Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৪৩

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৪৩


Bengali GK Guide



◒ 1. সদ্যজাত শিশুর শরীরে কত গুলো হাড় থাকে ? 
Ans : 300 

◒ 2. পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রন করে কে ? 
Ans : হাইপোথালামাস

◒ 3. ভূপৃষ্ঠের মুক্তি বেগের মান কত ? 
Ans : 11.2 km/s

◒ 4. 1 অ্যাটমোস্ফিয়ার চাপ কত টর চাপের সমান ? 
Ans : 760

◒ 5. দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্রটির নাম কি ? 
Ans : ল্যাকটোমিটার

◒ 6. SI পদ্ধতিতে পৃষ্ঠটানের একক কি ? 
Ans : জুল/মিটার^2

◒ 7. যদি জলের উপর কেরোসিন ছড়ানো হয় তবে পৃষ্ঠটানের কি পরিবর্তন ঘটে ? 
Ans : কমবে

◒ 8. গামা রশ্মি কে আবিষ্কার করেন ? 
Ans : হেনরি বেকারেল

◒ 9. চাপ বাড়ালে শব্দের গতিবেগ এর কি পরিবর্তন ঘটে ? 
Ans : কোনো পরিবর্তন হয় না

◒ 10. ম্যাক নাম্বার যদি 1 এর বেশি হয় তবে সেই বেগকে বলা হয় ? 
Ans : সুপারসনিক বেগ







Leave a comment