WBP কনস্টেবল ২০১৮ মেন্স তে আসা অংকের সমাধান | WBP Constable 2018 Mains Detail Math Solution
Hello বন্ধুরা,
তোমাদের সবাইকে জব গাইড এডুকেশন অনেক অনেক স্বাগত । প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স, মকটেস্ট, স্টাডি ম্যাটেরিয়াল দেওয়ার পাশাপাশি আমরা বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় আসা অঙ্কের সমাধান নিয়েও হাজির হয়েছি আজ এই পর্বের মধ্যে আমরা WBP কনস্টেবল ২০১৮ মেন্স তে আসা অংকের সমাধান ( WBP Constable 2018 Mains Detail Math Solution ) করার চেষ্টা করেছি প্রশ্ন গুলো দেখে আগে নিজে করতে পারো কিনা দেখো না পারলে নিচে দেওয়া সমাধান থেকে মিলিয়ে নাও |
রাজ্যের যেকোনো পরীক্ষা হোক বা কেন্দ্রের এই ধরনের অঙ্ক গুলি আগামী সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ |
রাজ্যের যেকোনো পরীক্ষা হোক বা কেন্দ্রের এই ধরনের অঙ্ক গুলি আগামী সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ |
1. প্রশ্ন : কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16 এবং 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 7 অবশিষ্ট থাকবে ? (WBP Constable Main 2018)
[a] 151
[b] 137
[c] 165
[d] 135
———————————————————————-
2. প্রশ্ন : 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারে 540 টাকার 8 বছরের সুদের সমান হবে ? (WBP Constable Main 2018)
[a] 3 বছর
[b] 4 বছর
[c] 5 বছর
[d] 6 বছর
———————————————————————-
3. প্রশ্ন : মান নির্ণয় করো : (WBP Constable Main 2018)
(1/2 + 1/3)÷(1/4 – 1/6)-[8-{5 1/3 -(3- 2 1/2)}]
[a] 5 5/6
[b] 7 1/6
[c] 6 5/6
[d] 6 1/6
———————————————————————-
4. প্রশ্ন : দুটি সংখ্যার গুনফল 4032 এবং তাদের গসাগু (HCF) হল 12, সংখ্যাদুটির লসাগু (LCM) কত ? (WBP Constable Main 2018)
[a] 336
[b] 363
[c] 301
[d] 331
———————————————————————-
5. প্রশ্ন : কোনো স্থানে 5 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল এবং সেদিকে একটি ট্রেন অগ্রসর হচ্ছিল । ওই ট্রেনের কোনো যাত্রী 4 মিনিট 49 সেকেন্ড অন্তর পরপর দুটি তোপধ্বনি শুনল । শব্দের গতি সেকেন্ডে 1156 ফুট হলে, ট্রেনটির গতিবেগ কত ? (WBP Constable Main 2018)
[a] 30 ফুট/সেকেন্ড
[b] 40 ফুট/সেকেন্ড
[c] 44 ফুট/সেকেন্ড
[d] 64 ফুট/সেকেন্ড
———————————————————————-
6. প্রশ্ন : কোনো টাকার 12% হল 63 টাকা । ওই টাকার 40% কত টাকা হবে ? (WBP Constable Main 2018)
[a] 230 টাকা
[b] 210 টাকা
[c] 200 টাকা
[d] 190 টাকা
———————————————————————-
7. প্রশ্ন : এক ব্যক্তি দুগ্ধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করল । যদি ওই মিশ্রিত দুগ্ধ ক্রয়মূল্যের দরে বিক্রয় করে তার 20% লাভ হয়, তবে প্রতি লিটার মিশ্রিত দুগ্ধে কত জল ছিল ? (WBP Constable Main 2018)
[a] 1/8 লিটার
[b] 1/6 লিটার
[c] 1/5 লিটার
[d] 1/10 লিটার
———————————————————————-
8. প্রশ্ন : একটি গোরু ও ঘোড়ার মূল্য 2400 টাকা । ঘোড়ার মূল্য 30% এবং গোরুর মূল্য 40% বাড়লে উভয়ের মোট মূল্য হয় 3200 টাকা । ঘোড়ার মূল্য গোরুর মূল্যের কতগুন ? (WBP Constable Main 2018)
[a] 2 গুন
[b] 3 গুন
[c] সমান
[d] অনির্ণেয়
———————————————————————-
9. প্রশ্ন : একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে ও প্রস্থ 15% কমলে তার ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন হবে ? (WBP Constable Main 2018)
