Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৯২
❂ 1. মাদ্রাজের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় ?
Ans : 1769 সালে
❂ 2. কোন শিখ গুরু অমৃতসর শহরটি প্রতিষ্ঠা করেছিলেন ?
Ans : গুরু রামদাস
❂ 3. ইংরেজরা কোন সালে রেল, পোস্ট ও টেলিগ্রাফের সূচনা করেন ?
Ans : 1853 সালে
❂ 4. বারদৌলি আন্দোলন কোন রাজ্যে সংঘটিত হয় ?
Ans : গুজরাট
❂ 5. কোন সালের আগস্ট মাসে নেহেরু কমিটি রিপোর্ট পেশ হয় ?
Ans : 1928 সালে
❂ 6. কোন সালের 31 শে ডিসেম্বর মধ্যরাত্রে রাভী নদীর তীরে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের মাধ্যমে ত্রিবর্ন রঞ্জিত পতাকা উত্তোলন করা হয় ?
Ans : 1929 সালে
❂ 7. ডান্ডি মার্চ শুরু হয় কোন সালে ?
Ans : 1930 সালে
❂ 8. কোন সালে সিঙ্গাপুর থেকে সুভাষচন্দ্র বসু ‘দিল্লী চলো’ যুদ্ধ ধ্বনি দেন ?
Ans : 1943 সালে
❂ 9. 1920 সালে আহমেদাবাদ টেক্সটাইল লেবার এসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন ?
Ans : এম কে গান্ধী
❂ 10. ‘বন্দেমাতরম’ এবং ‘দি পাঞ্জাব এন্ড দ্য পিউপিল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
Ans : লালা লাজপত রায়