Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৪৯
⬕ 1. উদ্ভিদ নাইট্রোজেন শোষণ করে মাটি থেকে মূল দ্বারা নাইট্রেট ও _____ লবণ শোষণের মাধ্যমে ?
Ans : অ্যামোনিয়াম
⬕ 2. শ্বেতচন্দন, ভিসকাম – এদের শরীরে কোন প্রকৃতির পুষ্টি দেখা যায় ?
Ans : আংশিক পরজীবী
⬕ 3. কোন ভিটামিনের সিউডোভিটামিন হলো মিথাইলকোবালামিন ?
Ans : ভিটামিন B12
⬕ 4. অ্যান্টি হেমারেজিক ফ্যাক্টর যুক্ত ভিটামিন বলা হয় নিম্নের কোনটি কে ?
Ans : ভিটামিন – K
⬕ 5. উদ্ভিদের রসের উৎস্রোতের জন্য দায়ী কলা হলো ?
Ans : জাইলেম কলা
⬕ 6. কোন স্থান কে রক্তকণিকার ধ্বংস স্থান বলা হয় ?
Ans : যকৃৎ ও প্লীহা
⬕ 7. অ্যামিবার শরীরে কোন প্রকৃতির পরিপাক দেখা যায় ?
Ans : অন্ত:কোশীয়
⬕ 8. প্রাণীদেহে পটাশিয়ামের অভাবজনিত লক্ষণ গুলি হলো ?
Ans : স্নায়ুদৌবল্য, অনিয়মিত হৃদস্পন্দন
⬕ 9. কোন অঙ্গে মানবদেহে ইউরিয়া উৎপন্ন হয় ?
Ans : যকৃতে
⬕ 10. পিত্তে থাকা পিত্তরঞ্জক গুলি হলো ?
Ans : বিলিরুবিন ও বিলিভারডিন