Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৭৩

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৭৩ 



➤ 1. নীতি আয়োগের প্রথম চেয়ারপার্সন কে ছিলেন ? 
Ans : অরবিন্দ পানাগারিয়া

➤ 2. ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি ? 
Ans : করবেট ন্যাশনাল পার্ক 

➤ 3. ইজরায়েলের সর্বোচ্চ পুরস্কার কাকে দেওয়া হয়েছিল ? 
Ans : ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি 

➤ 4. খুসরো মন্দির কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : মধ্যপ্রদেশ 

➤ 5. ১৯৭২ সালে ইন্দিরা গান্ধী কার সাথে শিমলা চুক্তি স্বাক্ষর করেন ? 
Ans : জুলফিকার আলী ভুট্টো 

➤ 6. লাভনী নৃত্য কোন রাজ্যে দেখতে পাওয়া যায় ? 
Ans : মহারাষ্ট্র 

➤ 7. ক্যালসিয়াম অক্সাইডের `রাসায়নিক সংকেত কি ? 
Ans : CaO 

➤ 8. দূরত্ব পরিমাপের বৃহত্তম একক কি ? 
Ans : গিগাপারসেক 

➤ 9.  NATO এর সদর দপ্তর কোথায় ? 
Ans : ব্রুসেলস , বেলজিয়াম

➤ 10. ভারতের জাতীয় পতাকা কোন তারিখে গৃহীত হয় ? 
Ans : ২২ জুলাই , ১৯৪৭


Leave a comment