Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭০৪
✮ 1. যেকোনো তড়িদাহিত বস্তুকে পৃথিবীর সঙ্গে যুক্ত করলে বস্তুর বিভব কত হয় ?
Ans : শূন্য হয়
✮ 2. সমান্তরাল সমবায়ে তুল্যাঙ্ক রোধ ______ রোধের চেয়ে কম হয় ?
Ans : সর্বনিম্ন
✮ 3. ফিউজ তার বৈদ্যুতিক লাইনে লাইভ তারের সঙ্গে _______ সমবায়ে যোগ করা থাকে ?
Ans : শ্রেণি সমবায়ে
✮ 4. এক কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন যন্ত্র একঘন্টা চললে যে তড়িৎশক্তি ব্যয় হয় তাকে কি বলে ?
Ans : 1 কিলোওয়াট . ঘন্টা
✮ 5. CFL এর পুরো কথা কি ?
Ans : Compact Fluorescent Lamp
✮ 6. তড়িৎবর্তনীর প্রতিটি অংশে একই তড়িৎপ্রবাহ পাওয়া যায়, একে _____ বলে ?
Ans : তড়িৎপ্রবাহের সুষমতা
✮ 7. _______ হল একধরণের ডিজিট্যাল বর্তনী যার এক বা একাধিক ইনপুট ভোল্টেজ থাকে, কিন্তু একটিমাত্র আউটপুট ভোল্টেজ থাকে ?
Ans : গেট
✮ 8. ইউরেনিয়াম তেজস্ক্রিয় পদার্থ টি আবিষ্কার করেন ?
Ans : অরি বেকারেল
✮ 9. থোরিয়াম তেজস্ক্রিয় পদার্থ টি আবিষ্কার করেন ?
Ans : মাদাম মেরি কুরি
✮ 10. নিউট্রন-প্রোটন অনুপাত কত হলে পরমাণুর নিউক্লিয়াস সুস্থিত হয় ?
Ans : 1 হলে