[c] 2 : 1
[d] 4 : 3
———————————————————————-
17.প্রশ্ন : কোনো বস্তুর 20% কর বৃদ্ধি পাওয়ায় বস্তুটির ব্যবহার 20% কমে যায়, এখন কর আদায় হবে – (WBP Constable 2013 Preli )
[a] একই
[b] 4% কম
[c] 4% বেশি
[d] 8% বেশি
———————————————————————-
18.প্রশ্ন : 88 দ্বারা বিভাজ্য চার অঙ্কের বৃহত্তম সংখ্যা টি হল – (WBP Constable 2013 Preli )
[a] 9944
[b] 9678
[c] 9988
[d] 8888
———————————————————————-
19.প্রশ্ন : 1 – 2 + 3 – 4 + 5 – 6 + 7 – 8 + ….এই ক্রমানুসারে 1000 পর্যন্ত সংখ্যার মান হবে (WBP Constable 2013 Preli )
[a] – 450
[b] – 500
[c] – 550
[d] নির্নয় করা সম্ভব নয়
———————————————————————-
20.প্রশ্ন : কোনো বিক্রেতা 36 টি লেবু বিক্রি করলে 4 টি লেবুর বিক্রি দাম ক্ষতি হয় । তার শতকরা ক্ষতি কত ? (WBP Constable 2013 Preli )
[a] 10%
[b] 11 1/9 %
[c] 12 1/2 %
[d] উপরের কোনটি নয়
———————————————————————-
21.প্রশ্ন : কোনো সংখ্যাকে ক্রমান্বয়ে 4,5,6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2,3,4 ভাগশেষ থাকে । সংখ্যাটি হল – (WBP Constable 2013 Preli )
[a] 214
[b] 478
[c] 954
[d] 1908
———————————————————————-
22.প্রশ্ন : ঘন্টায় 72 কিমি বেগে 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 132 মিটার দীর্ঘ ব্রিজকে অতিক্রম করতে সময় নেবে (WBP Constable 2013 Preli )
[a] 9.8 সেকেন্ড
[b] 12.1 সেকেন্ড
[c] 12.42 সেকেন্ড
[d] 14.3 সেকেন্ড
———————————————————————-
23.প্রশ্ন : কোনো বিদ্যালয়ে বালক বালিকার অনুপাত 7 : 5 । যদি ঐ বিদ্যালয়ে মোট ছাত্র সংখ্যা 2400 হয় তবে বালিকার সংখ্যা কত ? (WBP Constable 2013 Preli )
[a] 500
[b] 200
[c] 1000
[d] 700
———————————————————————-
24.প্রশ্ন : কোনো ক্যাম্পে 95 জনের 200 দিনের রসদ ছিল । 5 দিন পরে 30 জন ক্যাম্প থেকে চলে গেল, কতদিন ঐ রসদ চলবে ? (WBP Constable 2013 Preli )
[a] 180
[b] 285 16/19
[c] 139
[d] 285
———————————————————————-
25.প্রশ্ন : নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় ? (WBP Constable 2013 Preli )
[a] 43
[b] 53
[c] 85
[d] 71
———————————————————————-