Math Practice MCQ Set – 48 | পুলিশ/WBCS/রেল/TET ও অন্যান্য পরীক্ষার জন্য ম্যাথ প্র্যাকটিস সেট পর্ব – ৪৮
Hello বন্ধুরা,
তোমাদের সবাইকে জব গাইড এডুকেশন অনেক অনেক স্বাগত । সামনেই WBCS,পশ্চিমবঙ্গ পুলিশ এবং রেলের নানা পরীক্ষা আগত আর তার জন্যই তোমাদের জন্য নিয়ে এসেছি বিগত বছরের প্রশ্ন এবং অন্যান্য প্রশ্নও দিয়ে তৈরী Math Practice Set পর্ব – ৪৮ । এই সেটের মধ্যে আমরা আগামী পরীক্ষা গুলির জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান নিয়ে চলে এসেছি ।
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (15 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :-
1.প্রশ্ন : একটি জল ভর্তি চোঙের ব্যাসার্ধ 30 সেমি ও উচ্চতা 42 সেমি। এটিকে একটি আয়তকার চৌবাচ্চায় ঢালা হলো যার দৈর্ঘ্য 75 সেমি এবং প্রস্থ 44 সেমি । তবে চৌবাচ্চায় জলের উচ্চতা কত হবে ?
[a] 36
[b] 45
[c] 40
[d] 30
———————————————————————-
2.প্রশ্ন : একটি মিশ্রনে দুধ ও জলের অনুপাত 8: 3 । যদি 3 লিটার জল মেশানো হয় তবে দুধ ও জলের অনুপাত হবে 2 : 1 তবে শুরুতে দুধ ও জলের পরিমান কি ছিল ?
[a] 24 লিটার ও 9 লিটার
[b] 32 লিটার ও 12 লিটার
[c] 40 লিটার ও 15 লিটার
[d] 16 লিটার ও 6 লিটার
———————————————————————-
3.প্রশ্ন : কোনো একটি দ্রব্য কে 22.5% লাভে বিক্রি করা হলে, ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত কত হবে ?
[a] 39 : 69
[b] 31 : 57
[c] 34 : 63
[d] 40 : 49
———————————————————————-
4.প্রশ্ন : A ও B এর মাসিক আয়ের অনুপাত 3 : 4 এবং মাসিক ব্যয়ের অনুপাত 2 : 3 । যদি তাদের মাসিক সঞ্চয় 4000 টাকা হয় তবে B এর আয় কত ?
[a] 12000 টাকা
[b] 14000 টাকা
[c] 20000 টাকা
[d] 16000 টাকা
———————————————————————-
5. প্রশ্ন : 41 টি ক্রমিক বিজোড় সংখ্যার গড় 49 হলে, বৃহত্তম সংখ্যাটি কত ?
[a] 89
[b] 91
[c] 93
[d] 95
———————————————————————-
6.প্রশ্ন : দুটি সংখ্যার গুনফল 2028 এবং তাদের মধ্যে গসাগু 13 হলে, এমন কত গুলি সংখ্যা জোড় থাকতে পারে ?
[a] 1
[b] 2
[c] 3
[d] 4
———————————————————————-
7. প্রশ্ন : এক বিক্রেতা 13 কুই: গমের কিছু পরিমান গম 14% লাভ এবং বাকিটা 24% লাভে বিক্রি করলো এরফলে দেখা যায় যে তার মোটের উপর 18% লাভ হয় তবে 24% লাভে কত পরিমান গম বিক্রি করেছিল ?
[a] 780 kg
[b] 260 kg
[c] 1040 kg
[d] 520 kg
———————————————————————-
8.প্রশ্ন : একটি নৌকা প্রতিকূলে 18 কিমি/ঘ: বেগে যায় এবং 30 কিমি/ঘ: বেগে ফিরে আসে তবে যাত্রাপথের গড় বেগ কত ?
[a] 22.5
[b] 24
[c] 20.5
[d] 25
———————————————————————-
9.প্রশ্ন : A ও B একত্রে একটি কাজ 12 দিনে শেষ করে, B ও C একত্রে একটি কাজ 15 দিনে এবং C ও A একত্রে একটি কাজ 20 দিনে শেষ করতে পারে, তবে B একা কাজটি কত দিনে শেষ করতে পারবে ?
[a] 30 দিন
[b] 25 দিন
[c] 24 দিন
[d] 20 দিন
———————————————————————
10.প্রশ্ন : এক ব্যক্তি 1500 টাকায় একটি দ্রব্য কিনে ক্রয়মূল্যের উপর 25% লাভে বিক্রি করেন । যদি তাকে এর উপর 75 টাকা ট্যাক্স দিতে হয় তবে তার প্রকৃত লাভের হার কত ?
[a] 25%
[b] 30%
[c] 15%
[d] 20%
——————————————————————–
11.প্রশ্ন : পরস্পরের বিপরীত দিকে দুটি ট্রেন 43 কিমি/ঘ: ও 51 কিমি/ঘ: বেগে এগোচ্ছে । যদি ধীরে যাওয়া ট্রেনটি 9 সেকেন্ডে দ্রুত গামী ট্রেনটিতে বসে থাকা একটি লোক কে অতিক্রম করে তবে ধীরে যাওয়া ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার ?
[a] 235
[b] 338.4
[c] 470
[d] 940
——————————————————————–
12.প্রশ্ন : এক ব্যক্তিকে একটি সংখ্যার বর্গমূল করতে বলা হলো কিন্তু সে ভুল করে বর্গ করে ফেললো । ভুল উত্তর টি যদি সঠিক উত্তরের 216 গুন হয় তবে সংখ্যাটির অঙ্ক গুলির গুনফল কত ?
[a] 60
[b] 36
[c] 24
[d] 18
——————————————————————–
13.প্রশ্ন : 1024 এর ফ্যাক্টর কত গুলি ?
[a] 11
[b] 10
[c] 5
[d] 13
——————————————————————–
14.প্রশ্ন : N এর বর্গ যদি 825 ও 495 এর বর্গের অন্তর হয় তবে N = ?
[a] 670
[b] 660
[c] 550
[d] 560
——————————————————————–
15.প্রশ্ন : 1 থেকে 100 অবধি সংখ্যা লিখতে গেলে 2 কত বার ব্যবহৃত হয় ?
[a] 21
[b] 20
[c] 19
[d] 18
——————————————————————–