পশ্চিমবঙ্গ প্রাইমারী টেট ২০১৭ পরীক্ষায় আসা সমস্ত অংকের সমাধান | West Bengal Primary TET 2017 Detail Math Solution
Hello বন্ধুরা,
তোমাদের সবাইকে জব গাইড এডুকেশন অনেক অনেক স্বাগত । প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স, মকটেস্ট, স্টাডি ম্যাটেরিয়াল দেওয়ার পাশাপাশি আমরা বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় আসা অঙ্কের সমাধান নিয়েও হাজির হয়েছি আজ এই পর্বের মধ্যে আমরা পশ্চিমবঙ্গ প্রাইমারী টেট ২০১৭ পরীক্ষায় আসা সমস্ত অংকের সমাধান ( West Bengal Primary TET 2017 Detail Math Solution ) করার চেষ্টা করেছি প্রশ্ন গুলো দেখে আগে নিজে করতে পারো কিনা দেখো না পারলে নিচে দেওয়া সমাধান থেকে মিলিয়ে নাও ।
রাজ্যের যেকোনো পরীক্ষা হোক বা কেন্দ্রের এই ধরনের অঙ্ক গুলি আগামী সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ।
রাজ্যের যেকোনো পরীক্ষা হোক বা কেন্দ্রের এই ধরনের অঙ্ক গুলি আগামী সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ।
1.প্রশ্ন : সরল করো : (প্রাইমারী TET – 2017)
[a] 0
[b] 81/100
[c] 1
[d] 2
———————————————————————
2.প্রশ্ন : ABC ত্রিভুজের AB=AC=20 সেমি । কোণ BAC = 30° । ত্রিভুজটির ক্ষেত্রফল কত ? (প্রাইমারী TET – 2017)
[a] 200 বর্গসেমি
[b] 150 বর্গসেমি
[c] 100 বর্গসেমি
[d] 50 বর্গসেমি
———————————————————————
———————————————————————
4.প্রশ্ন : তিনটি ভিন্ন সংখ্যার মধ্যে দুটি করে নিয়ে গুন করলে গুনফল যথাক্রমে 42, 84 ও 72 হয় । সংখ্যা তিনটির লসাগু কত ? (প্রাইমারী TET – 2017)
[a] 84
[b] 724
[c] 420
[d] 504
———————————————————————
———————————————————————
6.প্রশ্ন : 2 জন পূর্ণ বয়স্ক ব্যক্তি ও 3 জন বালক কোনো একটি কাজের 3/4 অংশ 6 দিনে সম্পন্ন করে; 3 জন পূর্ণ বয়স্ক ব্যক্তি ও 5 জন বালক ওই কাজের 19/24 অংশ 4 দিনে সম্পন্ন করে; একজন বালক কত সময়ে ওই কাজটি সম্পন্ন করবে ? (প্রাইমারী TET – 2017)
[a] 12 দিনে
[b] 24 দিনে
[c] 36 দিনে
[d] 48 দিনে
———————————————————————
7. প্রশ্ন : সরল করো : (প্রাইমারী TET – 2017)
———————————————————————
8.প্রশ্ন : একটি সহশিক্ষামূলক বিদ্যালয়ের একটি শ্রেণীতে দুটি বিভাগ A ও B – প্রতিটিতে ছাত্রছাত্রী সংখ্যা 35 । যদি A বিভাগের 7 জন ছাত্রী, B বিভাগে যায় তবে A ও B বিভাগের ছাত্রী সংখ্যা অদল বদল হয় । আবার যদি B বিভাগের 4 জন ছাত্রী A বিভাগে যায়, তাহলে A বিভাগের ছাত্রীসংখ্যা B বিভাগের মূল ছাত্রীসংখ্যার দ্বিগুন হয় । যথাক্রমে A ও B বিভাগের ছাত্রসংখ্যা হল – (প্রাইমারী TET – 2017)
[a] 18, 11
[b] 24, 17
[c] 17, 24
[d] 18, 27
——————————————————————–
9.প্রশ্ন : O কেন্দ্রীয় বৃত্তে AB ও CD জ্যা দুটি X বিন্দুতে ছেদ করেছে । তাহলে পাবো : (প্রাইমারী TET – 2017)
[a] AX.XB=CX.XD
[b] AX.XD=CX.XB
[c] AB.CD=AX.XD
