Math Practice MCQ Set – 46 | পুলিশ/WBCS/রেল/TET ও অন্যান্য পরীক্ষার জন্য ম্যাথ প্র্যাকটিস সেট পর্ব – ৪৬
Hello বন্ধুরা,
তোমাদের সবাইকে জব গাইড এডুকেশন অনেক অনেক স্বাগত । সামনেই WBCS,পশ্চিমবঙ্গ পুলিশ এবং রেলের নানা পরীক্ষা আগত আর তার জন্যই তোমাদের জন্য নিয়ে এসেছি বিগত বছরের প্রশ্ন এবং অন্যান্য প্রশ্নও দিয়ে তৈরী Math Practice Set পর্ব – ৪৬ । এই সেটের মধ্যে আমরা আগামী পরীক্ষা গুলির জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান নিয়ে চলে এসেছি ।
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (15 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :-
1.প্রশ্ন : একটি নিৰ্দিষ্ট মূল্যের টাকা সরল সুদে 5 বছরে তিনগুন হলে, সুদের হার কত ?
[a] 50%
[b] 10%
[c] 20%
[d] 40%
———————————————————————-
2.প্রশ্ন : অমিত 8000 টাকা শতকরা যত সরল সুদের হার ঠিক মত বছরের জন্য ধার নেয় । যদি তাকে সুদ বাবদ 2000 টাকা দিতে হয় তবে সুদের হার কত ?
[a] 7%
[b] 8%
[c] 5%
[d] 6%
———————————————————————-
3.প্রশ্ন : এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11 টি আপেল কিনে 11 টাকায় 10 টি আপেল বিক্রয় করলেন । তার কত লাভ বা ক্ষতি হল ?
[a] 20% ক্ষতি
[b] 21% ক্ষতি
[c] 20% লাভ
[d] 21% লাভ
———————————————————————-
4.প্রশ্ন : একজন বিক্রেতা একটি পণ্য 20% লোকসানে বিক্রি করল । যদি সে পণ্যটি 200 টাকা বেশি দামে বিক্রি করত, তার 5% লাভ হত । পণ্যটির ক্রয়মূল্য কত ?
[a] 600 টাকা
[b] 800 টাকা
[c] 1000 টাকা
[d] 1200 টাকা
———————————————————————-
5. প্রশ্ন : x*y = (x^2 – y^2)/(x + y) হলে 5*3 এর মান কত ?
[a] 14/3
[b] 2
[c] 4
[d] 3
———————————————————————-
6.প্রশ্ন : x > 0 এবং 2^(x^2 – 5)=16 হলে x এর মান কত ?
[a] 3
[b] 0
[c] -3
[d] 4
———————————————————————-
7. প্রশ্ন : 2000 টাকার 6% হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত ?
[a] 7 টাকা
[b] 7.20 টাকা
[c] 7.30 টাকা
[d] 7.10 টাকা
———————————————————————-
8.প্রশ্ন : কোন ব্যবসায় A 600 টাকা ও B 4 মাসের জন্য 900 টাকা খাটল । যদি লভ্যাংশের 5/11 অংশ A এর প্রাপ্য হয় তবে A এর টাকা কত সময়ের জন্য খাটানো হয়েছিল ?
[a] 5 মাস
[b] 6 মাস
[c] 8 মাস
[d] 9 মাস
———————————————————————-
9.প্রশ্ন : A, B ও C একটি কাজ করে 30, 35 ও 40 দিনে । তারা একসঙ্গে কাজ করে মোট 7300 টাকা পেলে, A, B এর থেকে কত টাকা বেশি পাবে ?
[a] 200 টাকা
[b] 400 টাকা
[c] 500 টাকা
[d] 600 টাকা
———————————————————————
10.প্রশ্ন : A এর অর্ধেক B এর দুই-তৃতীয়াংশ এবং C এর তিন-চতুর্থাংশ এর সমান তবে A : B : C = ?
[a] 12 : 9 : 8
[b] 10 : 9 : 8
[c] 15 : 9 : 8
[d] 9 : 10 : 8
——————————————————————–
11.প্রশ্ন : A ও B এর মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত যথাক্রমে 5 : 6 ও 3 : 4 । যদি তারা মাসে যথাক্রমে 1800 টাকা এবং 1600 টাকা সঞ্চয় করে, তবে B এর মাসিক আয় কত ?
[a] 3400 টাকা
[b] 2700 টাকা
[c] 1720 টাকা
[d] 7200 টাকা
——————————————————————–
12.প্রশ্ন : তিনটি ক্লাসের ছাত্রসংখ্যার অনুপাত 2 : 3 : 5 । যদি প্রতি ক্লাসে 20 জন ছাত্র-বৃদ্ধি পায় তবে নতুন অনুপাত হয় 4 : 5 : 7 তবে মোট ছাত্রসংখ্যা কত ছিল ?
[a] 10
[b] 90
[c] 100
[d] 200
——————————————————————–
13.প্রশ্ন : কিছু গরু ও পায়রার মধ্যে পায়ের সংখ্যা মাথার দ্বিগুণের থেকে 12 বেশি তবে গরুর সংখ্যা কত ?
[a] 4
[b] 5
[c] 7
[d] 6
——————————————————————–
14.প্রশ্ন : 6 টি সংখ্যার গড় 15 । প্রতিটির সাথে 3 যোগ করা হলে, নতুন সংখ্যাগুলির গড় কত হবে ?
[a] 17
[b] 20
[c] 16
[d] 18
——————————————————————–
15.প্রশ্ন : এক ব্যক্তি 40% পথ 10 কিমি/ঘন্টা বেগে, 15% পথ 20 কিমি/ঘন্টা বেগে এবং বাকি অংশ 30 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করেন । সমগ্র পথের গড় গতিবেগ কত ?
[a] 14 কিমি/ঘ:
[b] 13 কিমি/ঘ:
[c] 12 কিমি/ঘ:
[d] 16 কিমি/ঘ:
——————————————————————–