WBP কনস্টেবল ২০১৯ মেন্স তে আসা অংকের সমাধান | WBP Constable 2019 Mains Detail Math Solution
Hello বন্ধুরা,
তোমাদের সবাইকে জব গাইড এডুকেশন অনেক অনেক স্বাগত । প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স, মকটেস্ট, স্টাডি ম্যাটেরিয়াল দেওয়ার পাশাপাশি আমরা বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় আসা অঙ্কের সমাধান নিয়েও হাজির হয়েছি আজ এই পর্বের মধ্যে আমরা WBP কনস্টেবল ২০১৯ মেন্স তে আসা অংকের সমাধান ( WBP Constable 2019 Mains Detail Math Solution ) করার চেষ্টা করেছি প্রশ্ন গুলো দেখে আগে নিজে করতে পারো কিনা দেখো না পারলে নিচে দেওয়া সমাধান থেকে মিলিয়ে নাও |
রাজ্যের যেকোনো পরীক্ষা হোক বা কেন্দ্রের এই ধরনের অঙ্ক গুলি আগামী সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ |
রাজ্যের যেকোনো পরীক্ষা হোক বা কেন্দ্রের এই ধরনের অঙ্ক গুলি আগামী সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ |
1. প্রশ্ন : দুটি সংখ্যার সমষ্টি 13 এবং বিয়োগফল 3 হলে বৃহত্তম সংখ্যাটি কত ? (WBP Constable Main 2019)
[a] 8
[b] 11
[c] 6
[d] 7
———————————————————————-
2. প্রশ্ন : একজন ব্যক্তি 400 টি কমলালেবু ক্রয় করে, সমগ্র ক্রয়মূল্যে 320 টি কমলালেবু বিক্রয় করল । তার শতকরা কত লাভ হল ? (WBP Constable Main 2019)
[a] 20%
[b] 15%
[c] 30%
[d] 25%
———————————————————————-
3. প্রশ্ন : দুটি সংখ্যার লসাগু ও গসাগু 36 এবং 6 । একটি সংখ্যা 12 হলে, অন্যটি কত ? (WBP Constable Main 2019)
[a] 18
[b] 15
[c] 24
[d] 20
———————————————————————-
4. প্রশ্ন : ঘন্টায় 54 কিমি বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা অতিক্রম করে 30 সেকেন্ডে । ট্রেনটির দৈর্ঘ্য কত ? (WBP Constable Main 2019)
[a] 150 মিটার
[b] 100 মিটার
[c] 200 মিটার
[d] 180 মিটার
———————————————————————-
5. প্রশ্ন : Sin^2 A + Cos^2 A = ? (WBP Constable Main 2019)
[a] 3
[b] 4
[c] 1
[d] 2
———————————————————————-
6. প্রশ্ন : কোনো সমদ্বিবাহু ত্রিভুজের একটি সমান কোণ 30° হলে বৃহত্তম কোণটি কি ? (WBP Constable Main 2019)
[a] 120°
[b] 135°
[c] 100°
[d] 110°
———————————————————————-
7. প্রশ্ন : A ও B এর আয়ের অনুপাত 3 : 4 । তাদের খরচের অনুপাত 2 : 3 । প্রত্যেকে 200 টাকা সঞ্চয় করলে, A ও B এর আয় কত ? (WBP Constable Main 2019)
[a] 600, 800
[b] 500, 700
[c] 900, 1200
[d] 300, 400
———————————————————————-
8. প্রশ্ন : একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ এবং কিছু সংখ্যক টিয়া পাখি আছে । তার মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 290 । সেখানে কতগুলি টিয়া পাখি আছে ? (WBP Constable Main 2019)
[a] 55
[b] 45
[c] 75
[d] 65
———————————————————————-
9. প্রশ্ন : 16 টি ছেলের গড় বয়স 20 । তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে, ফলে সবার গড় বয়স 2 বছর বেড়ে যায় । নতুন মেয়ের বয়স কত ? (WBP Constable Main 2019)
[a] 52 বছর
[b] 54 বছর
[c] 14 বছর
[d] 37 বছর
———————————————————————
10. প্রশ্ন : একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা √6 হলে, ত্রিভুজের ক্ষেত্রফল কত ? (WBP Constable Main 2019)
[a] 2√3
[b] √3
[c] 6
[d] 5
——————————————————————–
11. প্রশ্ন : (1 + 1/2)(1 + 1/3)(1 + 1/4)……(1 + 1/88) = ? (WBP Constable Main 2019)
[a] 44.5
[b] 45
[c] 82/89
[d] 44
——————————————————————–
12. প্রশ্ন : 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে । তাহলে এই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের শতাংশ হবে 25% ? (WBP Constable Main 2019)
[a] 4 লিটার
[b] 2 লিটার
[c] 8 লিটার
[d] 6 লিটার
——————————————————————–
13. প্রশ্ন : বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে একটি নিৰ্দিষ্ট পরিমান অর্থ দ্বিগুন হবে ? (WBP Constable Main 2019)
[a] 7 বছর 6 মাস
[b] 6 বছর 9 মাস
[c] 8 বছর 6 মাস
[d] 8 বছর 4 মাস
——————————————————————–
14.প্রশ্ন : 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা । 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে ? (WBP Constable Main 2019)
[a] 1560 টাকা
[b] 1458 টাকা
[c] 1700 টাকা
[d] 1638 টাকা
———————————————————————-
15.প্রশ্ন : কোন সংখ্যা হতে তার 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হবে ? (WBP Constable Main 2019)
[a] 500
[b] 400
[c] 200
[d] 100
——————————————————————–
16. প্রশ্ন : A ও B এর বর্তমান বয়সের সমষ্টি 55 বছর । 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4 : 3 । A ও B এর বর্তমান বয়স কত ? (WBP Constable Main 2019)
[a] 40, 25
[b] 24, 31
[c] 32, 23
[d] 25, 30
——————————————————————–
17. প্রশ্ন : √(5 + √(11 + √(19 + √(29 + √49)))) = ? (WBP Constable Main 2019)
[a] 2
[b] 1
[c] 6
[d] 3
——————————————————————–
18. প্রশ্ন : সুরেশের বয়স কিরনের দ্বিগুন । তাদের বয়সের সমষ্টি 24 বছর । সুরেশের বয়স কত ? (WBP Constable Main 2019)
[a] 16
[b] 14
[c] 24
[d] 20
——————————————————————–
19. প্রশ্ন : দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য 7 সেমি এবং ক্ষেত্রফলের পার্থক্য 1078 বর্গসেমি হলে ছোট বৃত্তটির ব্যাসার্ধ কত ? (WBP Constable Main 2019)
[a] 20.5 সেমি
[b] 21 সেমি
[c] 16 সেমি
[d] 18 সেমি
——————————————————————–
20. প্রশ্ন : যদি a + b = 5 ও a – b = 3 হয় তবে ab = ? (WBP Constable Main 2019)
[a] 2
[b] 1
[c] 8
[d] 4
——————————————————————–