Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৯৩
✍ 1. লা পাজ – কোন দেশের রাজধানী ?
Ans : বলিভিয়া
✍ 2. দীনবন্ধু মিত্রের নীলদর্পন নাটক টি কে ইংরেজিতে অনুবাদ করেন ?
Ans : মাইকেল মধুসূদন দত্ত
✍ 3. ব্রাহ্মসমাজ কোন সালে প্রতিষ্ঠা করা হয় ?
Ans : ১৮৩০ সালে
✍ 4. অজন্তা গুহাচিত্র গুলি কোন রাজ বংশের ?
Ans : গুপ্ত বংশ
✍ 5. চীন দেশটি আবিষ্কার করেন কোন নাগরিক ?
Ans : মার্কো পোলো
✍ 6. দামাস্কাস কোন দেশের রাজধানী ?
Ans : সিরিয়া
✍ 7. অস্ট্রেলিয়ার নিউ ক্যাসেল শহরটি কোন শিল্পের জন্য বিখ্যাত ?
Ans : লৌহ-ইস্পাত
✍ 8. ফ্রান্সের মুলহাউস শহরটি কোন শিল্পের জন্য বিখ্যাত ?
Ans : বস্ত্র বয়ন শিল্প
✍ 9. চীন পরিব্রাজক যিনি সর্বপ্রথম ভারতে আসেন তিনি হলেন –
Ans : ফা হিয়েন
✍ 10. একদিবসীয় ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করা ভারতীয় বোলার কে ছিলেন ?
Ans : চেতন শর্মা