Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭২০
⧉ 1. জীবের ভ্রূণের গঠন ও তার পূর্ণ বিকাশ সম্পর্কিত আলোচনা কে বলা হয় ?
Ans : Embryology
⧉ 2. ভাষার বিবর্তন-সংক্রান্ত গবেষণা কে কি বলা হয় ?
Ans : Glottochronology
⧉ 3. রক্ত বিষয়ক বিজ্ঞান চর্চা কে কি বলা হয় ?
Ans : Haematology
⧉ 4. ফ্লুইডের বল, শক্তি এবং চাপ সংক্রান্ত চর্চা কে কি বলা হয় ?
Ans : Hydrodynamics
⧉ 5. চাপানালা হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
Ans : অসম
⧉ 6. কানওয়ার হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
Ans : বিহার
⧉ 7. কাঞ্জিয়া হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
Ans : ওড়িশা
⧉ 8. পুস্কর মেলা কোন রাজ্যে পালিত হয় ?
Ans : রাজস্থান ও উত্তরপ্রদেশ
⧉ 9. করচি পূজা কোন রাজ্যে পালিত হয় ?
Ans : ত্রিপুরা
⧉ 10. উগাদি উৎসব কোন রাজ্যে পালিত হয় ?
Ans : কর্ণাটক