[d] CX.XB=AB.CD
———————————————————————
10.প্রশ্ন : ‘A’ একটি পরীক্ষায় সকল প্রশ্নের উত্তর দিয়ে 32 নম্বর পেয়েছে । প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর পেয়েছে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 2 নম্বর বাদ দেওয়া হয়েছে । যদি প্রতিটি ঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর বাদ দেওয়া হয় তবে ‘A’ এর প্রাপ্ত নম্বর হয় 28 । পরীক্ষায় মোট প্রশ্নের সংখ্যা কত ? (প্রাইমারী TET – 2017)
[a] 14
[b] 10
[c] 16
[d] 12
——————————————————————–
——————————————————————–
12.প্রশ্ন : 1213 এবং 1231 দুটি সংখ্যা । (প্রাইমারী TET – 2017)
[a] সংখ্যা দুটির প্রথমটি মৌলিক এবং পরের টি যৌগিক
[b] সংখ্যা দুটির প্রথমটি যৌগিক এবং পরেরটি মৌলিক
[c] সংখ্যা দুটিই যৌগিক
[d] সংখ্যা দুটিই মৌলিক
——————————————————————–
13.প্রশ্ন : ABC ত্রিভুজের AP, BC বাহুর উপর লম্ব । BQ, CA এর উপর লম্ব । CR, AB এর উপর লম্ব । AP, BQ ও CR পরস্পর O বিন্দুতে ছেদ করেছে । কোণ BAC = 40° হলে কোণ BOC = কত ? (প্রাইমারী TET – 2017)
[a] 80°
[b] 140°
[c] 110°
[d] 40°
——————————————————————–
14.প্রশ্ন : সরল করো : (প্রাইমারী TET – 2017)
[b] 1633/98420
[c] 1647/98320
[d] 1633/98320
——————————————————————–
15.প্রশ্ন : মান নির্ণয় : (প্রাইমারী TET – 2017)
[b] 111111.11111
[c] 111101.01111
[d] 101111.01101
——————————————————————–
16.প্রশ্ন : মান নির্ণয় : (প্রাইমারী TET – 2017)
[b] 1×10000+3×100+3×10+1
[c] 1×1000+1×100+3×10+1
[d] 1×1000+3×10+3×100+1
———————————————————————
17.প্রশ্ন : 101001.01011 = ? (প্রাইমারী TET – 2017)
[a] 100000+1000+1+1/100000 +1/10000 + 1/100
[b] 100000+1000+1+ 1/100000+1/1000+1/100
[c] 1/100000+1/10000+1/100+1+1000+100000
[d] 1/100000+1/1000+1/100+1+1000+100000
———————————————————————
18.প্রশ্ন : একজন ঝাড়ুদার এই চুক্তিতে নিযুক্ত হল যে, যে দিন সে কাজ করবে সে দিনের মজুরি 50 টাকা করে পাবে । কিন্তু যেদিন সে অনুপস্থিত থাকবে সে দিন মজুরি তো পাবেই না বরং 10 টাকা করে জরিমানা দিতে হবে । 30 দিন পর সে 1140 টাকা পেল । সে কতদিন অনুপস্থিত ছিল ? (প্রাইমারী TET – 2017)
[a] 9 দিন
[b] 5 দিন
[c] 4 দিন
[d] 6 দিন
———————————————————————
19.প্রশ্ন : X ও Y এর দূরত্ব 270 কিমি । সকাল 9 টায় A, X থেকে Y এর দিকে এবং B, Y থেকে X এর দিকে যেতে শুরু করে । যদি A এবং B এর গতিবেগ যথাক্রমে ঘন্টায় 50 কিমি এবং ঘন্টায় 40 কিমি হয়, তবে কখন তাদের সাক্ষাৎ হবে ? (প্রাইমারী TET – 2017)
[a] সকাল 11 টা
[b] দুপুর 12 টা
[c] দুপুর 1 টা
[d] দুপুর 2 টা
———————————————————————
20. প্রশ্ন : সরল করো : (প্রাইমারী TET – 2017)
[a] 0.099
[b] 0.088
[c] 0.99
[d] 0.88
