Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৭৮

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৭৮ 


Bengali GK Guide


➤ 1. মন্ডল কমিশন কোন ক্ষেত্রের সাথে যুক্ত ?
Ans : পিছিয়ে পড়া শ্রেণীর সংরক্ষণ বিষয়ক 

➤ 2. পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভুমি রয়েছে ? 
Ans : পুরুলিয়া 

➤ 3. কোন রাজ্যে ভাগীরথী প্রকল্প চালু হয়েছে ? 
Ans : তেলেঙ্গানা 

➤ 4. নর্মদা নদীর উৎপত্তি স্থল কোথায় ? 
Ans : অমরকন্টক মালভুমি 

➤ 5. ভাস্কো-ডা-গামা কবে ভারতে পদার্পন করেন ?
 
Ans : ১৪৯৮ খ্রিস্টাব্দে 

➤ 6. একক শর্করা কে কি বলা হয় ? 
Ans : মনোস্যাকারাইড 

➤ 7. ভারতই সিনেমার জনক কাকে বলা হয় ? 
Ans : দাদা সাহেব ফালকে 

➤ 8. তারামাছের গমন অঙ্গের নাম কি ? 
Ans : টিউব ফিট 

➤ 9. টনসিলাইটিস রোগের দ্বারা কোন স্থান আক্রান্ত হয় ? 
Ans : গলা ( টন্সিল )

➤ 10. ১৮৫৭ এর মহাবিদ্রোহের সময় লখনৌতে বিদ্রোহের নেতৃত্ব কে দেন ? 
Ans : বেগম হজরত মহল



Leave a comment