Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭২৪

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭২৪



■ 1. চুনাপাথর পরিবর্তিত হয়ে কোন শিলায় পরিণত হয়েছে ? 
Ans : মার্বেল

■ 2. বালিপাথর পরিবর্তিত হয়ে কোন শিলায় পরিণত হয়েছে ? 
Ans : কোয়ার্যাইট

■ 3. হিমালয় পর্বতমালা কোন ধরণের পর্বত ? 
Ans : নবিন ভঙ্গিল পর্বত 

■ 4. ভারতের আরাবল্লী কোন ধরণের পর্বতমালা ? 
Ans : প্রাচীন ভঙ্গিল পর্বত 

■ 5. সমচাপ অঞ্চলে স্থিত বিন্দুগুলিকে সংযোজন করলে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে বলে ? 
Ans : আইসোবার

■ 6. ফ্যারেলের সূত্র টি কোন বলের উপর প্রতিষ্ঠিত ? 
Ans : কোরিওলিস 

■ 7. স্লিং সাইক্রোমিটারের সাহায্যে কি পরিমাপ করা যায় ? 
Ans : আদ্রতা

■ 8. বিওয়ার চাষ পদ্ধতি ভারতের কোন রাজ্যে দেখা যায় ? 
Ans : মধ্যপ্রদেশ 

■ 9. তুলো গবেষণা কেন্দ্র ভারতের কোথায় অবস্থিত ? 
Ans : নাগপুর 

■ 10. পাট গবেষণা কেন্দ্র ভারতের কোথায় অবস্থিত ? 
Ans : ব্যারাকপুর





Leave a comment