( প্রশ্নে শেষ রাশির আগে + ছিল, যেটি ভুল, একমাত্র ÷ চিহ্ন হলেই মিলবে – তাই সঠিক করে সমাধান করা হলো )
———————————————————————
21.প্রশ্ন : মান নির্ণয় : (প্রাইমারী TET – 2017)
———————————————————————
22. প্রশ্ন : ‘A’, ‘B’ ও ‘C’ একাকী একটি কাজ যথাক্রমে 20 দিন, 24 দিন ও 30 দিনে শেষ করতে পারে । তারা কাজটি 5400 টাকায় করতে সম্মত হল এবং তারা একসঙ্গে কাজটি শুরু করল । কিন্তু কাজ শেষ হওয়ার 2 দিন আগে ‘B’ এবং কাজটি শেষ হওয়ার 5 দিন আগে ‘C’ কাজ ছেড়ে চলে গেল । বাকি কাজ ‘A’ শেষ করল । তাহলে কাজটি করার জন্য ‘A’ কত টাকা পাবে ? (প্রাইমারী TET – 2017)
[a] 2700 টাকা
[b] 5400 টাকা
[c] 1600 টাকা
[d] 3600 টাকা
———————————————————————
23.প্রশ্ন : একজন লোক সকাল 6 টায়, A স্থান থেকে B স্থানের উদ্দেশ্যে রওনা হয়ে সকাল 10 টায় B তে পৌছালো । অন্য এক ব্যক্তি সকাল 8 টায় B স্থান থেকে A স্থানের উদ্দেশ্যে রওনা হয়ে সকাল 11 টা 30 মিনিটে A স্থানে পৌঁছায় । তাদের কখন সাক্ষাৎ হবে ? (প্রাইমারী TET – 2017)
[a] সকাল 7 টা 45 মি
[b] সকাল 8 টা 26 মি
[c] সকাল 8 টা 56 মি
[d] সকাল 8 টা 40 মি
——————————————————————-
24.প্রশ্ন : একটি কাজ ‘A’, 12 দিনে এবং ‘B’, 18 দিনে শেষ করতে পারে । তাঁরা একত্রে কাজটি শুরু করে, কিন্তু কাজটি শেষ হওয়ার 3 দিন আগে ‘A’ কাজ ছেড়ে চলে যায় । বাকি কাজটি ‘B’ শেষ করে । সমস্ত কাজটি শেষ হতে কত দিন লাগবে ? (প্রাইমারী TET – 2017)
[a] 8
[b] 9
[c] 6
[d] 3
———————————————————————
25.প্রশ্ন : নীচের সংখ্যামালাদের যোগফল কত ? (প্রাইমারী TET – 2017)
——————————————————————–
26.প্রশ্ন : 7*82, 83*9, 147* সংখ্যাগুলি 9 দ্বারা বিভাজ্য হলে * চিহ্নিত স্থানগুলি যথাক্রমে হবে – (প্রাইমারী TET – 2017)
[a] 2, 3, 5
[b] 4, 2, 8
[c] 0, 9, 2
[d] 1, 7, 6
——————————————————————–
27.প্রশ্ন : 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 87, 89, 97 এখানে 26 টি সংখ্যার (প্রাইমারী TET – 2017)
[a] সবকটিই মৌলিক
[b] একটি বাদে সবকটিই মৌলিক
[c] দুটি বাদে সবকটিই মৌলিক
[d] তিনটি বাদে সবকটিই মৌলিক
——————————————————————–
28.প্রশ্ন : একটি আয়তক্ষেত্রের ও বর্গক্ষেত্রের প্রত্যেকটির পরিসীমা 80 সেমি । বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 100 বর্গসেমি । আয়তক্ষেত্রের বাহুগুলির দৈর্ঘ্য হয় – (প্রাইমারী TET – 2017)
[a] 35 সেমি, 5 সেমি
[b] 32 সেমি, 8 সেমি
[c] 30 সেমি, 10 সেমি
[d] 28 সেমি, 12 সেমি
——————————————————————–
——————————————————————–
30.প্রশ্ন : (7.001-1)(7.001+3)(7.001-2)(7.001-6)+96 = (প্রাইমারী TET – 2017)
[a] (7.001-5)(7.001+2){(7.001)² + 3×7.001+6}
[b] (7.001-5)(7.001+2){(7.001)² – 3×7.001-6}
[c] (7.001+5)(7.001+2){(7.001)² – 3×7.001-6}
[d] (7.001-5)(7.001-2){(7.001)² – 3×7.001-6}
——————————————————————–