Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৬২

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৬২



❐ 1. কোন বাদ্যযন্ত্রের অপর নাম ‘আর্থ বডি’ ? 
Ans : মৃদঙ্গম 

❐ 2. বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাস কোনটি ? 
Ans : দুর্গেশনন্দিনী

❐ 3. সত্যজিৎ রায় পরিচালিত ‘পথের পাঁচালি’ মুক্তি পায় কোন সালে ? 
Ans : 1955

❐ 4. সঙ্গীত নাটক একাডেমি কোন সালে স্থাপিত হয় ? 
Ans : 1952 সালে 

❐ 5. ললিত কলা একাডেমি কোন সালে স্থাপিত হয় ? 
Ans : 1954 সালে 

❐ 6. সুধীর ধর কোন ক্ষেত্রে একজন বিখ্যাত ব্যক্তিত্ব ? 
Ans : কার্টুনিস্ট 

❐ 7. ‘কলের বাঁশি’ ভাস্কর্য টি সৃষ্টি করেছেন কোন শিল্পী ? 
Ans : রামকিঙ্কর বেইজ 

❐ 8. প্রথম ভারতীয় পরিচালক যিনি আন্তর্জাতিক পুরস্কার পান ? 
Ans : দেবকী বসু 

❐ 9. ‘টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার’ এই নার্সারি রাইমস লেখেন কে ? 
Ans : জেন টেলর

❐ 10. রবীন্দ্রনাথ কে বিশ্বকবি আখ্যা কে দেন ? 
Ans : ব্রহ্মবান্ধব উপাধ্যায়








Leave a comment