Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৫৭

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৫৭



✒ 1. সম্বলপুরী নামক ধ্রুপদী নৃত্য কোন রাজ্যে দেখা যায় ? 
Ans : ওড়িশা

✒ 2. পেরিনি শিবা তান্ডবম নামক ধ্রুপদী নৃত্য কোন রাজ্যে দেখা যায় ? 
Ans : তেলেঙ্গানা

✒ 3. বাথুকাম্মা নামক ধ্রুপদী নৃত্য কোন রাজ্যে দেখা যায় ? 
Ans : তেলেঙ্গানা 

✒ 4. থিরায়ত্তম নামক জাতিগত নৃত্য কোন রাজ্যে দেখা যায় ? 
Ans : কেরল 

✒ 5. ভারতনাট্যম নামক ধ্রুপদী নৃত্য কোন রাজ্যে দেখা যায় ? 
Ans : তামিলনাড়ু

✒ 6. কুচিপুডি নামক ধ্রুপদী নৃত্য কোন রাজ্যে দেখা যায় ? 
Ans : অন্ধ্রপ্রদেশ

✒ 7. যক্ষগনা নামক নৃত্যনাট্য কোন রাজ্যে দেখা যায় ? 
Ans : কর্ণাটক

✒ 8. বিধি নাটকম নৃত্য ভারতের কোন রাজ্যে দেখা যায় ? 
Ans : অন্ধ্রপ্রদেশ

✒ 9. পানথি নৃত্য ভারতের কোন রাজ্যে দেখা যায় ? 
Ans : ছত্তিশগড়

✒ 10. ডাঙলি নৃত্য ভারতের কোন রাজ্যে দেখা যায় ? 
Ans : হিমাচল প্রদেশ






Leave a comment