Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৫৩

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৫৩



✿ 1. কত সালে ওয়াটসন এবং ক্রিক DNA এর দ্বিতন্ত্রী নকশা অবিষ্কার করেন ? 
Ans : 1953

✿ 2. অ্যাডিনিন সবসময় থাইমিনের সঙ্গে কোন বন্ধনে আবদ্ধ থাকে ? 
Ans : দ্বি-হাইড্রোজেন বন্ধনী

✿ 3. নিউক্লিক এসিডের গঠনগত একক টি হলো ? 
Ans : নিউক্লিওটাইড 

✿ 4. অবতল কৃত্রিম লেন্সের মাইনাস পাওয়াযুক্ত চশমা ব্যবহার করে কোন ত্রুটি দূর করা যায় ? 
Ans : মায়োপিয়া

✿ 5. প্লাম্বিসম হলো ______ ঘটিত একটি বিষক্রিয়া ? 
Ans : লেড 

✿ 6. সিস্টিসারকোসিস _______ নামক কৃমি ঘটিত রোগ ? 
Ans : টিনিয়া সোলিয়াম

✿ 7. বরডেটেল্লা পারটুসিস নামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ টি হলো ? 
Ans : হুপিং কাশি

✿ 8. বৃক্কের কৃত্রিম ঝিল্লি বিশ্লেষণে ব্যবহার করা হয় কোন যন্ত্র ? 
Ans : ডায়ালাইজার 

✿ 9. মস্তিষ্কের তড়িৎ বিভব মাপক যন্ত্রের নাম টি হলো ? 
Ans :: ইলেক্ট্রএনসেফালোগ্রাম

✿ 10. উদ্ভিদের কাণ্ডের দৈর্ঘ্যের বৃদ্ধির হার পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ? 
Ans : আর্ক-ইন্ডিকেটর বা অক্সানোমিটার









Leave a comment