[a] 3/4% হ্রাস
[b] 2 1/4% হ্রাস
[c] 2/5% বৃদ্ধি
[d] কোনো পরিবর্তন হবে না
———————————————————————
10. প্রশ্ন : কোনো রান্নাঘরে একটি ঘড়ি যতক্ষন সেখানে আগুন জ্বলে ততক্ষণ ঘন্টায় 8.5 সেকেন্ড মন্দ (slow) চলে এবং যতক্ষন আগুন জ্বলে না ততক্ষণ ঘন্টায় 5.1 সেকেন্ড দ্রুত চলে । মোটের উপর 48 ঘন্টা ঘড়িটিতে সঠিক দেখা যায় । 48 ঘন্টায় কতক্ষন আগুন জ্বলে ? (WBP Constable Main 2018)
[a] 16 ঘন্টা
[b] 18 ঘন্টা
[c] 20 ঘন্টা
[d] 22 ঘন্টা
——————————————————————–
11. প্রশ্ন : বড় থেকে ছোটো সাজাও : 31/50, √(.49), .629, (0.8)^2 (WBP Constable Main 2018)
[a] 31/50, √(.49), .629, (0.8)^2
[b] √(.49), √(0.8)^2, .629, 31/50
[c] (0.8)^2, .629, 31/50, √(.49)
[d] .629, 31/50, √(0.49), (0.8)^2
——————————————————————–
12. প্রশ্ন : মান নির্ণয় করো : (WBP Constable Main 2018)
3 – 11/(5 + 1/(5 – 1/(1+ 1/4)))
[a] 2/5
[b] 9/10
[c] 3/4
[d] 7/8
——————————————————————–
13. প্রশ্ন : একটি জিনিস বিক্রয়মূল্যের 10% তার ক্রয়মূল্যের 12% এর সমান এবং বিক্রয়মূল্যের 16% ক্রয়মূল্যের 18% -এর থেকে 6 টাকা বেশি হলে জিনিসটির বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য কত ? (WBP Constable Main 2018)
[a] 600 টাকা, 500 টাকা
[b] 400 টাকা, 300 টাকা
[c] 700 টাকা, 600 টাকা
[d] 800 টাকা, 700 টাকা
——————————————————————–
14.প্রশ্ন : A : B = 2 : 3, B : C = 4 : 5, C : D = 6 : 7 হলে A : D = ? (WBP Constable Main 2018)
[a] 18 : 15
[b] 16 : 35
[c] 16 : 15
[d] 18 : 35
———————————————————————-
15.প্রশ্ন : পাঁচটি ঘন্টা 3,5,7,8 এবং 10 সেকেন্ড অন্তর বাজে । তারা প্রথমে একসঙ্গে বাজবার কতক্ষণ পরে পুনরায় একসঙ্গে বাজবে ? (WBP Constable Main 2018)
[a] 12 মিনিট
[b] 14 মিনিট
[c] 16 মিনিট
[d] 18 মিনিট
——————————————————————–
16. প্রশ্ন : 49 ও কোনো রাশির অনুপাত, সেই রাশি ও 81-র অনুপাতের সমান হলে, ওই রাশিটি কত ? (WBP Constable Main 2018)
[a] 3969
[b] 63
[c] অনির্ণেয়
[d] 3963
——————————————————————–
17. প্রশ্ন : কোনো স্থানে পৌঁছাতে কোনো ব্যক্তি ঘন্টায় 4 কিমি গেলে 10 মিনিট বিলম্বে পৌঁছান । আবার 5 কিমি বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছান । তাঁকে কতদূর যেতে হবে ? (WBP Constable Main 2018)
[a] 5 কিমি
[b] 10 কিমি
[c] 12 কিমি
[d] 8 কিমি
——————————————————————–
18. প্রশ্ন : একটি ক্রিকেট খেলোয়াড় সপ্তদশতম বারের খেলায় 85 রান করলে তার রানের গড় পূর্বের 16 বারের রানের গড় অপেক্ষা 3 বাড়ল । 17 বার খেলার পর তার রানের গড় কি হল ? (WBP Constable Main 2018)
[a] 39
[b] 37
[c] 33
[d] 31
——————————————————————–
19. প্রশ্ন : A ও B দুজনে মিলে একটি কাজ 15 দিনে করতে পারে । A একা সেই কাজটি 18 দিনে করতে পারে । B একা সেই কাজটি কতদিনে করতে পারবে ? (WBP Constable Main 2018)
[a] 90 দিন
[b] 70 দিন
[c] 100 দিন
[d] 85 দিন
——————————————————————–
20. প্রশ্ন : A 1800 টাকা কিছুদিনের জন্য এবং B 1000 টাকা 9 মাসের জন্য কোনো ব্যবসায় খাটাল । A ও B এর লাভ সমান হলে A-র টাকা কতদিন ব্যবসায় নিযুক্ত ছিল ? (WBP Constable Main 2018)
[a] 5 মাস
[b] 6 মাস
[c] 7 মাস
[d] 8 মাস
——————————————————————–